গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি নিয়ে আসে বর্ষার ঠান্ডা ধারাজল, কিন্তু তার সঙ্গে যে মেঘলা বিষণ্ণতা জড়িয়ে থাকে তা কিন্তু আমাদের মনমেজাজের ওপরেও প্রভাব ফেলতে পারে! তবে সেই মনখারাপ সামলে দিতে একটু ব্লাশের ছোঁয়া, আইলাইনারের টান আর উজ্জ্বল লিপস্টিকই যথেষ্ট, কারণ কে না জানে মেকআপ করলে মন ভালো হয়ে যায়! তাই বর্ষার বিষণ্ণতা সামাল দিতে আমরা নিয়ে এসেছি সেলিব্রিটিদের প্রিয় একগুচ্ছ মেকআপ স্টাইল যা ট্রাই করে দেখতে পারেন আপনিও!
- অদিতি রাও হায়দরির মতো মিনিমাল লুক
- গিগি হাদিদের মতো ঝলমলে লুক
- সোনম কাপুরের মতো ওল্ড স্কুল গ্ল্যাম লুক
- হুমা কুরেশির মতো নীলনয়না লুক
- লিলি কলিনসের মতো রংবাহারি লুক
অদিতি রাও হায়দরির মতো মিনিমাল লুক

Image Courtesy: @aditiraohydari
মেকআপের বেলায় কি আপনার মিনিমালিস্ট লুক পছন্দ? তা হলে অদিতির এই নরম হালকা অথচ উচ্ছল লুকটি আপনার ভালো লাগবে। ঘন ভুরু, পিচরঙা চিকবোন, মাটির রঙের আইশ্যাডো আর সেই সঙ্গে হালকা গোলাপি লিপস্টিক গোটা লুকটাকে ধরে রেখেছে। যে সব মেয়ে নো মেকআপ বা একদম হালকা মেকআপ পছন্দ করেন, তাঁদের সবার জন্যই এই লুক আদর্শ! সবচেয়ে ভালো ব্যাপারটা কী জানেন? সনাতন ভারতীয় সাজ আর ক্যাজুয়াল পশ্চিমি পোশাক, দুইয়ের সঙ্গেই দারুণ মানিয়ে যায় এই সাজ!
বিবি-র পছন্দ: ল্যাকমে অ্যাবসলিউট ইনফিনিটি আইশ্যাডো প্যালেট - মিডনাইট ম্যাজিক/ Lakmé Absolute Infinity Eyeshadow Palette - Midnight Magic ; ল্যাকমে অ্যাবসলিউট ম্যাট আল্টিমেট লিপ কালার উইথ আর্গান অয়েল - অর্কিড পিঙ্ক/ Lakmé Absolute Matte Ultimate Lip colour with Argan oil - Orchid Pink
গিগি হাদিদের মতো ঝলমলে লুক

Image Courtesy: @gigihadid
বর্ষার মেঘলা বিষণ্ণতাকে হারিয়ে দেওয়ার উপায় হচ্ছে নিজেই রোদ্দুর হয়ে যাওয়া! উজ্জ্বল রঙের আইশ্যাডোর ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে গিগি তাঁর নিউট্রাল মেকআপ লুকে এনেছেন রঙের ঝলক। ন্যুড লিপস্টিক থেকে শুরু করে ম্যাট বেস আর গ্ল্যামারাস আইল্যাশের কম্বিনেশন এই লুকটিকে করে তুলেছে নজরকাড়া।
বিবি-র পছন্দ: ল্যাকমে অ্যাবসলিউট স্পটলাইট আইশ্যাডো প্যালেট - সানডাউনার/ Lakmé Absolute Spotlight Eye Shadow Palette - Sundowner ; ল্যাকমে অ্যাবসলিউট ম্যাট মেল্ট লিকুইড লিপ কালার - ন্যাচারাল ন্যুড/ Lakmé Absolute Matte Melt Liquid Lip Color - Natural Nude
সোনম কাপুরের মতো ওল্ড স্কুল গ্ল্যাম লুক

