গরমকালের পর শীতকাল আসলে সত্যিই খুব ভালো লাগে, কিন্তু আমাদের চুলের পক্ষে ব্যাপারটা তত ভালো নয়। ঠান্ডায় আমাদের চুল নরম আর কোমল থাকার বদলে শুকনো রুক্ষ হয়ে পড়ে। শীতের বাতাসে আর্দ্রতার অভাবের কারণে চুলের এমন পরিবর্তন হয়। তবে আপনার চুল ভেঙে ঝরে যাওয়া, শুষ্কতা, চুল পাতলা হয়ে যাওয়ার মতো যে সমস্যাই থাক না কেন, আমরা নিয়ে এসেছি পাঁচটি সেরা কন্ডিশনারের হদিশ যা শীতকালীন প্রতিটি চুলের সমস্যা থেকে মুক্তি দেবে আপনাকে।

 

01. ন্যাতানো পাতলা চুলে ভল্যুম যোগ করতে

01. ন্যাতানো পাতলা চুলে ভল্যুম যোগ করতে

বাউন্সি চুলের জন্য মন খারাপ করছে? বাতাসে ঠান্ডা থাকলে তা কিন্তু আপনার চুলের ঘনভাব কেড়ে নিতে পারে। ট্রেসমে থিক অ্যান্ড ফুল কন্ডিশনার/ TRESemmé​ Thick and Full Conditioner, -এ রয়েছে বায়োটিন আর হুইট প্রোটিন যা আপনার চুল মজবুত করে তোলে এবং চুলে একটা ভল্যুম এনে দেয়, ফলে চুল ঘন দেখায়। হিট স্টাইলিং টুল এড়িয়ে চলুন, বদলে বেছে নিন চুলের ভল্যুম বাড়ানোর এই ফর্মুলাটি।

 

02. শুষ্ক চুলে আর্দ্রতা ফেরাতে

02. শুষ্ক চুলে আর্দ্রতা ফেরাতে

কনকনে ঠান্ডা বাতাসের ঝাপটায় চুলের কোমলতা নষ্ট হয়ে যাচ্ছে? ডাভ ড্রাইনেস কেয়ার কন্ডিশনার/ Dove Dryness Care Conditioner আপনার হাতিয়ার যা আপনার চুলকে রোজকার ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করবে। চুলের মজবুতভাব বাড়িয়ে তোলার পাশাপাশি এই আলট্রাময়শ্চারাইজিং ফরমুলাটি চুলে পুষ্টি জোগায়, চুল মসৃণ আর কোমল করে তোলে। প্রথমবার ধোওয়ার পরেই তা বুঝতে পারবেন!

 

03. রুক্ষ উড়ো চুল সামাল দিতে

03. রুক্ষ উড়ো চুল সামাল দিতে

শীতের বাতাসে আর্দ্রতার অভাবে সব কিছুই রুক্ষ লাগে - আর আপনার চুলের যদি রুক্ষতার ধাত থাকে, তা হলে তা এই পরিবেশে আরও বেড়ে যেতে পারে। এলবিপি আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার ন্যাচারাল আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার নো ফ্রিজ কন্ডিশনার LBP Argan Oil & Lavender Natural Argan Oil & Lavender No Frizz Conditioner আমাদের এ সপ্তাহের পছন্দ। হাতে তোলা ফরাসি ল্যাভেন্ডার, খাঁটি আর্গান অয়েল এবং অর্গানিক নারকেল তেল দিয়ে তৈরি এবং চুল নরম চকচকে করে তুলতে দক্ষ এই কন্ডিশনারটি চুলের উড়োভাব কমায় এবং নিমেষে রুক্ষতা কাটিয়ে তোলে।

 

04. চুল ভাঙাঝরা রুখতে

04. চুল ভাঙাঝরা রুখতে

শীত এলেই কি আপনার চুল একটু বেশিই দুর্বল আর ভঙ্গুর হয়ে পড়ে? ডাভ হেয়ার ফল রেসকিউ কন্ডিশনার/ Dove Hair Fall Rescue Conditioner চুলের ফাইবারগুলোকে ভেতর থেকে মজবুত করে তোলে, 98% পর্যন্ত চুল ওঠা কমায় এবং পাতলা চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত যত্ন নেয়। এই কন্ডিশনারটি ব্যবহার করার পর আপনার ভল্যুমের জন্য চুল আর ব্লো আউট করার দরকার পড়বে না।

 

05. খুসকি কমাতে

05. খুসকি কমাতে

শীতের বাতাসে অতিরিক্ত শুষ্কতার জন্য খুসকি দেখা দেয়। ডাভ ড্যানড্রাফ কেয়ার কন্ডিশনার/ Dove Dandruff Care Conditioner খুসকি কমায়, খুসকির কারণে মাথার চুলকানি থেকেও রেহাই দেয়। মাইক্রো ময়শ্চার সিরাম দিয়ে তৈরি বলে এটি চুল নরমও করে।