চুল পড়ে যেতে আরম্ভ করলেই আমাদের সকলেরই চিন্তা হয়| এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনিও নিশ্চয়ই নানারকম পদ্ধতি ট্রাই করে দেখেছেন| কিন্তু যদি সবরকম ডায়েট আর নানা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেও দেখেন যে কোনও কিছুতেই কাজ হচ্ছে না, তাহলে আপনার জন্য খুব কার্যকর কয়েকটি পদ্ধতির হদিশ দিতে পারি আমরা|
চুল পড়ে যাওয়ার সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য খুব বেশি দূরে যেতে হবে না আপনাকে| নিজের রান্নাঘরের চৌহদ্দিটুকুই তার জন্য যথেষ্ট! ঘরে তৈরি হেয়ার মাস্ক রেসিপি অত্যন্ত সুফলদায়ক আর বানিয়েও নেওয়া যায় কয়েক মিনিটের মধ্যেই| আপনার জন্য তেমনই কয়েকটি খুব সহজ হেয়ার মাস্কের পদ্ধতি দেওয়া হল...

ডিম আর মধু
ডিম আর মধু একসঙ্গে উচ্চারণ করলেই মনে হয় কী বিচিত্র আর অদ্ভুত গন্ধই না হবে দু’টি সামগ্রীর মিশ্রণে! কিন্তু এই দুটি জিনিসের অজস্র গুণাগুণ সম্পর্কে জানার পরে আপনি নিশ্চিতভাবেই নিজের মত পরিবর্তন করতে বাধ্য হবেন| মধু চুলের স্ক্যাল্পে পুষ্টি জোগায়, বজায় রাখে সঠিক আর্দ্রতা| এর ফলে স্ক্যাল্প বা মাথার চামড়া থাকে স্বাস্থ্যোজ্জ্বল আর চুলের ভেঙে যাওয়া প্রতিহত হয় | ডিম হল প্রোটিন আর অ্যামিনো অ্যাসিডসের একটি সমৃদ্ধ উৎস, যা চুলে পুষ্টি আর উজ্জ্বলতা সরবরাহ করে আর চুল পড়া কমায়|
বি বিউটিফুল বিশেষজ্ঞের পরামর্শ: একটি ডিমের কুসুম বাটিতে ঢেলে নিন | তাতে এক চাচামচ ক্যাস্টর অয়েল, দু’ টেবিলচামচ মধু যোগ করুন| ভালোভাবে মিশিয়ে নিন এবং এই মাস্কটিকে চুলের গোড়া থেকেমশুরু করে আগা পর্যন্ত খুব ভালোভাবে লাগিয়ে ফেলুন| এক ঘণ্টা পরে ভালো মোলায়েম শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন|

পাকা কলার জাদু
কলায় আছে ভরপুর অ্যান্টিঅক্সিডান্টস, ন্যাচারাল অয়েল আর পটাশিয়াম, যার সবক’টিই একসঙ্গে দারুণ ফলপ্রসূ হেয়ার মাস্ক তৈরি করে, যা চুল পড়া প্রতিরোধ করে| উপরন্তু কলার আর্দ্রতাগুণ স্ক্যাল্পে প্রয়োজনীয় জল সরবরাহ করে, যা চুল ভেঙে গিয়ে পড়ে যাওয়া প্রতিরোধ করতে পারে|
বি বিউটিফুল বিশেষজ্ঞের পরামর্শ : দুটি পাকা কলার খোসা ছাড়িয়ে ভালো করে চটকে পেস্ট তৈরি করুন| এতে কিছুটা নারকেল তেল আর মধু ছড়িয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিন| এবার চুলের গোড়ায় অর্থাৎ মাথার তালুতে ভালো করে লাগিয়ে ত্রিশ মিনিট অপেক্ষা করুন | তারপর ভালো মোলায়েম শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন|

কখনও কি স্ট্রবেরি ব্যবহার করে দেখেছেন ?
স্ট্রবেরি হল অ্যান্টিঅক্সিডান্টসের সেরা উৎস, যা ফ্রি র্যাডিকালসের মোকাবিলা করে চুলের ক্ষয়ক্ষতি রোধ করে| স্ট্রবেরি আপনার সেল মেমব্রেনকে সুরক্ষা দেয় আর আপনার চুলকে রাখে ঠিকঠাক আর্দ্র আর কন্ডিশনড|
বি বিউটিফুল বিশেষজ্ঞের পরামর্শ: মিক্সারে 8-10টি স্ট্রবেরি ব্লেন্ড করে নিন আর তারপর সামান্য দানাদার মিশ্রণটি বার করে নিয়ে তা একটি পাত্রে রাখুন| এতে কয়েক ফোঁটা আমন্ড অয়েল দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিন | এবার মাথার তালুতে এই পেস্ট ভালোভাবে লাগিয়ে রেখে দিন অন্তত পঁয়তাল্লিশ মিনিট| তারপর ভালো মোলায়েম শ্যাম্পু আর ঠান্ডা জল দিয়ে মাথা ধুয়ে ফেললে সেরা ফল পাবেন|
Written by Team BB on Feb 11, 2019