চুলের যত্নেরও নানা পর্যায় রয়েছে। রেগুলার বা সাধারণ হেয়ার কেয়ার রুটিন থেকে ক্লিন বা পরিচ্ছন্ন হেয়ার কেয়ার রুটিনে নিজেদের উন্নীত করতে পারলে তার সুফল অনেক! প্রথমত এতে কেমিক্যালে ভরা প্রডাক্ট জীবন থেকে বাদ দেওয়া যায় আর তার বদলে বেছে নেওয়া যায় টক্সিন বা অন্য খারাপ উপাদানমুক্ত প্রডাক্ট। আর দ্বিতীয়ত, এর ফলে পরিবেশ সুস্থ রাখতেও একটা ভূমিকা নেওয়া হয়। কিন্তু ক্লিন বা পরিচ্ছন্ন শব্দটির প্রয়োগ যথাযথভাবে হচ্ছে কিনা তা সুনিশ্চিত করার জন্য এমন কোনও স্বীকৃত সংস্থা এখনও যেহেতু নেই, তাই বিভিন্ন ব্র্যান্ডের ওপরেই সেই দায়িত্ব বর্তায়। বিভিন্ন ব্র্যান্ড নিজেদের মতো করে 'ক্লিন' শব্দটির অর্থ করে। যাতে ভুল না হয়, তার জন্য তাই লেবেল পড়ার দিকে মনোযোগ দিতে হবে। লেবেল পড়লেই বুঝতে পারবেন কোন প্রডাক্ট বাজারে চলছে, আর কোনটা চলছে না। ফলে সবদিক বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন আপনি। ক্লিন হেয়ার কেয়ার প্রডাক্ট কিনতে গিয়ে সম্ভাব্য যে পাঁচটি লেবেল আপনি দেখতে পাবেন, তার একটি তালিকা ও শব্দগুলির অর্থ জানিয়ে দিচ্ছি আমরা।

 

01. সিলিকোন-হীন

01. সিলিকোন-হীন

চুলের যত্নের সরঞ্জামে সিলিকোন যৌগটি হামেশাই থাকে। এটি চুলের ওপর একটি পাতলা আস্তরণ তৈরি করে দেয়, যার ফলে চুল থেকে আর্দ্রতা উবে যায় না এবং চকচকেভাব বজায় থাকে। সিলিকোন এমনিতে বিষাক্ত না হলেও কিছু সিলিকোন জলে দ্রাব্য নয়, ফলে তা পুরোপুরি ধুয়ে ফেলা মুশকিল। তাই সিলিকোনের অবশেষ স্ক্যাল্পে বিশ্রীভাবে জমে গিয়ে চুলের ফলিকলের মুখ বন্ধ করে দেয়, চুল উঠে যাওয়ার প্রবণতা বাড়ে।

 

02. প্যারাবেন-মুক্ত

02. প্যারাবেন-মুক্ত

হেয়ার কেয়ার প্রডাক্টে প্যারাবেন প্রিজার্ভেটিভ হিসেবে ব্যবহার করা হয়। প্যারাবেন থাকলে প্রডাক্ট বেশিদিন ভালো থাকে, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জন্মাতে পারে না। কিন্তু প্যারাবেন স্ক্যাল্পে সহজেই শুষে যায়, এবং তার ফলে শুষ্কতা, প্রদাহ, চুলের রং ফিকে হয়ে যাওয়া, এমনকী গোছা গোছা চুল উঠে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। কাজেই প্যারাবেন সর্বতোভাবে এড়িয়ে চলুন।

 

03. কৃত্রিম রংহীন

03. কৃত্রিম রংহীন

হেয়ার প্রডাক্ট দেখতে আকর্ষণীয় করার জন্য তাতে কৃত্রিম রং ব্যবহার করা হয়। প্যারাবেনের মতোই কৃত্রিম রংও স্ক্যাল্পে শুষে যেতে পারে এবং রক্তের সঙ্গে মিশে প্রদাহ তৈরি করতে পারে, ত্বককে স্পর্শকাতর করে তুলতে পারে। যাঁদের সেনসিটিভ ত্বক, তাঁদের কৃত্রিম রং থেকে অ্যালার্জি হওয়াও খুব স্বাভাবিক।

 

04. সুগন্ধীহীন

04. সুগন্ধীহীন

কৃত্রিম সুগন্ধী মিশিয়ে হেয়ার কেয়ার প্রডাক্টের আকর্ষণ বাড়ানো হয়। কিন্তু কৃত্রিম সুগন্ধীতে পেট্রোলিয়াম, প্যাথালেট, বেনজিন-জাত নানান জিনিস, অ্যালডিহাইড এবং টলুইনের মতো সিন্থেটিক কেমিক্যাল থাকে। এর প্রতিটি থেকেই ক্যানসার হতে পারে এবং আপনার সার্বিক স্বাস্থ্যের পক্ষেও এ সব জিনিস ক্ষতিকর।

 

05. নিষ্ঠুরতাহীন

05. নিষ্ঠুরতাহীন

ক্রুয়েলটি-ফ্রি অর্থাৎ নিষ্ঠুরতাহীন বলতে বোঝায় এমন প্রডাক্ট যা কোনও প্রাণীর ওপরে পরীক্ষা করা হয়নি। আরও বোঝায় যে, এ সব প্রডাক্টের উপাদানগুলি আলাদাভাবে বা প্রডাক্টের কোনও যৌগও পরীক্ষার জন্য প্রাণীদেহে প্রয়োগ করা হয়নি। এ সমস্ত লেবেল পড়ে মানে বুঝে সঠিক প্রডাক্টটি বেছে নেওয়া কঠিন লাগতে পারে। তাই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি আমরা। আমাদের অন্যতম পছন্দের ক্লিন বিউটি ব্র্যান্ড হল লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট/ Love Beauty & Planet। এই ব্র্যান্ডের একটি দারুণ হেয়ার কেয়ার রেঞ্জও আছে। এই ব্র্যান্ডের প্রডাক্টে ওপরে বলা সবক'টি লেবেল রয়েছে। পাশাপাশি এই ব্র্যান্ডের প্রডাক্টগুলি পাওয়া যায় রিসাইকলড বোতলে এবং তা 100% রিসাইকলড। তা ছাড়া এই প্রডাক্টে নীতি মেনে সংগৃহীত সুগন্ধী তেল রয়েছে। ফ্রেঞ্চ ল্যাভেন্ডার, মরোক্কোর মিমোসা ফুল বা বুলগেরিয়ার গোলাপ পাপড়ি আপনার চুল রাখবে সুরভিত। চুলের রুক্ষতা কমানো থেকে রং করা চুলের যত্ন পর্যন্ত সব কিছুই করে এই ব্র্যান্ডের হেয়ার কেয়ার রেঞ্জ। আমাদের ক্লিন বিউটির তালিকায় তাই এই ব্র্যান্ডটি থাকবেই।