এক একদিন চুলে নিয়মিত শ্যাম্পু করার ব্যাপারটাও সম্ভব হয় না। হঠাৎ দিনপাঁচেক পর আবিষ্কার করেন চুল ভীষণ তেলতেলে হয়ে গেছে, আর একটু পরেই একটা জরুরি ভিডিও মিটিংয়ে যোগ দিতে হবে। তখন মনে হয় কাঁচি দিয়ে চুলের গোড়া থেকে উড়িয়ে দিই! তা ছাড়া আর উপায় কী!

কিন্তু এমন একটা চরম পদক্ষেপ করার আগে একটু দাঁড়ান। তেলতেলে চুল সামলানো মুশকিল ঠিকই, কিন্তু চুল তেলতেলে হলেই প্রেজেন্টেবল হওয়া যাবে না, তা কিন্তু নয়! আলস্য থেকেই হোক, বা এমনি শ্যাম্পু করতে ইচ্ছে না হোক, তেলতেলে চুল ঢাকার জন্য আমরা নিয়ে এসেছি পাঁচটি দারুণ স্মার্ট হেয়ারস্টাইল। না, তার জন্য আপনাকে হেডব্যান্ড বা টুপি পরতেও হবে না, কাজেই নিশ্চিন্ত থাকুন।

বিশেষ টিপস: চুলে একটা আলগা খোঁপা বেঁধে নিতেও যদি খুব আলস্য লাগে, বা প্রচণ্ড তেলতেলে চুলেও ভল্যুম চান, তা হলে বেছে নিন ডাভ ভল্যুম অ্যান্ড ফুলনেস ড্রাই শ্যাম্পু/Dove Volume and Fullness Dry Shampoo। এটি দ্রুত আপনার চুল থেকে তেলতেলেভাব কমিয়ে এনে দেবে ভল্যুম আর ঘনভাব। ব্যাড হেয়ার ডে-র হাত থেকে নিষ্কৃতি পেতে এই ড্রাই শ্যাম্পুটি আদর্শ!

 

 

1. আলগা খোঁপা

1. আলগা খোঁপা

এলোমেলো আলগা খোঁপা/ messy buns নিয়ে পাতার পর পাতা লিখে গেলেও শেষ হওয়ার নয়। চটজলদি ক্যাসুয়াল হেয়ারস্টাইল থেকে শুরু করে ব্যাড হেয়ার ডে-র হাত থেকে মুক্তি পাওয়া, আপনার প্রয়োজন যাই হোক না কেন, আলগা খোঁপায় বেঁধে নিন চুল। দেখতে স্মার্ট, বেঁধে নেওয়া সহজ, আর সবচেয়ে বড় কথা, সবাইকেই মানিয়ে যায় এই হেয়ারস্টাইলটি।

 

2. ডাবল ডাচ বিনুনি

2. ডাবল ডাচ বিনুনি

ছোটবেলায় স্কুলে দু' বিনুনি বেঁধে যেতে খুব বিরক্ত লাগত, তাই তো? সেই পুরনো স্কুলের দিনগুলো আবার ফিরে আসতে চলেছে। চুলটা বিনুনি করে বেঁধে রাখুন, চুল পরিপাটি থাকবে, তেলতেলেভাবও বোঝা যাবে না।

 

3. স্পেস বান

3. স্পেস বান

স্টার ওয়ারে প্রিন্সেস লিয়ার কথা মনে পড়লেও স্পেস বান/space buns জনপ্রিয় হয়ে উঠেছে পরে টিকটকের কল্যাণে। দেখে মনে হয় এভাবে চুল বাঁধতে বেশ পরিশ্রম করতে হয়, আসলে তা কিন্তু নয়! চনমনে, কেয়ারফ্রি এই হেয়ারস্টাইলটি তেলতেলে চুল লুকিয়ে ফেলার মোক্ষম উপায়! আর দেখতেও যে অসাধারণ, তা কি আর নতুন করে বলার কিছু আছে?

 

4. বাবল পনিটেল

4. বাবল পনিটেল

একনজরে দেখলে মনে হতে পারে হেয়ারস্টাইল নিয়ে ভুলভাল এক্সপেরিমেন্ট করতে গিয়ে এমন একটা চুলের স্টাইল তৈরি হয়েছে। কিন্তু সত্যি বলতে বাবল পনিটেল/ bubble ponytails দিয়ে নিজের লুক বদলে ফেলতে পারেন অনায়াসেই! চিরন্তন পনিটেলে একটু ভল্যুমাইজিং স্পিন দিতে পারলেই দারুণ হেয়ারস্টাইল হয়ে যাবে, তেলতেলে চুলও আর বোঝা যাবে না!

 

5. হাফ-আপ টপ নট

5. হাফ-আপ টপ নট

তেলা চুল লুকোনোর আর একটা দারুণ উপায় হাফ-আপ টপ নট/ Half-up top knots বেঁধে নেওয়া। এই স্টাইলটিতে আপনার চুলের সবচেয়ে তেলতেলে অংশটা খোঁপায় গোটানো থাকে, অপেক্ষাকৃত কম তেলা অংশটা খোলা থাকে। ফলে আপনার চুল একদিকে যেমন স্টাইলিশ দেখায়, তেমনি তেলাভাবের ছিটেফোঁটাও বোঝা যায় না! ব্যাড হেয়ার ডে নিয়ে আর ভয় কী?