একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারে, তেমন বিউটি প্রডাক্ট সংগ্রহে রাখতে চান প্রত্যেক মেয়েই। খুব কম সময়ের মধ্যে সেজে উঠতে হলে বা বিনা ফিলটারেই ইনস্টা ফোটো তুলতে হলে হাতের কাছে রাখতেই হবে এমন অলরাউন্ডার প্রডাক্ট যা একসঙ্গে আপনার অনেকগুলো প্রয়োজন মিটিয়ে দিতে পারে! সেরকমই একটি প্রডাক্ট আজ আপনাদের সামনে হাজির করছি আমরা। হ্যাঁ, বাজারের নতুন সুপারহিরো প্রডাক্ট ভেসলিন লিপ থেরাপি টিন - রোজি লিপস/ Vaseline Lip Therapy Tin - Rosy Lips-এর কথাই বলছি!
যে কোনও উৎসবে, ভিডিও কলে বা কর্মক্ষেত্রে মুখে আলো জ্বলা দীপ্তি আনতে আপনার দরকার হালকা গোলাপি আভাযুক্ত এই পেট্রোলিয়াম জেলির জাদুকাঠি! সবচেয়ে বড় কথা হল, এই প্রডাক্টটি কেবল আপনার ঠোঁটের জন্য নয়! গালে আর চোখেও এটি ব্যবহার করতে পারেন আপনি। কীভাবে ভেসলিন লিপ থেরাপি টিন/ Vaseline Lip Therapy Tins আপনার লুক বদলে দিতে পারে জানতে হলে পড়তে থাকুন!
গ্লসি ঠোঁটের ঠিকানা

ম্যাট লিপস্টিক পরে পরে ক্লান্ত? তা হলে ফিরে চলুন গ্লসি ঠোঁটের চিরন্তন আকর্ষণের পথে! ভেসলিন লিপ থেরাপি টিন - রোজি লিপস/ Vaseline Lip Therapy Tin - Rosy Lips. সঙ্গে থাকলে মাত্র পাঁচ সেকেন্ডেই পেয়ে যাবেন নজরকাড়া শাইন আর আর্দ্রতায় ভরা ঠোঁট! হালকা গোলাপি আভার জন্য আপনার আর আলাদা করে লিপস্টিক পরার দরকার নেই। ছোট্ট সুবিধেজনক কৌটোয় পাওয়া যায় এই পেট্রোলিয়াম জেলি যা সহজেই হ্যান্ডব্যাগ, এমনকী ছোট পার্সে ঢুকিয়ে নিতে পারেন। আঙুলে করে পরিমাণমতো জেলি নিন আর লাগিয়ে নিন ঠোঁটে। দারুণ গ্লসি লুক পেতে ঠোঁটের মাঝখানটায় বেশি করে লাগাবেন যাতে পাউটটা ভালোভাবে বোঝা যায়!
এক নিমেষে ব্লাশ

গোলাপি আভা কি শুধু ঠোঁটের জন্যই? মোটেও না! ভেসলিন লিপ থেরাপি টিন - রোজি লিপস Vaseline Lip Therapy Tin - Rosy Lips গিয়ে নিন আপনার গালেও। ননস্টিকি আর নরম টেক্সচারের জেলি সহজেই ত্বকের সঙ্গে মিশে গিয়ে গালে এনে দেবে স্বাভাবিক লালচে আভা। অনামিকা দিয়ে গোলাপি জেলি গালে আলতো করে লাগিয়ে আপওয়ার্ড স্ট্রোকে ব্লেন্ড করে দিন আর দেখুন মুখ কীভাবে উজ্জ্বল হয়ে ওঠে!
গোলাপিরঙা চোখ

সোশাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে আমাদের পছন্দের সেলিব্রিটি পর্যন্ত সকলেই ডিউয়ি আই মেকআপের ভক্ত! ভেসলিন লিপ থেরাপি টিন - রোজি লিপস/ Vaseline Lip Therapy Tin - Rosy Lips, থাকলে চোখের পাতায় গোলাপি গ্লসি রূপ ফুটিয়ে তোলা দারুণ সহজ! আঙুলে করে পেট্রোলিয়াম জেলি নিয়ে সরাসরি চোখের পাতায় লাগিয়ে নিন। হালকা গোলাপিরঙের গ্লসি টেক্সচার নিমেষেই ফুটিয়ে তুলবে আপনার চোখের সৌন্দর্য!
ঝিলমিলে মুখ

মুখের বিশেষ বিশেষ ফিচারগুলোকে আকর্ষণীয় করে তুলতে পারলে আপনার পুরো লুকটাই বদলে যাবে, আর তার জন্য ব্যবহার করুন ভেসলিন লিপ থেরাপি টিন - রোজি লিপস/ Vaseline Lip Therapy Tin - Rosy Lips এটি একদিকে ময়শ্চারাইজারের ভাঁড়ার, অন্যদিকে চকচকে এফেক্টের জন্য এটিকে হাইলাইটার হিসেবেও ব্যবহার করা যায়! এর চাপা গোলাপি শেড আপনার চিকবোন, ভুরুর হাড়, কপালের দু'পাশ, নাকের ডগা আর চিবুকে একটা কন্ট্যুরড লুক এনে দেবে। তাই ইনস্টা ফিলটারের কথা ভুলে যান! ত্বকের স্বাভাবিক দীপ্তি পেতে বেছে নিন এই মাল্টিটাস্কিং প্রডাক্টটি! প্রশংসার জোয়ারে ভেসে যাবেন, গ্যারান্টি রইল!
Written by Manisha Dasgupta on Jan 04, 2022
Author at BeBeautiful.