মেকআপ করতে যাঁরা ভালবাসেন, পৃথিবীশুদ্ধু প্রত্যেকেই জানেন বর্ষাকালের সঙ্গে মেকআপের চরম শত্রুতা! ঠিকমতো প্রডাক্ট ব্যবহার না করলে মেকআপ মুখে ছোপছোপ হয়ে ফুটে থাকে, ঘেঁটে নষ্ট হয়ে যায়। কিন্তু তার জন্য কি বর্ষাকালে সাজগোজ বাদ পড়বে? মোটেই না! আপনার মেকআপ কিটকে 'মনসুন-প্রুফ' করার দায়িত্ব আমাদের। আর তার সঙ্গেই আমাদের পরামর্শ হল, বছরের এই সময়টা ভরসা রাখুন ম্যাট মেকআপে। তাতে মেকআপ অনেকক্ষণ ঠিক থাকবে, ছোপ ধরবে না বা ঘেঁটেও যাবে না। বৃষ্টির এই মরশুমে মেকআপ সংক্রান্ত ভুল যাতে আপনি না করেন তার জন্য আমরা সাজিয়ে দিলাম আমাদের পছন্দের ম্যাট মেকআপের সম্ভার। ব্যবহার করুন আর গ্ল্যামারাস থাকুন, সবসময়!

 

ল্যাকমে অ্যাবসলিউট প্রিসিশন লিপ পেন্ট

ল্যাকমে অ্যাবসলিউট প্রিসিশন লিপ পেন্ট

বর্ষার বাতাসে চড়া জলীয় বাষ্পের উপস্থিতির কারণে ক্রিম-বেসড লিপস্টিক গলে বা ঘেঁটে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তাই ল্যাকমে অ্যাবসলিউট প্রিসিশন লিপ পেন্ট/ Lakmé Absolute Precision Lip Paint.-এর মতো ভালোমানের ম্যাট লিপস্টিক বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এটি একটি ছোট কৌটোয় থাকে, সঙ্গে থাকে লিপ ব্রাশ যা দিয়ে নিখুঁতভাবে আপনি ঠোঁট এঁকে নিতে পারেন। ঠোঁটে দারুণ ম্যাট ফিনিশ এনে দেয় এই লিপস্টিক, ঠোঁট হয়ে ওঠে মখমলের মতো মসৃণ, অথচ একটুও শুকনো লাগে না। এটি ট্রান্সফার-প্রুফ, হালকা আর পাওয়া যায় 20টি আকর্ষণীয় শেডে যা আপনার সব মুডের সঙ্গে মানানসই। বর্ষায় এমন জুটিরই তো দরকার!

 

ল্যাকমে অ্যাবসলিউট ব্লার পারফেক্ট মেকআপ প্রাইমার

ল্যাকমে অ্যাবসলিউট ব্লার পারফেক্ট মেকআপ প্রাইমার

প্রাইমার বাদ দিয়ে মেকআপ হওয়ার নয়, বিশেষ করে বর্ষাকালে তো নয়ই! প্রাইমার মেকআপ ধরে রাখে, তা ছাড়া রোমকূপ আর অন্য সব ত্রুটি ঢেকে দিয়ে একটা নিখুঁত বেস দেয়। এ ব্যাপারে আমাদের সবচেয়ে প্রিয় ল্যাকমে অ্যাবসলিউট ব্লার পারফেক্ট মেকআপ প্রাইমার Lakmé Absolute Blur Perfect Makeup Primer. এই প্রাইমারটি ওয়াটারপ্রুফ (ভাগ্যিস!), ভীষণ হালকা আর সেই সঙ্গে মুখের সব দাগত্রুটি ঢেকে দিয়ে মুখে এনে দেয় নিখুঁত ম্যাট বেস, যাতে মেকআপ স্থায়ী হয় দীর্ঘক্ষণ।

 

ল্যাকমে নাইন টু ফাইভ প্রাইমার+ম্যাট পারফেক্ট কভার ফাউন্ডেশন

ল্যাকমে নাইন টু ফাইভ প্রাইমার+ম্যাট পারফেক্ট কভার ফাউন্ডেশন

স্বাভাবিক দেখতে মসৃণ আর সমান ত্বকের জন্য এই মরশুমে বেছে নিন ল্যাকমে নাইন টু ফাইভ প্রাইমার+ম্যাট পারফেক্ট কভার ফাউন্ডেশন Lakmé 9to5 Primer + Matte Perfect Cover Foundation । এফপিএফ 20 আর লংওয়্যার ফর্মুলায় তৈরি এই ফাউন্ডেশন আপনাকে সারা দিন ধরে মিডিয়াম থেকে হাই কভারেজ দেয়। এটি পাওয়াও যায় 16টি শেডে, তাই সবধরনের ভারতীয় ত্বকের সঙ্গে মানানসই। মুখে আর গলায় ভেজা মেকআপ স্পঞ্জ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিন, আর পেয়ে যান নিখুঁত ম্যাট লুক।

 

ল্যাকমে নাইন টু ফাইভ প্রাইমার+ম্যাট পাউডার ফাউন্ডেশন কমপ্যাক্ট

ল্যাকমে নাইন টু ফাইভ প্রাইমার+ম্যাট পাউডার ফাউন্ডেশন কমপ্যাক্ট

বর্ষার ভেজা দিনগুলোয় ফেস পাউডার যেন আশীর্বাদের মতো! আমাদের এ ব্যাপারে পছন্দ ল্যাকমে নাইন টু ফাইভ প্রাইমার+ম্যাট পাউডার ফাউন্ডেশন কমপ্যাক্ট/ Lakmé 9 to 5 Primer + Matte Powder Foundation Compact, । এটি একই সঙ্গে কনসিলার, ফাউন্ডেশন আর কমপ্যাক্ট হিসেবে কাজ করে আর দিনভর আপনার ত্বকে ম্যাট ফিনিশ এনে দেয়। ছ'টি শেডে পাওয়া যায় এটি। সূক্ষ্ম রেখাও ঢেকে দেয় এবং ত্বকের সঙ্গে মিশেও যায় খুব সহজে, তাই তেলতেলে ত্বকের মেয়েদের জন্য এই কমপ্যাক্টটি দারুণ উপযোগী।

 

ল্যাকমে ইনস্টা আইলাইনার

ল্যাকমে ইনস্টা আইলাইনার

চোখের চারপাশে আইলাইনার গলে যাতে কালো হয়ে লেগে না থাকে, তার জন্য এ মরশুমে বেছে নিন ল্যাকমে ইনস্টা আইলাইনার Lakmé Insta Eye Liner এই লাইনারটি ওয়াটার-প্রুফ, হালকা, পরেও নেওয়া যায় খুব সহজে। চোখ নিখুঁতভাবে ডিফাইন করতে জুড়ি নেই এই আইলাইনারটির। কালো, সোনালি, নীল আর সবুজের মতো চারটি দারুণ রঙে পাওয়া যায়। বেছে নিন আপনার পছন্দেরটি আর এই বর্ষায় হয়ে উঠুন মোহময়ী!