তেলতেলে চুলের সমস্যা এমনিতেই বিরক্তিকর, তার ওপর এরকম চুল নিয়ে যদি জুম মিটিংয়ে বসতে হয়, তা হলে তো কথাই নেই! শ্যাম্পু না করার কারণে চুল যেমন তেলতেলে হয়ে যেতে পারে, তেমনি আপনার চুলের ধাতও তেলতেলে হতে পারে। এখন কারণ যাই হোক, এমার্জেন্সির সময়ে হাতে কিছু চটজলদি উপায় না থাকলে কি আর চলে? সে কথা ভেবেই আমরা নিয়ে এসেছি কয়েকটি সহজ টিপস যা দিয়ে আপনি ঝটপট ঢেকে ফেলতে পারবেন আপনার চটচটে তেলা চুল। চোখ বুলিয়ে নিন...
- 01. ড্রাই শ্যাম্পু দিয়ে চুল ব্রাশ করে নিন
- 02. টেক্সচারাইজিং পাউডার ব্যবহার করুন
- 03. ব্লো ড্রাই করুন
- 04. তেলাভাব লুকিয়ে রাখুন হেয়ারস্টাইলে
- 05. ব্লটিং আর টোনারে বাজিমাত
01. ড্রাই শ্যাম্পু দিয়ে চুল ব্রাশ করে নিন

চুল ভালো করে ব্রাশ করে নিলে এমনিতেই সুন্দর দেখায়। প্রথমে ম্যাটিফায়িং ড্রাই শ্যাম্পু দিয়ে তেলাভাব শুষে নিন। চুল থেকে ছ' ইঞ্চি দূরত্ব রেখে স্প্রে করুন, তারপর চুলটা ঝাঁকিয়ে নিন যাতে পাউডার পুরো চুলে ছড়িয়ে যায়। তারপর প্যাডল বা রাউন্ড ব্রাশ দিয়ে লেংথ বরাবর ব্রাশ করে নিন।
বিবি-র পছন্দ: ডাভ ভল্যুম অ্যান্ড ফুলনেস ড্রাই শ্যাম্পু/ Dove Volume and Fullness Dry Shampoo
02. টেক্সচারাইজিং পাউডার ব্যবহার করুন

স্ক্যাল্প থেকে তেলতেলেভাব কমাতে চান? পুরুষদের চুলের সরঞ্জাম যেখানে পাওয়া যায়, সেখানে পেয়ে যাবেন আপনার প্রয়োজনের সামগ্রীটি। টেক্সচারাইজিং পাউডার স্ক্যাল্পের তেলতেলেভাব কমায়, সঙ্গে চুলে কিছুটা ভল্যুমও দেয়। সিঁথির কাছে একটুখানি পাউডার লাগিয়ে হালকা মাসাজ করে নিন, তাতে চুলের গোড়ায় লিফট আসবে, চুল খানিকটা টেক্সচার পাবে।
03. ব্লো ড্রাই করুন

শ্যাম্পু না করেই তেলতেলে চুলে দারুণ ব্লো আউট করে নিন! প্রথমে চুলে হিট প্রোটেকশন স্প্রে লাগিয়ে নিন, তারপর পুরো চুলটাকে কয়েকটা ভাগে ভাগ করে রাউন্ড ব্রাশ দিয়ে ব্লো ড্রাই করুন। চুলের ক্ষতি এড়াতে ড্রায়ারের তাপমাত্রা সবচেয়ে কম রাখবেন। হালকা গরম হাওয়াতেই তেলাভাব কেটে যাবে চুলের। আর সমুদ্রের হাওয়ার এলোমেলোভাব চুলে আনতে চাইলে খানিকটা সি সল্ট স্প্রে ছড়িয়ে নিতে পারেন।
বিবি-র পছন্দ: ট্রেসমে কেরাটিন স্মুদ হিট প্রোটেকশন স্প্রে/ Tresemme Keratin Smooth Heat Protection Spray
04. তেলাভাব লুকিয়ে রাখুন হেয়ারস্টাইলে

তেলতেলে চুল লুকোতে হেয়ারস্টাইলই হয়ে উঠতে পারে আপনার হাতিয়ার। স্কার্ফ বা হেডব্যান্ড বাঁধলে চুল দেখতে ভালো লাগবে, তেলাভাবের দিকে অতটা নজর যাবে না। টপ নট, ডাচ বিনুনি, মাঝে সিঁথি করা লো বান, লো পনিটেলের মতো হেয়ারস্টাইল করলে তেলতেলেভাব বোঝা যায় না। তার সঙ্গে ড্রাই শ্যাম্পু বা টেক্সচারাইজিং পাউডার লাগিয়ে নিলে চুল অনেকটা ভল্যুমও পাবে।
05. ব্লটিং আর টোনারে বাজিমাত

চুলের তেলতেলেভাব সামাল দিতে একমাত্র ড্রাই শ্যাম্পুই যে আপনার ভরসা, তা নয়। বাড়িতে দীর্ঘদিন পড়ে থাকা ব্লটিং পেপার দিয়েও স্ক্যাল্পের তেলাভাব সহজেই শুষে নিতে পারেন। ব্লটিং পেপার না থাকলে খানিকটা তুলো ভিজিয়ে নিন আপনার স্কিন টোনারে। টোনারে ভেজানো তুলো স্ক্যাল্পে চেপে চেপে লাগিয়ে নিয়ে শুকোতে দিন, তারপর ব্রাশ করে নিন। সব তেলাভাব উবে গিয়ে চুল হয়ে উঠবে বাউন্সি, ফ্রেশ!
Written by Manisha Dasgupta on Jul 12, 2021
Author at BeBeautiful.