শীত মানেই ভরা বিয়েবাড়ির মরশুম। যদিও এবার অতিমারীর কারণে বিয়েবাড়ি যাওয়ার উৎসাহে খানিক ভাটা পড়েছে, কিন্তু তা বলে কি আর একেবারেই যাওয়া নেই? বিশেষ করে ঘনিষ্ঠ স্বজনদের বিয়েতে তো যেতেই হবে! এখন বিয়েবাড়িতে যাওয়ার সময় আমাদের প্রত্যেকেরই একটা প্রিয় মেকআপ লুক থাকে, নিশ্চিন্তে আমরা সেজে ফেলি সেই পরিচিত লুকে আর তাতে সময়ও বিশেষ লাগে না! সেলিব্রিটিরাও কিন্তু একই কাজ করেন! অন্তত সোনাক্ষী সিনহার বিয়েবাড়ির সাজ দেখে সেটাই মনে হচ্ছে! প্রতিটি লুকেই মুখের তরতাজা ফ্রেশ ভাব ধরে রেখেছেন সোনাক্ষী।, সেই সঙ্গে আস্থা রেখেছেন নো মেকআপ লুকের ওপরেই। শিখে নিন কীভাবে বিয়ের নেমন্তন্নে এমন নো মেকআপ লুকে সেজে উঠবেন...

পদ্ধতি:
ধাপ 01: ঝকঝকে মসৃণ ত্বকের ভক্ত সোনাক্ষী। এরকম নিখুঁত ত্বক চাইলে প্রথমেই মুখে ভালো করে হাইড্রেটিং ময়শ্চারাইজার মেখে নিন, তাতে মুখে একটা আলগা দীপ্তি আসবে। মুখে ছোটখাটো ত্রুটি ঢাকতে বেছে নিন হালকা প্রাইমার। ল্যাকমে অ্যাবসলিউট ব্লার পারফেক্ট প্রাইমার/ The Lakme Absolute Blur Perfect Primer দিয়ে সোনাক্ষীর মতোই ম্যাট বেস তৈরি করে নিতে পারেন। সহজে ঘেঁটেও যাবে না এই বেস।
ধাপ 02: মুখ প্রাথমিকভাবে তৈরি করে নেওয়ার পরে এবার ফাউন্ডেশন লাগানোর পালা। সোনাক্ষীর মতো স্বাভাবিক ফাউন্ডেশন ফিনিশ পেতে হলে বেছে নিন ল্যাকমে ইনভিজিবল ফিনিশ এসপিএফ 8 ফাউন্ডেশন/ Lakme Invisible Finish SPF 8 Foundation - এটি খুব হালকা, ফলে আপনার স্বাভাবিক ত্বক ঢেকে দেয় না, সঙ্গে দিনের বেলা রোদ থেকে বাড়তি সুরক্ষা দেয়।
ধাপ 03: সোনাক্ষীর মতো দীপ্তিময়ী হয়ে উঠতে বেছে নিন লিকুইড কনসিলার। চোখের নিচে, নাকের দু' পাশে, কপালের মাঝখানে আর চিবুকে অল্প করে কনসিলার ছুঁইয়ে নিন। ইলুমিনেটিং ফর্মুলার ল্যাকমে অ্যাবসলিউট হোয়াইট ইনটেন্স লিকুইড কনসিলার/ Lakme Absolute White Intense Liquid Concealer ব্যবহার করুন। ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে সমানভাবে ব্লেন্ড করে নিলে নিখুঁত ফিনিশ পাবেন।
ধাপ 04: সোনাক্ষীর পুরো মেকআপে একটা বড় স্টেটমেন্ট হয়ে উঠেছে তাঁর চোখ। গাঢ় ভুরু, উইংড আইলাইনার দিয়ে চোখে আশ্চর্য নাটকীয়তা তৈরি করেছেন তিনি। সোনাক্ষীর মতো পরিচ্ছন্ন অথচ গাঢ় ভুরুর জন্য ব্যবহার করুন ল্যাকমে অ্যাবসলিউট মাইক্রো ব্রো পারফেক্টর/ Lakme Absolute Micro Brow Perfecter উইংড লাইনার নিখুঁতভাবে আঁকুন ল্যাকমে আইকোনিক লাইনার পেন ফাইন টিপ/ Lakme Eyeconic Liner Pen Fine Tip. ।
ধাপ 5: সব শেষে ঠোঁটের পালা। শাইনি ম্যাট ফিনিশের ঠোঁট পেতে আপনার দরকার ল্যাকমে অ্যাবসলিউট থ্রিডি লিপস্টিক-ব্রিটিশ ব্রাউন/ Lakme Absolute 3D Lipstick - British Brown । এরপর বিয়েবাড়ির সাজে একটু সনাতনী ছোঁয়া আনতে চাইলে ছোট্ট করে টিপ পরে নিন, আর অপরূপা হয়ে উঠুন!
ফোটো সৌজন্য: @aslisona
Written by Manisha Dasgupta on Dec 10, 2020
Author at BeBeautiful.