ত্বক সুস্থ আর উজ্জ্বল রাখতে রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ থেকে মেকআপের সমস্ত চিহ্ন তুলে ফেলা খুব জরুরি। মেকআপ তোলার জন্য যে এতরকম প্রডাক্ট পাওয়া যায়, তা থেকেই বোঝা যায় মেকআপ তোলার ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ! তবে কিছু কিছু মেকআপ তুলনায় ত্বকের ওপর বেশি এঁটে বসে, সহজে উঠতে চায় না। ওয়াটারপ্রুফ মেকআপ যেমন! স্বাভাবিকভাবেই মনে হতে পারে, কীভাবে সমস্ত মেকআপ তুলে ত্বক করে তোলা যায় পরিষ্কার আর ঝকঝকে?

উত্তর হল, ক্লেনজিং বাম ব্যবহার করে। ক্লেনজিং বাম মুখে এঁটে বসা মেকআপের প্রতিটি কণা তুলে দেয়, ত্বক শুকনো করে দেয় না। ইচ্ছে করছে এমন একটি ম্যাজিক প্রডাক্ট ব্যবহার করে দেখতে? কেনার দরকার নেই, বরং খুব সহজ ঘরোয়া রেসিপি কাজে লাগিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন আপনার নিজস্ব ক্লেনজিং বাম! আসুন দেখে নেওয়া যাক...

 

কীভাবে বানাবেন ঘরোয়া ক্লেনজিং বাম:

কীভাবে বানাবেন ঘরোয়া ক্লেনজিং বাম:

শিয়া বাটার (আধ কাপ)
ভার্জিন কোকোনাট অয়েল (2 টেবিলচামচ)
ঐচ্ছিক: ভ্যানিলা, ল্যাভেন্ডার বা টি ট্রি এসেনশিয়াল অয়েল (5 ফোঁটা)


ধাপ 01: কাচের বাটিতে শিয়া বাটার আর নারকেল তেল নিয়ে মাইক্রোওয়েভে কয়েক সেকেন্ড গরম করে নিন।

ধাপ 02:  উপাদানগুলো পুরোটা গলে গেলে পছন্দসই এসেনশিয়াল অয়েল যোগ করুন, ধীরে ধীরে নেড়ে মিশিয়ে নিন।

ধাপ 03: এই মিশ্রণটা কাচের শিশিতে বা টিনে ভরে ফ্রিজে রেখে দিন, যতক্ষণ জমাট না বাঁধছে।

 

 

কীভাবে ব্যবহার করবেন:

কীভাবে ব্যবহার করবেন:

অল্প একটু বাম নিয়ে আঙুলে রেখে গরম করে নিন।
সারা মুখে লাগিয়ে চক্রাকারে মাসাজ করুন। দেখবেন মেকআপ আলগা হয়ে উঠে আসছে।
ভেজা নরম কাপড় বা তুলো দিয়ে মুখ মুছে নিন। এরপর কোমল ক্লেনজার দিয়ে মুখ ধুয়ে নিলেই হল!
দেখলেন তো, ঘরোয়া ক্লেনজিং বাম বানিয়ে নেওয়া কতটা সহজ! তবে যদি এটুকু পরিশ্রম করতেও ইচ্ছে না করে, বা হাতে একেবারেই সময় না থাকে, তা হলে কিনে ফেলুন পন্ড'স ভিটামিন মিসেলার ওয়াটার/Pond’s Vitamin Micellar Water। ত্বক শুষ্ক না করেই নিমেষে সব মেকআপ তুলে ফেলতে দারুণ কাজের এই প্রডাক্টটি। তা ছাড়া এতে অ্যালকোহল নেই, উপরন্তু এমন নানা ভিটামিন আছে যা ত্বকের পক্ষে খুবই উপকারী!