প্রথম দর্শনের মূল্য অনেক, বিশেষত ইন্টারভিউয়ে বসার সময় তো বটেই! আর এখন যেহেতু বেশিরভাগ চাকরির ইন্টারভিউই ডিজিটাল হয়ে গেছে, তাই ফার্স্ট ইমপ্রেশন গড়তে দর্শনধারী হওয়ার গুরুত্বও বেড়ে গেছে অনেকটাই। তাই শিক্ষাগত যোগ্যতা আর কর্মদক্ষতার পাশাপাশি ভিডিও ইন্টারভিউ দেওয়ার সময় আপনাকে হতে হবে স্মার্ট আর প্রেজেন্টেবল। চাকরির শিকেটা যাতে আপনার ভাগ্যেই ছেঁড়ে, তার জন্য জুম ইন্টারভিউ দেওয়ার সময় মেকআপ আর সাজপোশাক সংক্রান্ত কিছু জরুরি টিপস নিয়ে হাজির আমরা।
- বেস তৈরি করুন নিখুঁত হাতে
- নিজেকে আটকে রাখুন প্রাথমিক পর্যায়ে
- জোর দিন ভুরু আর চোখের পল্লবে
- চাই পরিচ্ছন্ন হেয়ারস্টাইল
- চুলে শ্যাম্পু না করা থাকলে ঘাবড়াবেন না
বেস তৈরি করুন নিখুঁত হাতে

লকডাউনের সময় মেকআপ নিয়ে মজাদার এক্সপেরিমেন্ট করেছেন তো? চাকরির ইন্টারভিউ কিন্তু সে সব এক্সপেরিমেন্ট প্রয়োগ করার জায়গা নয় (যদি না চাকরিটা মেকআপ আর্টিস্টের হয়)! মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। প্রাইমার বা ভারী ফাউন্ডেশন বাদ দিন, একদম প্রাথমিক মেকআপই যথেষ্ট! হালকা ময়শ্চারাইজার মেখে নিন, তারপর মসৃণ আর নিখুঁত বেসের জন্য ল্যাকমে নাইন টু ফাইভ প্রাইমার+ম্যাট পাউডার ফাউন্ডেশন কমপ্যাক্ট/ Lakmé 9 to 5 Primer + Matte Powder Foundation Compact বুলিয়ে নিন সারা মুখে। কোনওরকম ডিউয়ি, শাইনি বা গ্লিটারি লুক তৈরি করার চেষ্টা করবেন না, মুখে আলো পড়ে অদ্ভুত দেখাতে পারে।
নিজেকে আটকে রাখুন প্রাথমিক পর্যায়ে

চোখের পাতা, ঠোঁট আর গালের মেকআপের সময় বাড়াবাড়ি একদম চলবে না। ভারী কনট্যুরিং বা চড়া আই মেকআপ এড়িয়ে চলুন। ল্যাকমে আইকনিক কাজল/ Lakmé Eyeconic Kajal দিয়ে চোখে কাজল পরতে পারেন, অথবা ল্যাকমে আইকনিক লিকুইড আইলাইনার/ Lakmé Eyeconic Liquid Eyeliner দিয়ে এঁকে নিন চোখ। গালে লাগান হালকা পাউডার ব্লাশ আর ঠোঁটে তরতাজা কোনও রং (পিচ অথবা গোলাপির শেড ইদানীং খুব চলছে)। বিশেষ টিপস: মুখে মনোটোনের উষ্ণতা আনতে লাগাতে পারেন ল্যাকমে নাইন টু ফাইভ পিওর রুজ ব্লাশার-পিচ অ্যাফেয়ার/ Lakmé 9 to 5 Pure Rouge Blusher - Peach Affair এবং ল্যাকমে ফরএভার ম্যাট লিকুইড লিপ কালার-পিঙ্ক পিচ/ Lakmé Forever Matte Liquid Lip Color - Pink Peach
জোর দিন ভুরু আর চোখের পল্লবে

মিনিম্যাল লুকের সমস্যা একটাই। ভিডিওতে কখন আপনার মুখে পিক্সেল এসে যাবে বুঝতেই পারবেন না! এই ঝামেলা এড়াতে জোর দিন ভুরু আর চোখের পল্লবে। রংবাহারি আইশ্যাডো বা শিমার দেওয়া হাইলাইটার ব্যবহার না করেও মেকআপে বিশেষ ডিটেল যোগ করতে ভুরু আর চোখের পল্লব ডিফাইন করাই যথেষ্ট! ল্যাকমে অ্যাবসলিউট ফ্লাটার সিক্রেটস ড্রামাটিক আইজ মাস্কারা/ Lakmé Absolute Flutter Secrets Dramatic Eyes Mascara পরে নিন আইল্যাশে, চোখ নিমেষে উজ্জ্বল আর প্রাণবন্ত হয়ে উঠবে। ভুরু ব্রাশ করে নিয়ে হালকা করে ল্যাকমে অ্যাবসলিউট মাইক্রো ব্রো পারফেক্টর/ Lakmé Absolute Micro Brow Perfecter লাগান, ভুরু থাকবে নিখুঁত সুন্দর!
চাই পরিচ্ছন্ন হেয়ারস্টাইল

চুল খুলেই রাখুন বা বেঁধেই রাখুন, এমন কিছু করবেন না যাতে মুখের ওপর চুল পড়ে। ফ্রিজ-ফাইটিং সিরাম লাগিয়ে নিন চুলে। ট্রেসমে কেরাটিন স্মুদ হেয়ার সিরাম/ TRESemmé Keratin Smooth Hair Serum, -এর মতো শাইন-বুস্টিং ফর্মুলা লাগালে চুল ঝলমলে দেখাবে। চুল যাতে এলোমেলো না হয়ে থাকে, সে দিকে খেয়াল রেখে হেয়ারস্টাইল নির্বাচন করুন। খুব সাদামাটা হেয়ারস্টাইল করলেই চলবে। মাঝে সিঁথি করে নিন, পরিচ্ছন্ন খোঁপা বা পনিটেল করলে বাড়াবাড়ি হবে না, বরং স্মার্ট আর ইমপ্রেসিভ দেখাবে।
চুলে শ্যাম্পু না করা থাকলে ঘাবড়াবেন না

হঠাৎ করেই ইন্টারভিউ পড়ে গেছে, চুলে শ্যাম্পু করার অবকাশটুকুও নেই? ভিডিও কলের সময় তেলতেলে চুল যাতে আপনার আত্মবিশ্বাসে আঘাত হানতে না পারে, তার কিছু টিপস রয়েছে আমাদের কাছে। স্ক্যাল্পে ড্রাই শ্যাম্পু লাগিয়ে নিন। ডাভ কোকোনাট ড্রাই শ্যাম্পু/ Dove Coconut Dry Shampoo লাগালে চুলে মিষ্টি গন্ধ হবে, পাশাপাশি 2 দিন শ্যাম্পু না করা চুলেও ভল্যুম পাবেন। ইন্টারভিউয়ের জন্য চুল স্টাইল করার আগে ব্লটিং পেপার স্ক্যাল্পে চেপে তেলতেলেভাব শুষে নিতে পারেন।
Written by Manisha Dasgupta on Jul 23, 2021
Author at BeBeautiful.