চুলটা একটু স্টাইল করতে ইচ্ছে হলে প্রথমেই যে যন্ত্রটা হাতে তুলে নিই আমরা বেশিরভাগ মেয়ে, সেটা হল স্ট্রেটনার, তাই না? চুল স্ট্রেট করে নেওয়াটা আসলে সবচেয়ে সহজ কাজ! কিন্তু যখন চুল কার্ল করতে বা ওয়েভ করতে ইচ্ছে হয়, লড়াইটাও শুরু হয় তখন থেকেই। তবে জানেন কি, স্বাভাবিক বিচ ওয়েভ করে নেওয়া অতটা কঠিনও কিছু নয়! আমরা নিয়ে এসেছি এমন একটি কৌশল যা দিয়ে একেবারে নিখুঁত বিচ ওয়েভ করে নিতে পারবেন আপনি, আর তার জন্য আলাদা করে সময়ও দিতে হবে না! জিমে গা ঘামানোর ফাঁকে, বা বাড়িতে ব্যায়াম করতে করতেই হয়ে যাবে আপনার সাধের বিচ ওয়েভ! আসুন দেখে নিই!

create perfect beach waves while working out hack

আমরা জানি, সকালটা আপনার জিমে ব্যায়াম করতে করতেই কেটে যায়, ফলে এই সময়টায় নতুন কোনও হেয়ারস্টাইল ট্রাই করে দেখার প্রশ্নই নেই! কিন্তু যদি বলি, নতুন হেয়ারস্টাইলটা ব্যায়াম করতে করতেই করে ফেলতে পারবেন আপনি? গুলিয়ে গেল তো?

বিভ্রান্ত হবেন না, স্টেপগুলো বলে দিচ্ছি আমরা! ব্যায়ামের পর যেদিন শ্যাম্পু করার প্ল্যান নেই, সেদিন সহজ কৌশলে চুলে করে নিন বিচ ওয়েভ!

ধাপ 01: ব্যায়াম শুরু করার আগে পুরো চুলে হেয়ার টেক্সচারাইজিং স্প্রে ছিটিয়ে নিন।

ধাপ 02: চুলের ঘনত্বের ওপর নির্ভর করে সিঙ্গল বা ডাবল ফ্রেঞ্চ বিনুনি বেঁধে নিন চুলে।

create perfect beach waves while working out hack

ধাপ 03: একটু টাইট করেই বাঁধবেন, যাতে ব্যায়াম করতে গিয়ে চুলটা খুলে না যায়। ক্লিপ বা রাবারব্যান্ড দিয়ে আটকে নিন।

ধাপ 04: জিমে গিয়ে রোজকার মতো ব্যায়াম করুন।

ধাপ 05: বাড়ি ফিরে স্নান করে নিন। চুল ভেজাবেন না। এর পর বিনুনি খুলে ফেলুন, চু্লে স্বাভাবিকভাবেই ওয়েভ এসে যাবে।

ব্যস, আপনার নিখুঁত বিচ ওয়েভ রেডি, কোনওরকম হিট-স্টাইলিং টুল ছাড়াই! যাঁদের ব্যায়াম করার অভ্যেস নেই, তাঁরা রাতে চুলে ফ্রেঞ্চ বিনুনি বেঁধে ঘুমিয়ে পড়ুন, সকালে উঠে বিনুনি খুলে দিলেই পেয়ে যাবেন পরিপাটি বিচ ওয়েভ!