আপনার চুল যদি স্বাভাবিকভাবে ওয়েভি না হয়ে থাকে, তা হলে আমরা নিশ্চিত যে, হেয়ারস্টাইলিং কাকে বলে বুঝতে শেখার প্রথম দিন থেকেই আপনি ওয়েভি চুল চেয়ে আসছেন। এমন চুল যা হালকা আর্দ্রতার সংস্পর্শে এসেই রুক্ষ হয়ে যায় না! আমাদের তো চিরকালের পছন্দ বিচ ওয়েভ, কিন্তু মাঝেমধ্যে সেই চিরাচরিত স্টাইলও পাল্টাতে ইচ্ছে করে। তাই এসে গেছে ইংরেজি এস শেপের মতো ওয়েভ। এটি কার্লের মতো বাউন্সি নয়, কিন্তু বিচ ওয়েভের চেয়ে বেশি স্ট্রাকচার রয়েছে এতে। সব মিলিয়ে আদর্শ হেয়ার শেপ বলতে যা বোঝায় এস-শেপ ঠিক তাই! সেলিব্রিটি আর আমাদের মতো সাধারণ মানুষ, দু' দলেরই দারুণ পছন্দের এই এস ওয়েভ। মুখের দু'পাশে ফ্রেমের মতো সাজানো স্টাইল সবাইকেই সুন্দর মানায়, তার ওপর এই স্টাইলটি করা অত্যন্ত সহজ! কোনও ঝামেলা ছাড়াই এস-শেপ ওয়েভ করে কীভাবে গ্ল্যামারাস হয়ে উঠবেন তার সবচেয়ে সহজ উপায়টা বলে দিচ্ছি আমরা।

 

ধাপ 01: তোয়ালে দিয়ে চুল মুছে নিন

ধাপ 01: তোয়ালে দিয়ে চুল মুছে নিন

একদম প্রথম ধাপ এটি। স্নান সেরে বেরিয়ে চুল থেকে বাড়তি জল চেপে বের করে দিন। মাইক্রোফাইবার তোয়ালে দিয়ে খুব ভালোভাবে চুল মুছতে পারবেন। এই তোয়ালের সুতো অপেক্ষাকৃত কোমল, তাই চুল তাড়াতাড়ি শুকিয়ে দেয়। চুলের পক্ষেও এই তোয়ালে নিরাপদ এবং চুলের ক্ষতি হয় না। মাইক্রোফাইবারের তোয়ালের বদলে টি-শার্টও ব্যবহার করতে পারেন। এর পর মোটা দাঁড়ার চিরুনি দিয়ে চুল আঁচড়ে জট ছাড়িয়ে নিন। সাধারণ ব্রাশ দিয়েও আঁচড়াতে পারেন, তবে সে ক্ষেত্রে চুলের রুক্ষতা বেড়ে যেতে পারে।

 

ধাপ 02: চুল প্রস্তুত করে নিয়ে ব্লো ড্রাই করুন

ধাপ 02: চুল প্রস্তুত করে নিয়ে ব্লো ড্রাই করুন

মনে রাখবেন, এস-শেপ ওয়েভ করতে হলে চুল সম্পূর্ণ শুকনো থাকা দরকার। তবে ড্রায়ার হাতে নেওয়ার আগে একটু দাঁড়ান। হিট স্টাইলিং করার আগে চুলে ট্রেসমে কেরাটিন স্মুদ হিট প্রোটেকশন স্প্রে/ TRESemmé Keratin Smooth Heat Protection Spray. এর মতো ভালো মানের হিট প্রোটেকট্যান্ট স্প্রে করে নেওয়া দরকার। এতে 45 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত চুল সুরক্ষিত থাকার পাশাপাশি ঝলমলে চিকন হয়ে উঠবে। চুল প্রস্তুত করা হয়ে গেলে ব্লো ড্রাই করে সম্পূর্ণ শুকিয়ে নিন।

 

ধাপ 04: এস-ওয়েভ তৈরি করুন

ধাপ 04: এস-ওয়েভ তৈরি করুন

এবার আসল কাজ! অর্থাৎ এবার আপনি এস-ওয়েভ তৈরি করবেন। পছন্দের ফ্ল্যাট আয়রন নিন, তারপর এস শেপের আকারে চুল পেঁচিয়ে নিন। চুল পেঁচানো হয়ে গেলে ফ্ল্যাট আয়রন দিয়ে কার্ভ সেট করে দিন। চুল একদিকে পেঁচিয়ে সেট করার পর উল্টো অভিমুখে আর একবার পেঁচিয়ে সেট করলে নিখুঁত এস-শেপ পাবেন। পুরো চুল এভাবে সেট করে নিন, পেয়ে যাবেন পছন্দের এস-শেপ।

 

ধাপ 05: ফিনিশিং টাচ দিতে ভুলবেন না

ধাপ 05: ফিনিশিং টাচ দিতে ভুলবেন না

অনেকটা সময় খরচ করে জমকালো হেয়ারস্টাইল করার পর যদি তা নষ্ট হয়ে যায়, তা হলে মন খারাপ হওয়াই স্বাভাবিক। এবার আপনার চুলের স্টাইল ধরে রাখতে পারবেন সারাদিন ট্রেসমে কমপ্রেসড মাইক্রো মিস্ট ইনভিজিবল হোল্ড ন্যাচারাল ফিনিশ টেক্সচার হোল্ড লেভেল 1 হেয়ার স্প্রে/ TRESemmé Compressed Micro Mist Invisible Hold Natural Finish Texture Hold Level 1 Hair Spray দিয়ে। বাতাসের আর্দ্রতার ছোঁয়ায় চুল এলোমেলো রুক্ষ হয়ে যাওয়া এড়াতে চাইলে এই স্প্রে লাগান, আপনার চুল স্বাভাবিক দেখাবে, আর স্টাইল টেকসই হবে পাক্কা 24 ঘণ্টা!