গাড়িতে করে কাছেপিঠেই বেড়াতে যান, অথবা ফ্লাইটে করে উড়ে যান পছন্দের দেশে, একটা বিষয়ে আপোস করা কোনওমতেই চলবে না, আর সেটা আপনার গ্ল্যামার! মুশকিল হল, পুরোদস্তুর মেকআপ করতে অনেক সময় লাগে, ফলে কিছুতেই সেটা করে ওঠা হয় না! কিন্তু কেমন হয়, যদি আমাদের বলে দেওয়া মাত্র কয়েকটা ধাপ অনুসরণ করেই হয়ে উঠতে পারেন নিখুঁত সুন্দর? চোখ বুলিয়ে নিন কিছু চটজলদি আর সহজ মেকআপ রুটিনে আর প্রতিবার হয়ে উঠুন ঝলমলে...
- ধাপ 1: ইলুমিনেটিং ময়শ্চারাইজার মাখুন
- ধাপ 2: কালো দাগছোপ ঢেকে দিন
- ধাপ 3: নিখুঁত ব্লাশের সন্ধানে
- ধাপ 4: চোখের মেকআপের রহস্য
- ধাপ 5: কমপ্যাক্ট দিয়ে সেট করে দিন
ধাপ 1: ইলুমিনেটিং ময়শ্চারাইজার মাখুন

বাইরে বেড়াতে যাওয়ার সময়, অথবা সকালে কাজে বেরোনোর তাড়া থাকলে ভারী ফাউন্ডেশন মাখার কথা ভুলে যান, বদলে বেছে নিন ল্যাকমে লুমি ক্রিম/Lakmé Lumi Cream-এর মতো ভালো কোনও ইলুমিনেটিং ময়শ্চারাইজার। এটি ত্বককে ভেতর থেকে জেল্লাদার করে তুলবে। অল্প একটু ময়শ্চারাইজার আঙুলে নিয়ে সারা মুখে ফোঁটা ফোঁটা করে লাগিয়ে চেপে চেপে মেখে নিন। হালকা এই ময়শ্চারাইজারটিতে সামান্য হাইলাইটার দেওয়া আছে যা ত্বকের সঙ্গে সহজেই মিশে গিয়ে আপনার মুখে এনে দেয় থ্রিডি জেল্লা।
ধাপ 2: কালো দাগছোপ ঢেকে দিন

ত্বকে নিখুঁত ফিনিশ পেতে চোখের নিচের কালির ওপর, মুখের চারপাশের পিগমেন্টেশনে এবং অন্য দাগছোপের ওপর ল্যাকমে প্রাইমার+ম্যাট লিকুইড কনসিলার/Lakmé Primer + Matte Liquid Concealer লাগিয়ে নিন। এই হালকা কনসিলারটিতে বিল্ট-ইন প্রাইমার রয়েছে যা আপনার ত্বকের রং সমান আর মসৃণ করে এবং খুব সহজেই মিশে যায়। এটি মুখের রোমছিদ্রগুলোকেও সংকুচিত করে একটা ম্যাট ফিনিশ এনে দেয়। মসৃণ ক্রিমের মতো টেক্সচার হওয়ার সুবাদে আর ওয়ান্ড অ্যাপ্লিকেটর থাকার কারণে এটি খুব সহজেই আপনি লাগিয়ে নিতে পারবেন, নানারকম ব্রাশ ব্যবহার করে ব্লেন্ড করার দরকার পড়বে না। মুখের ত্রুটিপূর্ণ জায়গাগুলোতে লাগান আর অনামিকা দিয়ে ব্লেন্ড করে দিন। সহজ না?
ধাপ 3: নিখুঁত ব্লাশের সন্ধানে

আমরা জানি বেড়াতে যাওয়ার সময় পুরো মেকআপ কিট নিয়ে ঘোরা সম্ভব নয়, আর সেজন্যই মাল্টিপারপাস প্রডাক্টের এত কদর! ল্যাকমে নাইন টু ফাইভ ওয়েটলেস ম্যাট মুজ লিপ অ্যান্ড চিক কালার- ন্যুড কুশন/ Lakmé 9to5 Weightless Matte Mousse Lip & Cheek Color - Nude Cushion-এর কথাই ধরুন! এই ব্লাশ তথা লিপস্টিকটি একই সঙ্গে আপনার গালে একটা স্বাভাবিক দীপ্তি এনে দেয় আর ঠোঁটে জোগান দেয় গাঢ় ম্যাট রং। হালকা হওয়ার কারণে এটি ত্বকের পক্ষে খুবই আরামদায়ক এবং সবচেয়ে বড় কথা, লাগানো খুব সহজ!
ধাপ 4: চোখের মেকআপের রহস্য

চোখের মেকআপ করতে ধৈর্য লাগে, সময় লাগে, আর লাগে জায়গা। তিনটের কোনওটাই বেড়াতে গিয়ে বা তাড়াহুড়োর মধ্যে সম্ভব নয়। তাই আমাদের পরামর্শ হল আইশ্যাডো-লাইনার-কাজলের রুটিন বাদ দিন, বদলে চোখের পল্লবে ছুঁইয়ে নিন ল্যাকমে আইকনিক ভল্যুম মাস্কারা/Lakmé Eyeconic Volume Mascara আর দীঘল করে তুলুন আঁখিপল্লব! এই মাস্কারাটি জলনিরোধী এবং চোখের পল্লবে ডেলা হয়ে এঁটে বসে না। দু'-তিন স্ট্রোক মাস্কারা লাগালেই পল্লব ঘন দেখাবে, চোখ হয়ে উঠবে দীঘল কালো!
ধাপ 5: কমপ্যাক্ট দিয়ে সেট করে দিন

পুরো লুকটা সেট করার জন্য ল্যাকমে সান এক্সপার্ট আলট্রা ম্যাট এসপিএফ 40 পিএ+++ কমপ্যাক্ট/ Lakmé Sun Expert Ultra Matte SPF 40 PA+++ Compact মুখে আর গলায় লাগিয়ে ব্লেন্ড করে নিলেই আপনি তৈরি! এই সানস্ক্রিন কমপ্যাক্টটিতে এসপিএফ 40 পিএ+++ মিনারেল রয়েছে যা সূর্যের 97% শতাংশ ক্ষতিকর রশ্মি আটকে ত্বককে রোদজনিত ক্ষতির হাত থেকে সুরক্ষিত রাখে আর সেই সঙ্গে ত্বকে এনে দেয় আলট্রা ম্যাট ফিনিশ! আর কী চাই বলুন তো!
Written by Manisha Dasgupta on Jan 04, 2022
Author at BeBeautiful.