চুল নিয়ে নানা সমস্যায় নাজেহাল হতে হয় মাঝেমাঝেই। তবু তার মধ্যেও যে সমস্যাটা আমাদের সবচেয়ে বেশি আতঙ্কে রাখে তা হল চুলের ডগা ফাটা। চুলের ডগা ফাটা থাকলে সুন্দর করে কাটা চুলও বিশ্রী দেখায়, ব্লোড্রাইয়ের সব সৌন্দর্যও যায় নষ্ট হয়ে! আর সবচেয়ে গুরুতর ব্যাপার হল, অধিকাংশ ক্ষেত্রেই চুলের ডগা ফেটে যাওয়ার আড়ালে কোনও বড় শারীরিক সমস্যা থাকে। চুলের শেষভাগ অত্যন্ত শুকনো, ভঙ্গুর আর দুর্বল হয়ে গেলে তা ফেটে যায়। প্রচণ্ড গরম বা ঠান্ডা আবহাওয়ায় অথবা হিট স্টাইলিং টুলের অতিরিক্ত ব্যবহারে চুলের ডগা ফেটে যেতে পারে। চুলের যত্ন করতেও আমরা যে সব প্রডাক্ট ব্যবহার করি, তাতে প্রচুর ক্ষতিকর রাসায়নিক থাকে যার জন্য চুলের ডগা ফেটে যেতে পারে। তবে ফাটা চুল নিয়ে কী করবেন বুঝতে না পেরে যদি চুল কেটে ফেলার তোড়জোড় শুরু করে থাকেন, তা হলে একটু দাঁড়ান! আমরা নিয়ে এসেছি কিছু সহজ রুটিন যা মেনে চললে বাড়িতে বসেই মুক্তি পেতে পারেন ফাটা চুলের সমস্যা থেকে।

 

ধাপ 01: ড্যামেজ রিপেয়ারিং শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন

ধাপ 01: ড্যামেজ রিপেয়ারিং শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন

জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার মুখোমুখি আমরা কখন হই জানেন? যখন আবিষ্কার করি, আমাদের পছন্দের শ্যাম্পুই আসলে চুলের মারাত্মক ক্ষতি করছে! তবে এই বিশ্বাসঘাতকতা আর সইতে হবে না! ব্যবহার করুন ডাভ ইনটেন্স রিপেয়ার শ্যাম্পু ফর ড্যামেজড হেয়ার/ Dove Intense Repair Shampoo For Damaged Hair , যা আপনার ডগাফাটা চুলের যত্ন নেয়। প্যারাবেন ও কৃত্রিম রংহীন এই শ্যাম্পুটিতে রয়েছে ফাইবার অ্যাক্টিভস যা আপনাকে উপহার দেয় নরম, মসৃণ আর স্বাস্থ্যোজ্জ্বল চুল। এক-চতুর্থাংশ ময়শ্চারাইজিং মিল্কে সমৃদ্ধ এই শ্যাম্পু প্রাকৃতিক উপায়ে চুলে পুষ্টি জোগায়! এটাই তো আমরা চেয়েছিলাম, তাই না?

 

ধাপ 02: চুলে কন্ডিশনার লাগান

ধাপ 02: চুলে কন্ডিশনার লাগান

চুলে শ্যাম্পু করার পরে কন্ডিশনার লাগাতেই হবে! ক্ষতিগ্রস্ত চুলের জন্য আমাদের সবচেয়ে পছন্দ ডাভ ইনটেন্স রিপেয়ার কন্ডিশনার/ Dove Intense Repair Conditioner কারণ এতে রয়েছে ফাইবার অ্যাক্টিভস। চুলের গভীরতম স্তরে গিয়ে এটি কাজ করে এবং ভেতর থেকে চুল সুগঠিত করে ডগা ফাটার হাত থেকে মুক্তি দেয়। তা ছাড়া এই কন্ডিশনার ব্যবহার করলে চুল থাকে জটমুক্ত। চুল অনেক বেশি মসৃণ, রুক্ষতাহীন হওয়ার কারণে সামলানো সহজ হয়, ডগা ফাটার সমস্যাও থাকে না!

 

ধাপ 03: চুলের চাই মাস্কের যত্ন

ধাপ 03: চুলের চাই মাস্কের যত্ন

চুল ঠিকঠাক আর্দ্রতা পাচ্ছে কিনা বুঝতে পারছেন না? হেয়ার মাস্ক লাগান! ডগাফাটা চুলের কার্যকরী ওষুধ বলা হয় হেয়ার মাস্ককে। এটি চুলে আর্দ্রতা জোগায়, ফাটাভাব কমায়, এবং নতুন করে চুলের ডগা ফেটে যাওয়া আটকায়। ডাভ ইনটেন্স ড্যামেজ রিপেয়ার হেয়ার মাস্ক/ Dove Intense Damage Repair Hair Mask, বেছে নিন, আর দেখুন কীভাবে এই মাস্ক আপনার শুষ্ক, নিষ্প্রাণ, ভঙ্গুর আর ডগাফাটা চুলে প্রাণ ফিরিয়ে তা তরতাজা করে তোলে। এই মাস্কে রয়েছে কেরাটিন অ্যাক্টিভ যা চুলে নতুন প্রাণ এনে দেয়। চুলের যত্নে সপ্তাহে দু'বার ব্যবহার করতে পারেন এই মাস্কটি। চুলে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন, ব্যস! সহজেই চুল সুন্দর হয়ে উঠবে।