ত্বকের যত্নের রুটিনে এমন বেশ কিছু ধাপ আছে যা কোনও মতেই বাদ দেওয়া সম্ভব নয়। সেই তালিকায় একদম প্রথমদিকে থাকবে সানস্ক্রিন মাখার বিষয়টা। ত্বক ট্যান হয়ে যাওয়া থেকে শুরু করে, ত্বক রোদে পুড়ে যাওয়া আটকানো থেকে শুরু করে, অকালজরা, ত্বকের ক্যান্সার, কালো দাগছোপ এবং আরও অনেক ত্বকের সমস্যা থেকে আমাদের সুরক্ষিত রাখতে সানস্ক্রিন হল সবচেয়ে বড় হাতিয়ার। সানস্ক্রিন হল সেই প্রডাক্ট যা আমাদের ত্বকের তারুণ্য ধরে রাখে, ত্বক সমস্যামুক্ত রাখে দীর্ঘস্থায়ীভাবে। এখানে এসে আমাদের একটু নিজেদের কাছেই সৎ হতে হবে।
মাঝেমাঝে আমাদের সকলকেই এমন তাড়াহুড়োর মধ্যে দিয়ে যেতে হয় যে আমরা সানস্ক্রিন লাগানোটা বাদ দিয়ে দিই। আমরা মনে করি, আমাদের মেকআপ প্রডাক্টে যে এসপিএফ রয়েছে, তাই আমাদের ত্বককে রোদের ক্ষতি থেকে সুরক্ষিত রাখার পক্ষে যথেষ্ট! কিন্তু সত্যিই কি তাই? আজকের এই লেখায় সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। আসুন দেখা যাক...
01. ইউভিএ সুরক্ষা থাকে না

বেশিরভাগ মেকআপ প্রডাক্ট এমনভাবে তৈরি যা শুধুমাত্র আলট্রাভায়োলেট বি রশ্মি থেকে সুরক্ষা দেয়, এবং ত্বক ট্যান হতে দেয় না। কিন্তু এর পাশাপাশি আলট্রাভায়োলেট এ রশ্মির হাত থেকেও ত্বক সুরক্ষিত রাখা দরকার। কারণ এই আলট্রাভায়োলেট এ অর্থাৎ ইউভিএ রশ্মিই ত্বকের ক্যানসার, বয়সের দাগ, পিগমেন্টেশনের মতো সমস্যার জন্য দায়ী।
02. মেকআপের কভারেজ যথেষ্ট নয়

সানস্ক্রিন ঠিকমতো কাজ করার জন্য মুখে ঘন করে সানস্ক্রিন মাখা উচিত (এক টেবিলচামচ মতো শুধু মুখের জন্য)। কিন্তু মেকআপ ঠিকঠাক, এয়ারব্রাশড, স্বাভাবিক দেখায়, কৃত্রিম না দেখায়, তার জন্য আমরা পাতলা করে সানস্ক্রিন মাখি। কিন্তু তা চড়া রোদের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করতে একেবারেই যথেষ্ট নয়।
03. মেকআপে সবসময় সঠিক উপাদান থাকে না

সানস্ক্রিনে সাধারণত জিঙ্ক অক্সাইড, টিটানিয়াম ডাইঅক্সাইডের মতো কিছু বিশেষ উপাদান থাকে। এ সব উপাদান আপনার ত্বককে আলট্রা ভায়োলেট রশ্মিজনিত ক্ষতি থেকে রক্ষা করে। কিন্তু এ সব উপাদান মেকআপের ফর্মুলা পালটে দিতে পারে এবং মেকআপের স্থায়িত্বও পালটে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে বেশিরভাগ মেকআপ প্রডাক্টে এ সব উপাদান থাকে না। সে জন্যই মেকআপে যে এসপিএফ থাকে তা রোদের ক্ষতির বিরুদ্ধে সঠিক সুরক্ষা দিতে পারে না।

ত্বককে রোদের ক্ষতির হাত থেকে বাঁচাতে মেকআপ শুরু করার আগে পর্যাপ্ত পরিমাণে ল্যাকমে সান এক্সপার্ট এসপিএফ 50 পিএ+++আলট্রা ম্যাট লোশন সানস্ক্রিন/ -এর মতো ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন মেখে নিন। সানস্ক্রিনের এসপিএফ ও ব্রড স্পেকট্রাম সুরক্ষা মেকআপের এসপিএফের সঙ্গে হাত মেলালেই আপনি পেয়ে যাবেন সঠিক সুরক্ষা যা আপনার ত্বক রাখবে স্বাস্থ্যোজ্জ্বল, তারুণ্যে ভরপুর আর ঝলমলে।
Written by Manisha Dasgupta on Jun 03, 2021
Author at BeBeautiful.