আসছি আসছি করে শেষ পর্যন্ত এসেই গেল আরও একটা বর্ষাকাল! আর বর্ষাকাল মানেই আকাশ থেকে রোদের ছুটি হয়ে শুধুই গম্ভীর মেঘের আনাগোনা আর বিষণ্ণ বিকেলের হাতছানি! ফলে বর্ষার দিনগুলোতে মন খারাপ লাগা খুব স্বাভাবিক ঘটনা! কাপের পর কাপ গরম চা আর পেঁয়াজি আলুর চপের সদ্ব্যবহার করে সে মন খারাপ খানিক সামাল দেওয়া যায় বটে, কিন্তু খাওয়াদাওয়া আর কতই বা করা যায়! তার বদলে যদি এমন কিছু পাওয়া যেত যার সামান্য ছোঁয়াতেই মন হয়ে উঠত ঝলমলে! আরে, তেমন জিনিস তো রয়েছে হাতের কাছেই! আপনার উজ্জ্বল রঙের লিপস্টিকেই লুকিয়ে রয়েছে আপনার মন ভালো করার মহৌষধ! হ্যাঁ, মুষড়ে পড়া মন আর চূড়ান্ত মেঘলা দিনগুলোকে নিমেষে চাঙ্গা করে তুলতে জুড়ি নেই লিপস্টিকের। আর সবচেয়ে ভালো ব্যাপার হল, সাময়িক বিপত্তি কাটিয়ে ফের শুরু হয়ে গেছে অনলাইন ডেলিভারি! তা হলে আর দেরি করবেন কেন! চোখ বুলিয়ে নিন পাঁচটি দুর্দান্ত লিপস্টিকের শেডে আর অর্ডার দিয়ে দিন এখনই!
01. ফুশিয়া পিঙ্ক

বিবর্ণ মেঘলা দিনকে নিমেষে ঝলমলে রঙিন করে তুলতে সেরা লিপস্টিকের শেড হল ফুশিয়া পিঙ্ক। কৃতী শ্যাননকে দেখে টিপস নিন, ঠোঁটে পরে নিন উজ্জ্বল ফুশিয়া পিঙ্ক আর বাকি মুখের মেকআপ রাখুন মিউটেড, যাতে আপনার ঠোঁটই হয়ে ওঠে যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু!
বিবির পছন্দ: ল্যাকমে নাইন টু ফাইভ ওয়েটলেস ম্যাট মুজ লিপ অ্যান্ড চিক কালার - ফুশিয়া সোয়েড/Lakme 9 to 5 Weightless Matte Mousse Lip & Cheek Color - Fuchsia Suede
02. কোরালের ডাক

ওয়েব মিটিংয়ে পরার উপযোগী মিউটেড লিপ কালার খুঁজছেন? দীপিকার মতো কোরাল শেডের লিপস্টিক বেছে নিন আর বের করে আনুন নিজের ভেতরের দক্ষতাকে! কোরাল লিপস্টিকের সঙ্গে তাল মিলিয়ে প্রফেশনাল পোশাক পরতে পারেন, একটা প্রশংসাও মিস হবে না!
বিবির পছন্দ: ল্যাকমে অ্যাবসলিউট ম্যাট মেল্ট লিকুইড লিপ কালার - কোরাল ফ্লিপ/Lakme Absolute Matte Melt Liquid Lip Color - Coral Flip
03. টকটকে লালের মাদকতা

লিপস্টিকের চিরন্তন শেড মানেই লাল আর লাল পরা মানেই আত্মবিশ্বাস তুঙ্গে! লাল লিপস্টিক পরলে মুখের বাকি মেকআপ খুব হালকা রাখুন, তবে ব্লাশ লাগান গালে যাতে করিশমার মতো গোলাপি আভা আপনার মুখেও লেগে থাকে!
বিবির পছন্দ: ল্যাকমে অ্যাবসলিউট ম্যাট রেভলিউশন লিপ কালার - 101 বম্বশেল রেড/Lakme Absolute Matte Revolution Lip Color - 101 Bombshell Red
04. মিষ্টি চেরির আদর

চেরি-পিঙ্ক লিপস্টিকের অল্প ছোঁয়াতেই মুখ কীভাবে ঝলমলিয়ে উঠতে পারে, প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে দেখলেই সেটা বোঝা যায়! চোখের উপরে সামান্য শিমারি আইশ্যাডো পরুন, চোখের পল্লবে বুলিয়ে নিন মাস্কারা আর গালে লাগান হালকা গোলাপি ব্লাশ। আপনার লুক এটুকুতেই তৈরি!
বিবির পছন্দ: ল্যাকমে অ্যাবসলিউট স্কাল্পট ম্যাট লিপস্টিক – প্লাম স্পেল/Lakme Absolute Sculpt Matte Lipstick - Plum Spell
05. কমলা দুষ্টুমি

বেশিরভাগ মেয়ে চট করে হয়তো কমলারঙা লিপস্টিক বাছবেন না, কিন্তু একবার যদি সাহস করে পরতে শুরু করেন, তা হলে ছাড়তে পারবেন না গ্যারান্টি! ঠোঁটে কমলা লিপস্টিক পরলে সঙ্গে ন্যুড আইশ্যাডো আর আইলাইনার পরুন, আপনার দিনের লুক রেডি! অথবা বেছে নিতে পারেন সোনাক্ষীর মতো স্মোকি চোখ; কমলা ঠোঁটের সঙ্গে স্মোকি আইয়ের কম্বিনেশন সত্যিই অতুলনীয়!
বিবির পছন্দ: ল্যাকমে নাইন টু ফাইভ প্রাইমার+ম্যাট লিপ কালার - এমআর8 অরেঞ্জ এজ/Lakme 9 to 5 Primer + Matte Lip Color - MR8 Orange Edge
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
Written by Manisha Dasgupta on Aug 04, 2020
Author at BeBeautiful.