মেকআপ আর্টিস্ট নম্রতা সোনি কনে সাজানোয় সারা ভারতের একচ্ছত্র সম্রাজ্ঞী | তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর একাধিক বলিউড-জগতের মেকআপের ছবি সেই অতুলনীয় ক্ষমতারই পরিচয় বহন করে | কনের যে সব লুক তিনি সৃষ্টি করেন, তা দেখতে খুব ছিমছাম, অথচ দারুণ চোখধাঁধানো ! তাই আমাদের ভিতরের মেকআপ পাগল মন নম্রতার বেস্ট ব্রাইডাল লুকস-এর একটি সিরিজের মাধ্যমে তাঁর সৃজনশীলতাকে অকুণ্ঠ  তারিফ জানায়।

আসুন, দেখা যাক কেমন করে ছিমছাম আর প্রাণবন্ত কোঁকড়া চুলের কনের লুক তৈরি করছেন নম্রতা।

bridal makeup inspiration Namrata soni

ধাপ ১: প্রথমে পরিপাটি বেস তৈরি করুন প্রাইমার ব্যবহার করে। ল্যাকমে অ্যাবসোলিউট ব্লার পারফেক্ট মেকআপ প্রাইমার ত্বককে করে মসৃণ, ত্বক কোমলও দেখায়।|

ধাপ ২: হাতের পিঠে কয়েক ফোঁটা ল্যাকমে 9 to 5 ন্যাচারেল ফাউন্ডেশন ড্রপ নিন, সেটিকে আলতো হাতে একটি মেকআপ স্পঞ্জ বা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিন।

ধাপ ৩: আইল্যাশ  কার্লার ব্যবহার করে চোখের পাতা কার্ল করুন এবং তাতে ল্যাকমে করিনা কাপুর খান অ্যাবসোলিউট ল্যাশ ডিফাইনার – ব্ল্যাক মাস্কারা লাগান।

bridal makeup inspiration Namrata soni

ধাপ ৪: ল্যাকমে করিনা কাপুর খান অ্যাবসোলিউট চিক কনট্যুর - পিঙ্ক লেডি ব্যবহার করে  গালে আনুন গোলাপি আভা। ভালো করে ব্লেন্ড করে নিন।

ধাপ ৫: নিখুঁত সুন্দর ঠোঁট আর স্থায়ী রঙের জন্য দু’ কোট  ল্যাকমে 9 to 5 প্রাইমার + ম্যাট লিপ কালার লাগান ব্লাশিং ন্যুড শেডে।

ধাপ ৬: আপনার নাকের হাড়, চিকবোন আর কপালের দু’পাশ হাইলাইট করুন ল্যাকমে অ্যাবসোলিউট হাইলাইটার --  মুন-লিট শেড দিয়ে।