ভারতীয়, বিশেষ করে বাংলার বর্ষার হাবভাব বোঝা ভার! যখনতখন বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে যায় এক পশলা। সবসময় বৃষ্টির হাত থেকে চুল ভিজে যাওয়া আটকানোও সম্ভব হয় না। কিন্তু বৃষ্টিভেজা চুল ধোওয়া আর শুকোনোর একটা যথাযথ নিয়ম জানা থাকলে সুবিধে হয় অনেক। বৃষ্টির জলে বাতাসের অনেক দূষিত কণা মিশে থাকে। এ সব উপাদান চুলের প্রোটিনের গাঁথুনিটা নষ্ট করে দিতে পারে যার জন্য চুল নিষ্প্রাণ আর রুক্ষ হয়ে যায়। ফলে বৃষ্টিভেজা চুল এমনভাবে যত্ন করতে হবে যাতে দূষিত কণাগুলো চুলে বেশিক্ষণ লেগে না থাকে। বৃষ্টিতে চুল ভিজে গেলে কীভাবে যত্ন নেবেন, কীভাবে চুল ধোবেন, রইল তারই একটি চটজলদি রুটিন...

বৃষ্টিভেজা চুল? রুক্ষতা কমাতে মেনে চলুন ঝটপট চুল ধোওয়া আর শুকোনোর রুটিন


ধাপ 01: শ্যাম্পু আর কন্ডিশনিং
বৃষ্টির জল ধুয়ে ফেলার জন্য কড়া শ্যাম্পু মাখার দরকার নেই। বেছে নিন এমন শ্যাম্পু যা রুক্ষতা কমিয়ে চুলে পুষ্টি সঞ্চার করতে পারে। লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার অ্যারোমা স্মুদ অ্যান্ড সিরিন শ্যাম্পু আর কন্ডিশনার/  Love Beauty and Planet Argan Oil and Lavender Aroma Smooth and Serene Shampoo and Conditioner এ কাজে আদর্শ। চুল যাতে বেশি শুকনো না হয়ে যায়, অথচ ঠিকমতো পরিষ্কার হয়, তার জন্য 'রিন্স অ্যান্ড রিপিট' ফর্মুলা অনুসরণ করুন, অর্থাৎ দু'বার করে চুল ধুয়ে ফেলুন। এই কন্ডিশনারটিও ফাস্ট-রিন্স, অর্থাৎ খুব তাড়াতাড়ি পুরো ধুয়ে যায়, বেশি জল লাগে না। কাজেই পরিবেশও সুস্থ থাকে।

ধাপ 02: সিরাম লাগান
বৃষ্টির জলে চুল ভিজে গেলে চুলের কিউটিকল ক্ষতিগ্রস্ত হতে পারে, ফলে চুল শুষ্ক হয়ে যেতে পারে। ট্রেসমে কেরাটিন স্মুদ হেয়ার সিরাম/  Tresemme Keratin Smooth Hair Serum-এর পুষ্টিকর ফর্মুলা দিয়ে চুলের গাঁথুনি মজবুত করে তুলুন। চুলের মাঝামাঝি অংশ থেকে শেষপ্রান্ত পর্যন্ত সিরাম লাগান। শেষ প্রান্তে হালকা মাসাজ করুন যাতে প্রডাক্ট দ্রুত চুলে মিশে যায়।

ধাপ 03: চুল শুকোন ভালোভাবে
বর্ষার দিনে খোলা হাওয়ায় চুল শুকোনোটা খুব একটা কাজের কথা নয়। তাপ দিয়ে চুল শুকোলে চুলের ক্ষতি হবে ভেবে ভয় পাচ্ছেন? সে ক্ষেত্রে আগে একটা হিট প্রোটেকশন স্প্রে লাগিয়ে নিন, অথবা ড্রায়ার সবচেয়ে কম তাপমাত্রায় রেখে চুল ব্লো ড্রাই করুন। চুল সম্পূর্ণ শুকিয়ে নেবেন, বাতাসে চড়া আর্দ্রতার কারণে সামান্য ভেজাভাবও কিন্তু চুল রুক্ষ করে দিতে পারে।  

ধাপ 04: চুল এমনভাবে বাঁধুন যাতে সুরক্ষিত থাকে
চুল শুকিয়ে যাওয়ার পর রুক্ষতা কমাতে এমনভাবে বেঁধে রাখুন যাতে চুল সুরক্ষিত থাকে। ডাচ বিনুনি, সেন্টার-পার্টেড লো বান, ফ্ল্যাট-টুইস্টেড পিগটেল অথবা মাথার ওপরে তুলে চুড়ো খোঁপা বেঁধে নিলে দেখতেও ভালো লাগে, চুল মুখে পড়ে না। আর চুল খুলে ফেলার পর তা সামাল দেওয়াও সহজ হয়। তাই শ্যাম্পু করার পর চুল খুলে রাখবেন না, বেঁধে রাখুন।