বিয়ের মরশুম এসে গেছে হইহই করে! বিয়ে আর বউভাতের শাড়ি, গয়না, মেকআপ, হেয়ারস্টাইল বাছাই করার ব্যাপার তো আছেই, সঙ্গে মেয়েদের আরও অনেক কিছু ভাবনা রয়েছে, যেমন আইবুড়োভাত, আশীর্বাদ, গায়ে হলুদে কী পরবেন, কীভাবে সাজবেন, এই সব! কিন্তু আমরা থাকতে ভয় কী! পছন্দের সেলিব্রিটিদের দেখে আমরা বেছে নিয়েছি পাঁচটি দুর্দান্ত হেয়ারস্টাইল, যা মূল বিয়ের আগের প্রতিটি অনুষ্ঠানের সঙ্গেই দারুণ মানানসই। তা হলে আসুন, দেখে নেওয়া যাক!
- 01. পাকা দেখার জন্য - সোনম কাপুরের মতো রত্নখচিত খোঁপা
- 02. মেহেন্দির জন্য - শানায়া কাপুরের ছিমছাম বিনুনি খোঁপা
- 03. আইবুড়োভাতের জন্য - পূজা হেগড়ের সফট কার্ল
- 04. গায়ে হলুদের জন্য - কিয়ারা আডবানির লেস দেওয়া ফিশটেল বিনুনি
- 05. সঙ্গীত নাইটের জন্য - পত্রলেখার ফুলের মালা জড়ানো বিনুনি
01. পাকা দেখার জন্য - সোনম কাপুরের মতো রত্নখচিত খোঁপা

পাকা দেখার দিন কীভাবে চুল বাঁধবেন বুঝতে না পারলে দেখুন সোনম কাপুর আহুজার হেয়ারস্টাইল! দামি পাথরে সাজানো হাই বান আমাদের মন কেড়ে নিয়েছে। এই লুকটি একই সঙ্গে স্টাইলিশ ও দারুণ অভিজাত! আর হেয়ার অ্যাকসেসরিটি তো এক কথায় অনবদ্য!
02. মেহেন্দির জন্য - শানায়া কাপুরের ছিমছাম বিনুনি খোঁপা

ভারতীয় বিয়েবাড়িতে খোঁপার বিকল্প নেই, আর তাই শানায়া কাপুরের ছিমছাম বিনুনি খোঁপাটি আমাদের চোখ টানছে। মেহেন্দি অনুষ্ঠানে অনায়াসে বেঁধে ফেলতে পারেন পরিচ্ছন্ন এই খোঁপাটি। খোঁপায় টাটকা বেল বা জুঁই ফুলের মালা কনেবউয়ের অনুভূতি এনে দেবে।
03. আইবুড়োভাতের জন্য - পূজা হেগড়ের সফট কার্ল

হেয়ারস্টাইল নিয়ে মনে সংশয় থাকলে চুল খুলে রাখুন। অনুপ্রেরণা নিন পূজা হেগড়ের কাছ থেকে আর আইবুড়োভাত বা ককটেল পার্টির জন্য চুল সাজিয়ে নিন সফট কার্লে। উজ্জ্বল, শিমারি মেকআপ করুন, আর জমকালো অথচ মিনিমাল লুকের জন্য চুলে করে নিন ওয়েভি সফট কার্ল। বাড়তি জৌলুস আনতে মানানসই অ্যাকসেসরিও পরতে পারেন চুলে।
04. গায়ে হলুদের জন্য - কিয়ারা আডবানির লেস দেওয়া ফিশটেল বিনুনি

গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য বেছে নিন কিয়ারা আডবানির চিরন্তন ফিশটেল বিনুনি। বাড়তি হিসেবে শুধু বিনুনির সঙ্গে জড়িয়ে নিন সোনালি রঙের চেন বা লেস, লুকটাই বদলে যাবে! এই হেয়ারস্টাইলটি করলে মুখে চুল পড়বে না, ফলে চুলে হলুদ লেগে যাওয়ার ভয়ও নেই!
05. সঙ্গীত নাইটের জন্য - পত্রলেখার ফুলের মালা জড়ানো বিনুনি

আজকাল অনেক বাঙালি বিয়েবাড়িতেই সঙ্গীত নাইটের আয়োজন হয়। সেরকম হলে সদ্যবিবাহিতা পত্রলেখার কাছ থেকে অনুপ্রেরণা নিতে পারেন। তিন-গুছি চুল দিয়ে সাধারণ বিনুনি বাঁধুন, আর তার সঙ্গে জড়িয়ে নিন জুঁই বা বেলফুলের বড় মালা। নির্ঝঞ্ঝাট এই হেয়ারস্টাইলটি করলে পুরো অনুষ্ঠান উপভোগ করতে পারবেন, আর দেখাবেও দারুণ!
মূল ফোটো সৌজন্য: @sonamkapoor , @patralekhaa
Written by Manisha Dasgupta on Dec 15, 2021
Author at BeBeautiful.