বলিউডের ব্যাপারে আমাদের আকর্ষণ আর ভালোবাসা কিছুতেই শেষ হতে চায় না! সিনেমা তো আছেই, তার সঙ্গে পছন্দের নায়িকাদের কাছ থেকে নিত্যনতুন বিউটি টিপস নিতেও আমরা সারাক্ষণ একপায়ে খাড়া! নয়ের দশকের মাধুরী দীক্ষিতই হোন বা একুশ সালের জাহ্নবী কাপুর, আময়া কিন্তু সবসময়ই তারকাদের কাছ থেকে নানা বিউটি টিপস আর কৌশল শিখে নেওয়ার চেষ্টা করি যাতে আমাদেরও ওঁদের মতোই ঝলমলে সুন্দর দেখায়! তাই আজ আমরা পাঁচটি বিউটি লেসন সাজিয়ে দিলাম যা বলিউডের সাম্প্রতিক সুন্দরীদের কাছ থেকে শিখে নিয়ে নিজের রূপচর্চার অন্তর্ভুক্ত করতে পারেন আপনি। পড়তে থাকুন, আমাদের ধন্যবাদ পরে দেবেন!
- 01. পেঁয়াজের রস মাখুন সারা আলি খানের মতো
- 02. মেকআপে আনুন রঙের ছোঁয়া, অনন্যা পাণ্ডের মতো
- 03. এক্সফোলিয়েশনের জন্য কফি, আলায়া এফের মতো
- 04. মুখ হাইলাইট করুন তারা সুতারিয়ার মতো
- 05. মধু আর অ্যাভোকাডো হেয়ার মাস্ক, জাহ্নবী কাপুরের মতো
01. পেঁয়াজের রস মাখুন সারা আলি খানের মতো

চুলের বাড়বৃদ্ধির জন্য সারা ভরসা রাখেন চিরকালীন ঘরোয়া সমাধানের ওপর। সালফারে সমৃদ্ধ পেঁয়াজ চুল ওঠা বন্ধ করে কোলাজেন উৎপাদন বাড়িয়ে তোলে, ফলে চুল মজবুত হয় এবং সুস্থ ত্বকের কোষ আর চুলের বিকাশ হয়। তাই সারার মতো চুল চাইলে হেয়ার কেয়ার রুটিনে আজ থেকেই পেঁয়াজের রস যোগ করুন।
02. মেকআপে আনুন রঙের ছোঁয়া, অনন্যা পাণ্ডের মতো

ন্যুড মেকআপ দেখতে যতই ভালো লাগুক না কেন, একটু রঙের আভাস থাকলে আপনার লুক অনেক পালটে যেতে পারে। এ ব্যাপারে অনন্যা পাণ্ডে আমাদের সঙ্গে একমত। সে জন্যই অনন্যাকে দেখবেন গোলাপি আইলাইনার থেকে শুরু করে উজ্জ্বল সবুজ বা লাল আইশ্যাডো পরতে, যা তাঁর লুকে চনমনেভাব আর গ্ল্যামার, দুইই যোগ করে।
বিবি-র পছন্দ: ল্যাকমে অ্যাবসলিউট কোল আল্টিমেট দ্য জেলাটো কালেকশন/Lakmé Absolute Kohl Ultimate The Gelato Collection
03. এক্সফোলিয়েশনের জন্য কফি, আলায়া এফের মতো

ঝলমলে আলায়া এফ নিজের হাতে কফি স্ক্রাব বানিয়ে ত্বক এক্সফোলিয়েট করেন, লিম্ফেটিক ড্রেনেজও করেন নিজেই। এর ফলে ত্বকের ফোলাভাব আর প্রদাহ কমে নরম আর মসৃণ হয়ে ওঠে। গুঁড়ো করা কফি, মধু, অলিভ অয়েল, দুধ আর বেসন দিয়ে বাড়িতেই এই স্ক্রাবটি তৈরি করেন আলায়া। আপনি ঘরোয়া টোটকার ভক্ত না হলে বা অত কষ্ট করতে ইচ্ছে না করলে দোকান থেকেও কফি স্ক্রাব কিনতে পারেন।
বিবি-র পছন্দ: সেন্ট ইভস এনার্জাইজিং কোকোনাট অ্যান্ড কফি স্ক্রাব/ St. Ives Energizing Coconut & Coffee Scrub
04. মুখ হাইলাইট করুন তারা সুতারিয়ার মতো

তারা সুতারিয়ার ইনস্টাগ্রাম থেকে সেরা যে বিউটি লেসনটি আমরা পেয়েছি, তা হল মেকআপ করার সময় কোনও একটি ফিচারের ওপর জোর দেওয়া। আসল কথা হল মেকআপে ব্যালান্স রাখতে হবে! যদি চোখের মেকআপ ভারী আর গাঢ় করেন, তা হলে বাকি মেকআপ হালকা আর সাদামাটা রাখতে হবে। আর যদি উজ্জ্বল রঙের সাহসী লিপস্টিক পরে ঠোঁটকে মেকআপের কেন্দ্র করে তোলেন, তা হলে চোখ আর মুখের মেকআপ রাখুন হালকা আর নরম।
বিবি-র পছন্দ: ল্যাকমে আইকনিক ভল্যুম মাস্কারা/Lakmé Eyeconic Volume Mascara
05. মধু আর অ্যাভোকাডো হেয়ার মাস্ক, জাহ্নবী কাপুরের মতো

সুস্থ সুন্দর চুল পেতে অনেক যত্ন করতে হয়, যেমন জাহ্নবী কাপুর করেন আর সে জন্যই তাঁর চুল অত সুন্দর দেখায়। পুষ্টি জুগিয়ে চুল সুস্থ ঝলমলে রাখতে, চুল আর্দ্র আর মজবুত করতে তরুণী এই নায়িকা পাকা অ্যাভোকাডো, মধু, ডিম আর এসেনশিয়াল অয়েল মিশিয়ে তৈরি করে নেন নিজের হেয়ার মাস্ক। ব্যস্ততার কারণে আপনার পক্ষে যদি মাস্ক তৈরি করা সম্ভব না হয়, তা হলে চুল সুস্থ আর ঝলমলে রাখতে দোকান থেকে স্ট্রেংদেনিং হেয়ার মাস্ক কিনতে পারেন।
বিবি-র পছন্দ: ডাভ হেলদি রিচুয়াল ফর স্ট্রেংদেনিং হেয়ার মাস্ক/Dove Healthy Ritual For Strengthening Hair Mask
মূল ফোটো সৌজন্য: @saraalikhan95
Written by Manisha Dasgupta on Jan 28, 2022
Author at BeBeautiful.