কারা কারা জীবনে অন্তত একবার ব্যাড হেয়ার ডে-র শিকার হয়েছেন বলুন তো? আর কারা কারা প্রায়ই ব্যাড হেয়ার ডে-র সমস্যায় ভোগেন? যদি আপনি দ্বিতীয় দলের হয়ে থাকেন, তা হলে এ লেখা আপনারই জন্য! আসলে অনেক সময়ই ব্যাড হেয়ার ডে-র কারণ আমাদের চুল নয়, বরং আমরা নিজেরাই এর জন্য দায়ী! তিনজন বিশিষ্ট হেয়ারস্টাইলিস্ট আমাদের এই কথার সঙ্গে একমত।
এই তিন নামী হেয়ারস্টাইলিস্টের মতে, সাধারণ কিছু ভুল থেকেই আমাদের চুল একদম খারাপ হয়ে যেতে পারে। তেমনই 5টি অত্যন্ত সাধারণ ভুলের কথা বলছি আমরা। সুন্দর চুল চাইলে এ সব ভুল আর কখনও করবেন না!
- 1. হিট প্রোটেকট্যান্ট স্প্রে ব্যবহার না করা
- 2. চুল ছোট না রাখা
- 3. শ্যাম্পুর মতো করে কন্ডিশনার ব্যবহার
- 4. অতিরিক্ত হেয়ারস্টাইলিং প্রডাক্টের ব্যবহার
- 5. রোজ চুলে শ্যাম্পু করা
1. হিট প্রোটেকট্যান্ট স্প্রে ব্যবহার না করা

"খুব সাধারণ একটা কথা, কিন্তু বহু মেয়ে এই ভুলটা করেন। ড্রায়ার, আয়রন, কার্লারের মতো হিট স্টাইলিং টুল দিয়ে তাঁরা চুল স্টাইল করেন, কিন্তু তার ফলে চুলের কত বড় ক্ষতি হচ্ছে, সেটা আর ভেবে দেখেন না," বলছেন সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট সীমা মানে। যেহেতু ক্ষতিটা সঙ্গে সঙ্গে বোঝা যায় না, তাই এই অভ্যেস চলতেই থাকে!
2. চুল ছোট না রাখা

বেশিরভাগ মেয়েই লম্বা চুল পছন্দ করেন। তাঁরা মনে করেন ছোট চুল তাঁদের মুখের সঙ্গে মানাবে না, বা বয়স্ক দেখাবে। "কিন্তু এই ধারণার কোনও বাস্তব ভিত্তি নেই। সঠিক হেয়ারকাট বেছে নিতে পারলে ছোট চুলেও অনেক বেশি তরুণ আর সাহসী দেখায়," বলছেন সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট স্যাঙ্কি এভরাস।
3. শ্যাম্পুর মতো করে কন্ডিশনার ব্যবহার

"শ্যাম্পু আর কন্ডিশনার, এই দুটো প্রডাক্ট সম্পূর্ণ আলাদা,তাই লাগানোর কায়দাও আলাদা," বলছেন সীমা মানে। "শ্যাম্পুর কাজ হল স্ক্যাল্প আর চুল পরিষ্কার করা, আর কন্ডিশনারের কাজ চুলের শেষভাগ আর্দ্র রাখা, কারণ এই অঞ্চলে মাথায় তৈরি প্রাকৃতিক তেল পৌঁছতে পারে না, কিউটিকলও আঁটসাটো হয় না।" তাই শ্যাম্পু লাগাবেন স্ক্যাল্পে, আর কন্ডিশনার লাগাতে হবে শুধুই চুলের দৈর্ঘ্য বরাবর।
4. অতিরিক্ত হেয়ারস্টাইলিং প্রডাক্টের ব্যবহার

"একগাদা হেয়ারস্টাইলিং প্রডাক্ট ব্যবহার করলে চুল মোটেই ভালো থাকে না, বরং নেতিয়ে পড়ে, হেয়ারস্টাইলও নষ্ট হয়ে যায়," বলছেন সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট সীমা খান। পরিমাণমতো স্টাইলিং প্রডাক্ট ব্যবহার করুন, হেয়ারস্টাইল নিখুঁত থাকবে দিনভর।
5. রোজ চুলে শ্যাম্পু করা

চুল পরিষ্কার রাখা এক কথা, আর তা নিয়ে বাড়াবাড়ি করা অন্য কথা। আপনার চুল সপ্তাহে দু' থেকে তিনবারের বেশি ধোওয়ার প্রয়োজন নেই। স্যাঙ্কি এভরাস আর সীমা খান দু'জনেই একমত যে, অতিরিক্ত চুল ধুলে স্ক্যাল্পের প্রাকৃতিক তেলের আবরণ নষ্ট হয়ে গিয়ে চুল শুষ্ক হয়ে পড়ে।শ্যাম্পু করার দিন আসার আগেই স্ক্যাল্প যদি খুব তেলতেলে হয়ে গিয়ে থাকে, তা হলে সামাল দিতে ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন!
Written by Manisha Dasgupta on Mar 11, 2021
Author at BeBeautiful.