সাওয়ারিয়াঁ ছবির মধ্যে দিয়ে 2007 সালে বলিউডে পা রেখেছিলেন সোনম কাপুর। তার পর থেকেই নিজেকে সবদিক থেকেই দারুণভাবে পালটে ফেলেছেন তিনি। এতবছর ধরে বলিউডে থাকার ফলে সোনম আমাদের বহু মুহূর্ত উপহার দিয়েছেন যা ফ্যাশন ও সৌন্দর্যের দিক থেকে অতুলনীয়! এলোমেলো চুল, স্মোকি চোখের মায়ার পাশাপাশি সোনম অনায়াসে ক্যারি করেছেন পরিপাটি খোঁপা আর নিখুঁত মেকআপ। আমরা চোখ বুলিয়ে নিলাম 2007 থেকে শুরু করে এ যাবত সোনমের সৌন্দর্যের একাধিক মুহূর্তে।
এই বছরেই নিজের কেরিয়ার শুরু করেছিলেন সোনম। এলোমেলো মেসি চুল আর স্মোকি চোখের দুরন্ত জুটিতে প্রথমেই নজর কেড়ে নিয়েছিলেন অভিনেত্রী। তারপর তো এলোমেলো চুল আর স্মোকি চোখের কম্বিনেশন দারুণ জনপ্রিয় ট্রেন্ড হয়ে ওঠে! বোঝাই যাচ্ছে প্রথম দিনটি থেকেই দারুণ স্টাইলিশ ছিল সোনমের লুক!
2010
এই সময়টায় যখন বেশিরভাগ অভিনেত্রী সাহসী মেকআপ আর গাঢ় লিপস্টিকের উপরেই আস্থা রাখছেন, সোনম হেঁটেছিলেন ভিন্ন পথে। নিউট্রাল মেকআপের সঙ্গে গাঢ় লাল লিপস্টিকের কম্বিনেশন শুধু সোনমকেই করতে দেখেছি আমরা।
2012
সনাতনী পোশাকের সঙ্গে সোনমের হেয়ারস্টাইল বরাবরই নজরকাড়া! স্বীকার করতেই হবে, সোনমের হেয়ারস্টাইল যেমনটি হয়, তেমন দুর্দান্ত স্টাইল করতে আর কেউই পারেন না!
2013
সনাতনী পোশাকের কথাই যখন উঠল, তখন বলতেই হয়, সোনমই প্রথম ভারতীয় সেলিব্রিটি যিনি কান ফেস্টিভ্যালে বড়ো নথ পরে চমকে দিয়েছিলেন! মাঝখানে সিঁথি করা চুল আর তার সঙ্গে চিরন্তন উইংড আইলাইনার আর লাল টুকটুকে ঠোঁটের যুগলবন্দিতে রেড কার্পেটে ঝলসে উঠেছিলেন নায়িকা!
2016
তার পর থেকে মাঝখানে সিঁথি করা হেয়ারস্টাইলটি ধরে রেখেছেন সোনম। তার সঙ্গে গাঢ় লাল ঠোঁটের মেলবন্ধন মানেই সোনম কাপুরের সিগনেচার স্টাইলটি ধরে ফেললেন আপনি!
2018
এ বছরেই বিয়ে করলেন সোনম। বিয়ের কথা প্রচার পাওয়ার পর থেকে স্বাভাবিকভাবেই ভক্তেরা উদগ্রীব হয়েছিলেন তাঁর কনের সাজ দেখার জন্য! ভক্তদের নিরাশ করেননি সোনম। পাঁচদিন ধরে চলা বিয়ের নানা অনুষ্ঠানে নজর কেড়ে নিয়েছে তাঁর প্রতিটি পোশাক, মেকআপ লুক আর হেয়ারস্টাইল। তবে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়েছিল সঙ্গীত উপলক্ষে তাঁর মিনিমাল মেকআপ আর বেণী করা চুলে ফুলের মালা জড়ানো লুকটি!
2019
সম্প্রতি সোনমকে অনেক বেশি পরিপাটি হেয়ারস্টাইলে পাচ্ছি আমরা। টানটান নিখুঁত খোঁপা, ফ হকস আজকাল খুব জনপ্রিয় হলেও সে পথে হাঁটেননি সোনম। বরং বেছে নিয়েছেন পরিপাটি আলগা পনিটেল।
2020
ন্যুড লিপস্টিক আর নিউট্রাল মেকআপ চিরকালই সোনমের প্রিয়, কিন্তু তার মাঝেই চমক দিতেও ভালোবাসেন নায়িকা। সাদামাটা হালকা মেকআপে মেটালিক ব্লু আইশ্যাডোয় সোনমের লুক নজরকাড়া কিনা আপনারাই বলুন!
and get the best of tips and tricks from the experts of BeBeautiful.
Thank you for subscribing! Check your inbox for everything we promised you — the latest beauty buzz as well as the best self-care & grooming tips will reach you super soon!
Share
Looking for something else
Sign up to our newsletter
and get the best of tips and tricks from the experts of BeBeautiful.
Thank you for subscribing! Check your inbox for everything we promised you — the latest beauty buzz as well as the best self-care & grooming tips will reach you super soon!
Written by Manisha Dasgupta on Jul 24, 2020
Author at BeBeautiful.