বিয়েবাড়ি মানেই একরাশ হাসি, মজা, উত্তেজনা। কিন্তু তার সঙ্গেই যদি আপনার ওপরে নিতকনে অর্থাৎ কনের সর্বক্ষণের সহচরী হওয়ার দায় বর্তায়, তা হলে ব্যাপারটা আর ততটা আনন্দের থাকে না। কনের প্রয়োজনীয় সব কিছু ঠিকঠাক নিখুঁত হল কিনা তা দেখেশুনে রাখা খুব একটা সহজ কাজ নয়। আর তার ওপরে নিজের সাজগোজের ব্যাপারটাও আছে, অর্থাৎ সারাক্ষণ গ্ল্যামারাস দেখাতে হবে। তাই এই বিয়ের মরশুমে আপনার কাঁধেও যদি নিতকনে হওয়ার দায়িত্ব চেপে থাকে, আর সেই অনুষ্ঠানের জন্য নিখুঁত হেয়ারস্টাইলের খোঁজে যদি আপনি থেকে থাকেন, তা হলে তার পথ দেখাচ্ছি আমরা। রইল পাঁচটি সহজ আর আরামদায়ক হেয়ারস্টাইলের হদিশ, যা ট্রাই করে দেখতেই হবে আপনাকে।

 

ছিমছাম টপ নট

ছিমছাম টপ নট

ফোটো সৌজন্য: Bella Hadid

চুল উলটে পরিপাটি করে বেঁধে রাখার স্টাইলটা ইদানীং দারুণ ট্রেন্ডি। আমাদের প্রিয় মডেলরাও চুল এভাবে স্টাইল করে খোঁপা বা পনিটেল বেঁধে রাখছেন। রোজকার সাদামাটা দিন হোক বা বিয়েবাড়ি বা পার্টি, সবখানেই চোখে পড়ছে অভিজাত এই টপ নট হেয়ারস্টাইল। আপনাকে শুধু পরিপাটি করে একটা খোঁপা বাঁধতে হবে, আর ওপরটা হেয়ারব্রাশ দিয়ে আঁচড়ে হেয়ার স্প্রে দিয়ে সেট করে দিতে হবে। হেয়ার স্প্রে-র বদলে অ্যালো ভেরা জেলও ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে ল্যাকমে নাইন টু ফাইভ ন্যাচারাল অ্যালো অ্যাকোয়া জেল/Lakmé 9to5 Naturale Aloe Aqua Gel বেছে নিন আর তৈরি করে নিন চকচকে স্লিক লুক।

 

নজরকাড়া অ্যাকসেসরি

নজরকাড়া অ্যাকসেসরি

ফোটো সৌজন্য: jenniferbehr

সুন্দর গয়না, পুঁতি, ক্লিপ দিয়ে সাজিয়ে তুলুন চুল। প্রজাপতি, হার্ট বা  তারা লাগানো হেয়ারব্যান্ড যে কোনও হেয়ারস্টাইলে অন্য মাত্রা এনে দেবে। স্টেটমেন্ট স্ক্রাঞ্চি দিয়ে চুল বেঁধে রাখতেও পারেন। যেভাবেই চুল সাজান, মিনিমালিস্টিক অথচ নজরকাড়া উপায়ে হেয়ারস্টাইল করার এটি একটি সহজ উপায়। আপনার স্বাচ্ছন্দ্য অনুসারে চুল বেঁধে নিন, আর তারপর অ্যাকসেসরি দিয়ে সাজিয়ে নিন।
 

 

মুক্তোর মায়া

মুক্তোর মায়া

ফোটো সৌজন্য:  justinemarjan

আগের স্টাইলটির মতোই এ ক্ষেত্রেও যে কোনও হেয়ারস্টাইলে বাড়তি গ্ল্যামার আনতে পরে নিন মুক্তো। এখন মুক্তো দারুণ জনপ্রিয়/Pearls are just so hot right now এবং তাকে বাদ দেওয়া অসম্ভব! যেদিকেই তাকান, মুক্তোর ব্যবহার আপনার চোখে পড়বেই! তাই মুক্তোর সৌন্দর্য চুলেই বা প্রয়োগ করবেন না কেন? পুরো চুলে লাগিয়ে নিন ছোট ছোট মুক্তো বসানো ক্লিপ। বিনুনি করলে এই লুকটা দারুণ সুন্দর দেখাবে। আবার ঘাড়ের কাছে নিচু খোঁপা করেও তা সাজিয়ে নিতে পারেন মুক্তো দিয়ে। বুঝতেই পারছেন, সম্ভাবনার কোনও শেষ নেই!

 

 

ক্লাসিক ওয়েভ

ক্লাসিক ওয়েভ

ফোটো সৌজন্য: Patrick Ta
চিরকালীন বড় বড় ওয়েভের যে আভিজাত্য, তার জুড়ি মেলা ভার! পুরনো দিনের হলিউডের কথা মনে করিয়ে দেয় এই স্টাইলটি, আর দেখতেও লাগে দারুণ! ট্রেসমে কার্ল কেয়ার ফ্ললেস কার্লস এক্সট্রা হোল্ড মুজ/ TRESemmé Curl Care Flawless Curls Extra Hold Mousse চুলে লাগিয়ে নিন, তারপর মোটা কার্লিং ওয়ান্ড দিয়ে স্টাইল করে ধারে সিঁথি কেটে নিন। ইচ্ছে করলে একদম ধারেও সিঁথি করতে পারেন, স্টাইলিশ দেখাবে। চুল কার্ল করা হয়ে গেলে ব্রাশ করে নিন, তারপর সুন্দর করে স্টাইল করুন। সব হয়ে গেলে হেয়ার স্প্রে লাগিয়ে নিন যাতে চুল সারা রাত নিখুঁত থাকে।

 

হাফ-আপ

হাফ-আপ

ফোটো সৌজন্য: Brittsully

ভেতরে লুকিয়ে থাকা আরিয়ানা গ্রান্ড সত্তাটাকে বের করে আনুন, বেছে নিন হাফ-আপ হেয়ারস্টাইল। এটি সবচেয়ে সহজ আর আরামদায়ক হেয়ারস্টাইল। মাথার ওপরে শুধু একটা হাফ পনিটেল বেঁধে নিলেই হল! এর চেয়ে সহজ আর কিছু হয় কি? চুলে টেক্সচার আর বাউন্স আনতে চুল কার্ল করে বিচ ওয়েভ করে নিন। হয়ে গেলে ইচ্ছেমতো অ্যাকসেসরি লাগান। রাবার ব্যান্ডের ওপরে সাটিন রিবন লাগিয়ে নিলে গ্ল্যামারাস অথচ চনমনে সুন্দর লুক পেয়ে যাবেন।