মন কখন সবচেয়ে ভালো থাকে বলুন তো? যখন জানা থাকে যে, চুলটা একদম বশে আছে, দেখাচ্ছেও দারুণ! কিন্তু এই ব্যাপারটা ঘটানোই ভীষণ কঠিন, কারণ বেশিরভাগ সময়েই আমাদের চুল থাকে শুষ্ক, রুক্ষ আর নিষ্প্রাণ।

এরকম পরিস্থিতিতে তা হলে কী করণীয়? উত্তরটা সহজ! সোজা চলে যান আপনার রান্নাঘরে, সেখানে পেয়ে যাবেন বেশ কিছু সহজলভ্য প্রাকৃতিক উপাদান যা আপনার চুলের টেক্সচার উন্নত করে তুলতে সাহায্য করবে। আমরা জানাচ্ছি বেশ কিছু প্রাকৃতিক অথচ কার্যকর উপাদানের নাম যা কাজে লাগিয়ে খুব সহজেই আপনি পেয়ে যাবেন মসৃণ, নরম আর ঝলমলে চুল...

 

হট অয়েল মাসাজ

হট অয়েল মাসাজ

চুলের টেক্সচার ভালো করতে আর সেই সঙ্গে চুল মসৃণ আর নরম রাখতে মাসাজের বিকল্প নেই। মাথায় মাসাজ নেওয়া একদিকে যেমন আরামদায়ক, তেমনি নিয়মিত অয়েল মাসাজ নিলে স্ক্যাল্পে রক্তসঞ্চালন উন্নত হয় এবং চুলের বাড়বৃদ্ধিও ভালো হয়। অয়েল মাসাজের জন্য নারকেল তেল বা অলিভ অয়েলের মতো যে কোনও কেরিয়ার অয়েল নিন, তাতে মিশিয়ে নিন কয়েক ফোঁটা পছন্দসই সুগন্ধি এসেনশিয়াল অয়েল।

 

চায়ের জল

চায়ের জল

কালো আর সবুজ দু'ধরনের চায়েই পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডান্ট, পলিফেনল আর ভিটামিন সি রয়েছে, যা দারুণ শক্তিশালী আর আপনার চুলে এনে দেয় ঝলমলেভাব। চুল মজবুত করে তুলতে এবং চুলের বাড়বৃদ্ধি ঘটাতেও চা খুবই কাজের। চায়ে জীবাণুনাশক গুণ রয়েছে যা খুসকি সহ স্ক্যাল্পের নানা সংক্রমণ প্রতিহত করে। সবুজ বা কালো চা ফোটানো জল ঠান্ডা করে নিয়ে তা দিয়ে নিয়মিত চুল ধুয়ে ফেলুন, আপনি পেয়ে যাবেন ঘন চকচকে চুল।

 

অ্যালো ভেরা

অ্যালো ভেরা

দরকারি ভিটামিন, মিনারেল এবং আরও নানা পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ অ্যালো ভেরা হল আপনার সুস্থ ও সুন্দর চুল পাওয়ার একমাত্র চাবিকাঠি। অ্যালো ভেরা চুলের বাড়বৃদ্ধিতে সাহায্য করে, চুলে এনে দেয় বাড়তি চমক আর সেই সঙ্গে চুল মজবুতও করে। তা ছাড়া চুলের রুক্ষভাব আর ডগা ফেটে যাওয়া কমাতেও অ্যালো ভেরা খুবই কার্যকর একটি প্রাকৃতিক উপাদান যা চুলের গঠন মজবুত করে তুলতে পারে। স্ক্যাল্পে সরাসরি অ্যালো ভেরা লাগান, চুলেও গোড়া থেকে আগা পর্যন্ত সমানভাবে মেখে নিন। অথবা হেয়ার মাস্কে মিশিয়েও ব্যবহার করতে পারেন।

 

কারিপাতা

কারিপাতা

কারিপাতা পছন্দ নয়? কিন্তু সুস্থ সুন্দর চুল চাইলে কারিপাতাকে বন্ধু করে নিতেই হবে। চুল আর স্ক্যাল্পের স্বাস্থ্যের জন্য কারিপাতা দারুণ উপকারী! ক্ষতিগ্রস্ত চুলের স্বাস্থ্য ফেরায় কারিপাতা, চুল ওঠা আর পাতলা হয়ে যাওয়া কমায়, অকালে চুল পেকে যাওয়া বন্ধ করে, এবং চুলের আরও নানা সমস্যার সমাধান করতে পারে। কারিপাতা খেতে ভালো না লাগলে পাতা শুকিয়ে গুঁড়ো করে নিন বা বেটে পেস্ট করে চুলে লাগান। পছন্দের হেয়ার অয়েলে কয়েকটা পাতা ফেলে সেই তেলও মাখতে পারেন।

 

টক দই

টক দই

টক দইয়ে নানা ভিটামিন রয়েছে আর তার সঙ্গে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা শুষ্ক ক্ষতিগ্রস্ত চুলের জন্য বিশেষ উপকারী। খুসকি কমাতে, রুক্ষ চুল বশে আনতে, নিষ্প্রাণ চুল সজীব আর ঝলমলে করে তুলতে টক দই খুবই কাজের!

চুল ওঠা কমাতে চান? চুলে লাগান টক দই। চুল ওঠা বন্ধ করার এর চেয়ে সহজ উপায় আর নেই।

চুলের টেক্সচার ভালো করতে ঘরোয়া পদ্ধতির সাহায্য নিতে চান না? সে ক্ষেত্রে ব্যবহার করুন টিজি বেড হেড আর্বান অ্যান্টি-ডোট রিকভারি লেভেল টু কন্ডিশনার/ TIGI Bed Head Urban Anti-Dote Recovery Level 2 Conditioner  আর ফল দেখুন হাতে হাতে!

ফোটো সৌজন্য: ইনস্টাগ্রাম