সে এক সময় ছিল, যখন আইলাইনার নিয়ে একটু নতুন কিছু করতে ইচ্ছে হলেই শুধু উইং করতে হত! তারপর অবশ্য অনেকগুলো দিন কেটে গেছে, আর অন্য সব কিছুর মতো চোখের মেকআপের ধ্যানধারণাতেও বিস্তর বদল ঘটেছে। কয়েক বছর আগে সাধারণ আইলাইনার দিয়ে নাটকীয় স্টাইলে গ্রাফিক আইলাইনার পরার চল হয়েছিল। আর এখন তো নতুনভাবে ফিরে এসেছে রঙিন গ্রাফিক আইলাইনার! সেলিব্রিটিরাও সেজে উঠছেন সে সব স্টাইলে। আমাদের পছন্দের পাঁচজন সেলিব্রিটিকে হাজির করছি আমরা, যাঁরা ধরা দিয়েছেন এই স্টাইলে। দেখে নিন আপনিও!

 

01. ডোজা ক্যাট

01. ডোজা ক্যাট

Image Courtesy: @dojacat

ওঁর ইনস্টাগ্রামে গেলেই দেখতে পাবেন একের পর এক মনকাড়া আই মেকআপের নমুনা! আমাদের সবচেয়ে পছন্দ এই লুকটি, আর তার কারণ হল চোখের কোণে অমন উজ্জ্বল রঙের উপস্থিতি। সাধারণ কালো আইলাইনারের পাশাপাশি চোখদুটিকে হাইলাইট করতে রয়েছে সবুজ আই পেনসিল। পরেরবার রাতপার্টিতে ট্রাই করে দেখুন এই লুক!

বিবি-র পছন্দ: ল্যাকমে অ্যাবসলিউট কোল আল্টিমেট দ্য জেলাটো কালেকশন - ম্যান্ডারিনো/ Lakmé Absolute Kohl Ultimate The Gelato Collection - Mandarino

 

02. গিগি হাডিড

02. গিগি হাডিড

গিগি যা করেন, সবই ট্রেন্ডিং হয়ে যায়! মিনিমালিস্ট অথচ দারুণ মজাদার ঢঙে রঙিন গ্রাফিক আইলাইনার পরেছেন গিগি। প্রথমে ব্রাউন শেডের ক্লাসিক আইলাইনার দিয়ে রেখা টেনেছেন চোখে, ফলে চোখ স্বাভাবিক উজ্জ্বল হয়ে উঠেছে। তারপর লুকে নাটকীয়তা আনতে গিগি পরে নিয়েছেন সাদা সোজা ফ্লোটিং গ্রাফিক আইলাইনার-দিনের বেলার সাজে মোচড় আনতে এই লুকটি দুর্দান্ত!

বিবি-র পছন্দ: ল্যাকমে অ্যাবসলিউট শাইন লাইন আইলাইনার-শিমারি ব্রোঞ্জ/ Lakmé Absolute Shine Line Eye Liner - Shimmery Bronze

 

03. লুসি বয়েন্টোন

03. লুসি বয়েন্টোন

লুসির লুকটি এতটাই ঝলমলে আর নজরকাড়া যে চট করে মুখে কথা জোগায় না! লুসি যে কালার্ড গ্রাফিক আইলাইনারের লুকটি করেছেন, তা নিঃসন্দেহে মাথা ঘুরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট! চোখের পাতায় এক্সটেন্ডেড ক্রিজ আর ওয়াটারলাইনে রঙের ছোঁয়া-এই লুকটি তৈরি করতে পাকা হাত দরকার! কিন্তু একবার আয়ত্তে এসে গেলে যে কোনও সান্ধ্য পার্টির আসরে আপনিই মধ্যমণি!

বিবি-র পছন্দ: ল্যাকমে অ্যাবসলিউট কোল আল্টিমেট দ্য জেলাটো কালেকশন - র‍্যাস্পবেরি/ Lakmé Absolute Kohl Ultimate The Gelato Collection - Raspberry

 

04. লেডি গাগা

04. লেডি গাগা

Image Courtesy: @mmirandalaurenn.com

লেডি গাগা মানেই মেকআপ নিয়ে নানা সাহসী আর মজাদার এক্সপেরিমেন্ট! তাঁর কণ্ঠস্বরের মতোই তাঁর রঙিন গ্রাফিক আইলাইনরটিও নিখুঁত! ক্লাসিক ক্যাট আইয়ের সঙ্গে ফ্লোটিং ক্রিজের কম্বিনেশন করেছেন গাগা, আর তার প্রেমেই আপাতত মশগুল আমরা। ক্লাসিক ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশন করে লেডি গাগার এই লুকটি পেতে পারেন আপনি, অথবা এক্সপেরিমেন্ট করুন গোলাপি বা পার্পলের মতো প্যাস্টেল শেড দিয়ে আর সেজে উঠুন নতুন সাজে।

বিবি-র পছন্দ: ল্যাকমে অ্যাবসলিউট কোল আল্টিমেট দ্য জেলাটো কালেকশন – ব্ল্যাককারেন্ট/ Lakmé Absolute Kohl Ultimate The Gelato Collection - Blackcurrant

 

05. ভানেসা হাজেন্স

05. ভানেসা হাজেন্স

Image Courtesy: @allanface

 

আপনারও কি আমাদের মতো প্যাস্টেল শেড পছন্দ? তা হলে ভানেসা হাজেন্সের এই রঙিন গ্রাফিক আইলাইনার লুকটি আপনার পছন্দ হবে। নেগেটিভ স্পেসিং আর ফ্লোটিং ক্রিজ ডিজাইনের কম্বিনেশন করেছেন ভানেসা, এর ফলে চোখে একটা নরম অথচ জমকালোভাব আসবে। ভানেসার মতো কালো আর সোনালি শেডের কম্বিনেশন করতে পারেন, অথবা চোখ ডাগর উজ্জ্বল করে তুলতে ব্যবহার করুন পছন্দের উজ্জ্বল রং!

বিবি-র পছন্দ: ল্যাকমে অ্যাবসলিউট শাইন লাইন আইলাইনার-লিকুইড গোল্ড/ Lakmé Absolute Shine Line Eye Liner - Liquid Gold

Main Image Courtesy: @mmirandalaurenn.com