দরজায় ফের কড়া নাড়ছে বিয়ের মরশুম। কোভিডের কারণে এখন নিমন্ত্রিতদের তালিকায় কাটছাঁট হলেও রীতিরেওয়াজের তালিকায় কিন্তু কোনও কমতি নেই, আর আপনি যদি প্ল্যান করে থাকেন বান্ধবী বা দিদির বিয়েতে নিতকনে হওয়ার, তা হলে তো আপনার দায়িত্বেরও শেষ নেই! ঠিকঠাক আইবুড়ো পার্টির প্ল্যানিং থেকে শুরু করে কনের পোশাক, গয়না, মেকআপ, সব কিছুই ঠিক করতে হবে আপনাকেই! এত কিছুর চাপে নিজের পোশাক আর সাজগোজ নিয়ে মাথা ঘামানোর সময় কোথায়? আপনার সমস্যা আমরা খুব ভালো করে বুঝতে পারছি, আর সে জন্যই আমরা নিয়ে এসেছি এমন কিছু দুর্দান্ত হেয়ারস্টাইল যা আপনার বিয়েবাড়ির সাজে যোগ করবে এক অন্য মাত্রা! নিজের হেয়ারস্টাইলিস্টকে দেখিয়ে দিন আপনার পছন্দের স্টাইলটি, ব্যস, আর ভাবনা নেই! এবার নিশ্চিন্তে বিয়ের কনের যাবতীয় দেখভাল করুন মন দিয়ে, কারণ আপনার জন্য তো আমরা আছিই!
 

ক্রাউন ব্রেইড

ক্রাউন ব্রেইড

ফ্যাশন আর রূপচর্চা নিয়ে টিপস চাইলে সোন কাপুর আহুজাই আপনার সবচেয়ে বড় ভরসা। পোশাক, মেকআপ, হেয়ারস্টাইল, সব কিছুতেই নতুন কেতার সন্ধান দেন সোনম। ক্রাউন ব্রেইডের স্টাইলটি আমরা ভুলে গেছিলাম, কিন্তু এমনভাবে সোনম তা ফিরিয়ে আনলেন যে এখন মনে হচ্ছে এটিই বোধহয় নিতকনেদের জন্য সবচেয়ে ফ্যাশনেবল স্টাইল!

 

ফ্রন্ট টুইস্ট

ফ্রন্ট টুইস্ট

যতই নিত্যনতুন হেয়ারস্টাইল আনাগোনা করুক, সামনের দিকে প্যাঁচানো, কাঁটা দিয়ে আটকানো হেয়ারস্টাইল চিরকালই সুপারহিট! এই স্টাইলটি কর যেমন সহজ, দেখতেও ছিমছাম আর ট্রাডিশনাল বিয়ের সাজের সঙ্গেও দারুণ মানানসই। যদি নিজের চুল নিজেই বাঁধবেন বলে ভেবে থাকেন, মাথায় রাখুন এই স্টাইলটি। মাঝখানে সিঁথি করে নিন, তারপর ডায়ানা পেন্টির মতোর করে চুলটা সামনে থেকে পেঁচিয়ে কানের পাশে কাঁটা বা ক্লিপ দিয়ে আটকে দিন।

 

ওয়াটারফল ব্রেডেড বান

ওয়াটারফল ব্রেডেড বান

পুরনো দিনের হেয়ারস্টাইল ফিরিয়ে আনার এটাই সেরা সময়। করিশমা কাপুরকে দারুণ সুন্দর আর অভিজাত লাগছে এই ওয়াটারফল ব্রেডেড বান লুকটিতে। মাথার একপাশে বিনুনি এবং অন্যপাশের চুল টানটান করে একসঙ্গে খোঁপায় বাঁধা, দুরন্ত এই হেয়ারস্টাইলটি নিতকনেদের জন্য একদম পারফেক্ট!

 

সেন্টার-পার্টেড বিনুনি খোঁপা

সেন্টার-পার্টেড বিনুনি খোঁপা

বিয়ের অনুষ্ঠান যদি ভারতীয় রীতিতে হয়, তা হলে হেয়ারস্টাইলের আইডিয়ার কোনও কমতি হবে না! ভূমি পেডনেকরের চুলটাই দেখুন! আগে যে ফ্রন্ট টুইস্ট দেখিয়েছিলাম, তাকেই একধাপ এগিয়ে নিয়ে গিয়ে তৈরি হয়েছে মাঝখানে সিঁথি করা এই বিনুনি কাম খোঁপাটি। চুলের এই স্টাইলটি একদিকে দারুণ সুন্দর দেখতে, নিতকনেদের মানায়ও খুব ভালো!

 

ওয়ান-সাইডেড ফিশটেল বিনুনি

ওয়ান-সাইডেড ফিশটেল বিনুনি

সত্যি বলতে বিয়ের আসরে নিতকনেদের এত কাজ থাকে যে খোলা চুলে ঠিক সামলানো যায় না। সে সময়ে একমাত্র ভরসা বিনুনি। কিন্তু বিয়ের অনুষ্ঠানে কি আর সাদামাটা বিনুনি করা যায়? সে জন্যই আমরা নিয়ে এসেছি দুর্দান্ত দেখতে এই একপেশে ফিশটেল বিনুনিটি! অল্প এলোমেলো, আলগা ফিশটেল বিনুনিতে দিয়া মির্জাকে দেখাচ্ছেও চমৎকার! কাজেই চোখ বন্ধ করে বেছে নিন এই স্টাইলটি আর হয়ে উঠুন অনন্যা!

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম