আমাদের মতো আপনিও কি সাজগোজ, মেকআপ করতে খুব ভালোবাসেন? তা হলে তো আইশ্যাডো প্যালেটের গুরুত্ব আপনার অজানা নয়! একটা নতুন আইশ্যাডো প্যালেট কেনা আমাদের কাছে কতটা বড়ো একটা ঘটনা, সেটা আন্দাজ করা শক্ত নয়! চোখের পাতায় রকমারি রঙের মায়া ছড়ানোর কথা ভাবলেই আমাদের মনটা খুশি খুশি হয়ে যায়!

আর এর ঠিক উলটোটা কখন হয় জানেন? যখন পছন্দের আইশ্যাডো প্যালেটটা হাত থেকে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়! কারণ সেই সঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যায় মনটাও! এত সুন্দর আইশ্যাডোর শেড আর পরা হবে না ভেবেই মন দুঃখে ভরে ওঠে! মানে এতদিন উঠত, কিন্তু আর নয়! আইশ্যাডো ভেঙে যেতেই পারে, তার মানেই যে তা ফেলে দিতে হবে এমনটা মোটেও নয়! বরং কিছু কৌশল শিখে নিতে পারলে ভাঙা আইশ্যাডোই আবার নতুন করে ব্যবহার করতে পারবেন আপনি। কী ভাবছেন? আসুন, তা হলে শিখেই নেওয়া যাক!

 

01. আই গ্লস হিসেবে

01. আই গ্লস হিসেবে

আজকাল গ্লসি আই মেকআপ দারুণ ট্রেন্ডি! আর ভাঙা আইশ্যাডো দিয়ে গ্লসি আই তৈরি করাও দারুণ সহজ! আঙুলে করে একটুখানি ভেঙে যাওয়া আইশ্যাডো নিন, তাতে মেশান এক ফোঁটা বেবি অয়েল। ব্রাশ দিয়ে পরে নিন চোখের পাতায়! তাক লাগানো গ্লসি আই মেকআপ রেডি!

 

02. নেল পলিশ হিসেবে

02. নেল পলিশ হিসেবে

রংবেরঙের নেল পলিশ তৈরি করে নিন ভাঙা আইশ্যাডো দিয়ে। আইশ্যাডোর ভাঙা অংশগুলো মিহি করে গুঁড়ো করে নিন, তারপর মিশিয়ে নিন ক্লিয়ার নেল পলিশের বোতলে। ভালো করে ঝাঁকিয়ে নিন শিশিটা। এবার ঘণ্টাদুয়েক রেখে দিন যাতে রং ভালোভাবে মিশে যায়। দু' ঘণ্টা পরেই আপনার কাস্টমাইজড নেল পলিশ তৈরি।

 

03. আইলাইনার হিসেবে

03. আইলাইনার হিসেবে

ভাঙা আইশ্যাডো দিয়ে তৈরি করে নিন মনের মতো আইলাইনার। আইশ্যাডোর টুকরোগুলো মিহি করে গুঁড়ো করে নিন, তাতে কয়েক ফোঁটা বেবি অয়েল যোগ করুন। খুব ভালো করে মেশান যাতে দলা পাকিয়ে না থাকে। একটা জেল আইলাইনারের মতো জিনিস তৈরি হবে। অ্যাঙ্গলড ব্রাশ দিয়ে ল্যাশলাইন বরাবর সরু করে পরে নিন। চাইলে গ্রাফিক আইলাইনার লুকও তৈরি করতে পারেন।

 

04. লিপ গ্লস হিসেবে

04. লিপ গ্লস হিসেবে

ভাঙা আইশ্যাডোকে লিপ গ্লসে বদলে ফেলা খুব সহজ! আপনার শুধু লাগবে ভেসলিন অরিজিনাল পিওর স্কিন জেলি/ Vaseline Original Pure Skin Jelly আর সেই সঙ্গে মিহি করে গুঁড়োনো আইশ্যাডো। দুটো জিনিস একসঙ্গে মিশিয়ে নিন। রং কতটা গাঢ় করতে চাইছেন তার ওপর নির্ভর করবে আইশ্যাডো গুঁড়োর পরিমাণ। মিশিয়ে নিন পছন্দমতো, আর আপনার প্রিয় লিপ কালার তৈরি!