পুষ্টিকর খাওয়াদাওয়া, উন্নতমানের ত্বক পরিচর্যার রুটিন আর কর্মঠ সক্রিয় জীবনশৈলী, এই তিনটি বিষয়ই তারুণ্য ধরে রাখার ব্যাপারে খুব জরুরি। কিন্তু একইরকম জরুরি হল সঠিক হেয়ারস্টাইল আর চুলের রং বেছে নেওয়া।
চুলের সামান্য অদলবদলেই যদি বয়সটা একলাফে বছর দশেক কমে যায়, তা হলে কি সেটা ট্রাই করবেন না? নিশ্চিতভাবেই করবেন! আজ আমরা আপনাকে জানাব চুল সংক্রান্ত এমন কিছু টিপস যা কাজে লাগিয়ে আপনি চটজলদি পেয়ে যাবেন একটা নতুন হেয়ারস্টাইল আর একই সঙ্গে বয়সও কমে যাবে বেশ কয়েকবছর! পড়তে থাকুন।
- 01. চুল ব্যাংস করে রাখুন
- 02. চুল ছোট করে কেটে ফেলুন
- 03. গাঢ় রঙে চুল রাঙিয়ে নিন
- 04. চুল খোলা রাখুন
- 05. ঝলমলে চুলেই বাজিমাত
01. চুল ব্যাংস করে রাখুন

সামনের চুল ব্যাংস করে রাখলে চুল ঘন দেখায়, মুখের বেশ খানিকটা অংশ ঢাকাও থাকে। যাঁদের কপাল চওড়া, তাঁদের জন্য ব্যাংস আদর্শ কারণ কপালে কোনও বলিরেখা থাকলেও তা চুলের আড়ালে ঢাকা পড়ে যায়। সফট ব্যাংস করলে মুখ অনেক কমবয়সী দেখায়। পুরোপুরি ব্যাংস না করতে চাইলে ধারে সিঁথি করে সামনের চুল ফ্রিঞ্জ করে নিন, একই ফল পাবেন।
02. চুল ছোট করে কেটে ফেলুন

লম্বা চুল খুব ঘন না হলে ভল্যুম থাকে না। নেতানো, নির্জীব চুল দেখতেও ভালো লাগে না; মুখ বয়স্ক দেখায়। চুল কাঁধ পর্যন্ত ছোট করে কেটে ফেলুন, দেখতেও ফ্যাশনেবল লাগবে, সামলানোও সহজ হবে।
03. গাঢ় রঙে চুল রাঙিয়ে নিন

চুল রং করতে ভালোবাসেন? তা হলে জেনে নিন কীভাবে রং করলে আপনাকে তরুণ দেখাবে। চকোলেট ব্রাউন, মোচা ব্রাউনের মতো শেড ভারতীয় ত্বকের রঙের সঙ্গে মানানসই তো বটেই, পাশাপাশি এ সব রঙে আপনার চুল দেখায় স্বাস্থ্যোজ্জ্বল, মুখেও আসে তারুণ্য। অন্যদিকে কপার বা অন্য হালকা রঙে মুখ বয়স্ক লাগে, চুলও দেখায় তেলতেলে ক্ষতিগ্রস্ত।
04. চুল খোলা রাখুন

পনিটেল বা ছিমছাম খোঁপা যতই পছন্দ হোক না কেন, নিজেকে কমবয়সী দেখানোর সবচেয়ে সহজ আর সবচেয়ে সস্তা উপায়টা হল চুল খোলা রাখা। চুলে হালকা ওয়েভ আপনাকে এনে দেয় একটা সহজ চনমনে তারুণ্য। খুব পরিপাটি করে বাঁধা চুল কিন্তু এ ক্ষেত্রে তেমন কাজের নাও হতে পারে!
05. ঝলমলে চুলেই বাজিমাত

ঝলমলে সুস্থ চুল হল তারুণ্য আর উচ্ছ্বাসের প্রতীক! এমন চুলে আপনাকে দেখায়ও স্বাভাবিক সুন্দর! স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে মাঝেমধ্যেই চুলের দরকার হেয়ার মাস্কের পুষ্টি। মাসে একবার ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট করে চুলের যত্ন নিন আর দেখুন কেমন নিমেষে পালটে যায় আপনার লুক!
Written by Manisha Dasgupta on Apr 06, 2021
Author at BeBeautiful.