Image Courtesy: @sonamkapoor
ক্লাসিক মেকআপ লুকের আবেদন কখনও ফুরোনোর নয়। সোনম অবশ্য এই লুকটিকে ওল্ড স্কুল গ্ল্যাম বলতে পছন্দ করেন। ন্যুড বেস আর ন্যুড লিপ কালারের এই মেকআপ লুকটিতে সমস্ত মনোযোগ কেড়ে নিচ্ছে চোখ। নিখুঁত ভুরুর টান থেকে শুরু করে সিলভার স্মোকি আর কাজল পরা চোখে এই লুকটি হয়ে উঠেছে সবার সেরা!
বিবি-র পছন্দ: ল্যাকমে অ্যাবসলিউট স্পটলাইট আইশ্যাডো প্যালেট - স্মোকিন গ্ল্যাম/ Lakmé Absolute Spotlight Eye Shadow Palette - Smokin Glam ; ল্যাকমে অ্যাবসলিউট থ্রিডি ম্যাট লিপ কালার - এলিগ্যান্ট পিঙ্ক/ Lakmé Absolute 3D Matte Lip Color - Elegant Pink
হুমা কুরেশির মতো নীলনয়না লুক

Image Courtesy: @iamhumaq
উজ্জ্বল রঙের আইশ্যাডো আমরা সকলেই ভালোবাসি, আর সেজন্য আমাদের খুব একটা দোষও দেওয়া যায় না! ডিউয়ি বেস আর ব্লাশ-টোনড লিপস্টিকের কম্বিনেশন এই লুকটিতে এনে দিয়েছে বর্ষার আমেজ, আর তার সঙ্গে নীল গ্রাফিক আইলাইনারের টান পুরো বিষয়টাতে এনেছে একটা অন্য মাত্রা। এর সঙ্গে নখে যদি পরে নেন রুপোরঙা নেলপলিশ, তা হলে তো আর কথাই নেই!
বিবি-র পছন্দ: ল্যাকমে অ্যাবসলিউট স্পটলাইট আইশ্যাডো প্যালেট – স্টিলেটোজ/ Lakmé Absolute Spotlight Eye Shadow Palette - Stilettos ; ল্যাকমে ট্রু ওয়্যার কালার ক্রাশ নেল কালার - শেড 10/ Lakme True Wear Color Crush Nail Color - Shade 10
লিলি কলিনসের মতো রংবাহারি লুক

Image Courtesy: @lilyjcollins
এমিলি ইন প্যারিসে লিলির ওয়ার্ড্রোব আর স্টাইল যদি ইতিমধ্যেই না দেখে থাকেন, তা হলে চট করে ওঁর ইনস্টাগ্রাম প্রোফাইলটা ঘুরে আসুন। আমাদের সবচেয়ে পছন্দ লিলির উজ্জ্বল রং ঝলমলে লুক যা বর্ষার যাবতীয় বিষণ্ণতা এক তুড়িতে উড়িয়ে দিতে পারে। ডিউয়ি বেসের মেকআপের ওপরে ঠোঁটে পরুন উজ্জ্বল কমলা লিপস্টিক, চোখের পাতায় বুলিয়ে নিন ডাস্কি ব্লু আইশ্যাডো। লিলির মতো বর্ষায় আপনিও হয়ে উঠবেন উজ্জ্বল অনন্যা!
বিবি-র পছন্দ: ল্যাকমে অ্যাবসলিউট ম্যাট মেল্ট লিকুইড লিপ কালার - ক্রেজি ট্যাঞ্জারিন/ Lakmé Absolute Matte Melt Liquid Lip Color - Crazy Tangerine ; ল্যাকমে অ্যাবসলিউট স্পটলাইট আইশ্যাডো প্যালেট - স্মোকিন গ্ল্যাম/Lakmé Absolute Spotlight Eye Shadow Palette - Smokin Glam
Main Image Courtesy: @aditiraohydari
Written by Manisha Dasgupta on Aug 03, 2021
Author at BeBeautiful.