কোনও একজন মহান ব্যক্তিত্ব একবার বলেছিলেন, জীবনটা নিখুঁত নয় ঠিকই, কিন্তু মেকআপ নিখুঁত হতে তো বাধা নেই! আমাদের মতো আপনিও যদি এই মন্ত্রে বিশ্বাসী হন, তা হলে আপনি নিশ্চয়ই বোঝেন প্রতিবার মেকআপ একদম ঠিকঠাক হওয়া কতটা জরুরি! মেকআপ ভালোভাবে সেট করতে হলে বেসটা নিখুঁত হওয়া চাই। তবে আমাদের মতে চোখের মেকআপই হল আসল। আপনাকে কেমন দেখাবে তা আসলে ঠিক করে দেয় চোখের মেকআপ।

আর সেজন্যই আমরা নিয়ে এসেছি পাঁচটি আই মেকআপ লুক যা পছন্দ করেন সেলিব্রিটিরাও। তার ওপর যে কোনও উৎসব অনুষ্ঠানের জন্যও পুরোপুরি মানানসই এ সব চোখের সাজ। আসুন দেখে নেওয়া যাক!

 

01. কৃতী শ্যাননের মতো স্মোকি চোখ

01. কৃতী শ্যাননের মতো স্মোকি চোখ

ফোটো সৌজন্য: @kritisanon

 

স্টাইল যতই বদলে যাক, স্মোকি চোখের আবেদন কখনও ফুরোনোর নয়। শুধু আমরাই নই, আমাদের সেলিব্রিটিরাও এ কথা অক্ষরে অক্ষরে মানেন। এই লুকটিতে আপনার চোখে আসে মাদকতাময় গভীরতা আর যে কোনও অনুষ্ঠানের পক্ষেও আদর্শ এই লুকটি।  সনাতন দেশীয় পোশাকের সঙ্গে এই লুক মানানসই, আবার পার্টি ড্রেসের সঙ্গেও একদম ঠিকঠাক। সবার চোখ ট্যারা করে দিতে এই একটা চোখের মেকআপই যথেষ্ট!

বিবি-র পছন্দ: ল্যাকমে অ্যাবসলিউট ইনফিনিটি আইশ্যাডো প্যালেট-মিডনাইট ম্যাজিক/ Lakmé Absolute Infinity Eyeshadow Palette - Midnight Magic

 

02. জ্যাকলিন ফার্নান্ডেজের মতো রঙের ছোঁয়া

02. জ্যাকলিন ফার্নান্ডেজের মতো রঙের ছোঁয়া

ফোটো সৌজন্য: @jacquelinef143

এ বছরটা হল রং নিয়ে খেলার আদর্শ সময়। গোলাপি, পার্পল, হলুদ, কমলার মতো উজ্জ্বল রং বেছে নিন আর তৈরি করে নিন পছন্দের সেলিব্রিটিদের মতো রংবাহারি আই মেকআপ। রং নিয়ে খেলতে পিছপা না হওয়া এবং চোখদুটিকে মনোযোগের সম্পূর্ণ কেন্দ্রবিন্দু করে তোলাই এই মেকআপের উদ্দেশ্য। চোখ আরও ডিফাইনড করতে কোনার দিকে ছোট্ট করে ছুঁইয়ে নিন কালো আইলাইনার।

বিবি-র পছন্দ: ল্যাকমে অ্যাবসলিউট ইনফিনিটি আইশ্যাডো প্যালেট-পিঙ্ক প্যারাডাইস/ Lakmé Absolute Infinity Eyeshadow Palette - Pink Paradise

 

 

03. সামান্থা আকিনেনির মতো সোনালি আভা

03. সামান্থা আকিনেনির মতো সোনালি আভা

ফোটো সৌজন্য: @samantharuthprabhuoffl

সাজে অল্প একটু সোনালি ছোঁয়া থাকলে ঝলমলে দেখায়। বেশি সোনালি পরতে ইচ্ছে না করলে চোখের ওপরের পাতার মাঝখানে একটুখানি সোনালি আইশ্যাডো লাগান, তারপর ব্রাউন আইশ্যাডোর সঙ্গে ব্লেন্ড করে দিন। চোখে পরুন ব্রাউন আইলাইনার আর চোখের পলকে গাঢ় করে পরে নিন মাস্কারা। দারুণ গ্ল্যামারাস দেখাবে, সবরকম অনুষ্ঠানের সঙ্গে মানানসইও হবে।

বিবি-র পছন্দ: ল্যাকমে নাইন টু ফাইভ আই কোয়ার্টেট-ডেজার্ট রোজ/ Lakmé 9to5 Eye Quartet - Desert Rose

 

04. দিশা পাটানির মতো লালের খেলা

04. দিশা পাটানির মতো লালের খেলা

ফোটো সৌজন্য: @dishapatani

ঝিকমিকে লাল আইশ্যাডো দিয়ে বাড়িয়ে তুলুন আপনার চোখের মেকআপের গ্ল্যামার। চোখের ভেতরের কোনায় পরে নিন লাল শ্যাডো, তারপর ব্লেন্ড করে দিন সফট ব্রাউন আইশ্যাডোর সঙ্গে। চোখ আরও হাইলাইট করতে ঘন করে মাস্কারা পরুন। তাতে লুক একদিকে যেমন নাটকীয় হবে, তেমনি পেলবতাও থাকবে।

বিবি-র পছন্দ: ল্যাকমে অ্যাবসলিউট ইনফিনিটি আইশ্যাডো প্যালেট - কোরাল সানসেট/ Lakmé Absolute Infinity Eyeshadow Palette - Coral Sunset

 

 

 

05. দীপিকা পাডুকোনের মতো সবুজের অভিযান

05. দীপিকা পাডুকোনের মতো সবুজের অভিযান

ফোটো সৌজন্য: @bebeautiful_india

ঝিকমিকে লাল আইশ্যাডো দিয়ে বাড়িয়ে তুলুন আপনার চোখের মেকআপের গ্ল্যামার। চোখের ভেতরের কোনায় পরে নিন লাল শ্যাডো, তারপর ব্লেন্ড করে দিন সফট ব্রাউন আইশ্যাডোর সঙ্গে। চোখ আরও হাইলাইট করতে ঘন করে মাস্কারা পরুন। তাতে লুক একদিকে যেমন নাটকীয় হবে, তেমনি পেলবতাও থাকবে।


বিবি-র পছন্দ: ল্যাকমে অ্যাবসলিউট ইনফিনিটি আইশ্যাডো প্যালেট - কোরাল সানসেট/ Lakmé 9to5 Eye Quartet - Royal Peacock