কয়েক বছর আগে পর্যন্তও মেকআপের প্রসঙ্গে দু' চোখে সমান করে উইংড আইলাইনার পরাটা ছিল আমাদের কাছে সবচেয়ে কঠিন কাজ! কিন্তু এই 2020 সালে মেকআপের নিয়মকানুন, ধরনধারণগুলো অনেক বেশি জটিল হয়ে গেছে! তার মধ্যে একটা হল ভুরু! ঠিক কেমনভাবে ভুরু শেপ করলে সবচেয়ে সুন্দর দেখাবে তা বুঝে ওঠা কিন্তু বেশ কঠিন হতে পারে!

যেমন ধরুন, ঘন, কালো ভুরু পাওয়ার ইচ্ছে থেকে আমরা অনেক সময় বাড়াবাড়ি করে ফেলি বুঝতে না পেরে! আর তার ফল হল অসম্ভব কালো আর মোটা ভুরু যা দেখতে মোটেও স্বাভাবিক লাগে না, বরং তাকে এক কথায় #ভুরুবিপর্যয় বলা চলে!

মেকআপ করতে আপনি যতই দক্ষ হোন না কেন, ভুরু নিয়ে গণ্ডগোল হতে পারে আপনারও! তবে সেই ভুল বয়ে বেড়ানোর দরকার নেই, বরং শুধরে নিন এক মিনিটে! ভাবছেন কীভাবে ঠিক করবেন অতিরিক্ত গাঢ় কালো করে ফেলা ভুরু? পড়তে থাকুন!

 

ভুরু আঁকতে ভুল? মাত্র এক মিনিটেরও কম সময়ে ঠিক করে নিন বেশি কালো হয়ে যাওয়া ভুরু

অতিরিক্ত কালো আর মোটা করে ফেলা ভুরু ঠিক করতে আপনার দরকার ট্রান্সলুসেন্ট পাউডার, একটা পরিষ্কার মাস্কারা ব্রাশ বা স্পুলি, টিস্যু আর খানিকটা ধৈর্য! টিস্যু পেপার ভুরুর ওপরে হালকা হাতে চেপে ধরুন, তাতে বাড়তি রং খানিকটা ফিকে হয়ে আসবে (ঘষে মুছবেন না, তাতে পুরো মেকআপ নষ্ট হয়ে যাবে)। এবার স্পুলি ব্রাশটা ট্রান্সলুসেন্ট বা ফিনিশিং পাউডারে একবার ডুবিয়ে তুলে নিয়ে ব্রাশটা ঝেড়ে নিন, তাতে বাড়তি পাউডারটুকু ঝরে যাবে। এবার স্পুলি ব্রাশটা ভুরুর ওপর হালকা হাতে ঘষতে থাকুন যতক্ষণ না রং আরও ফিকে হয়ে আসে! একটু পরেই দেখবেন কেমন স্বাভাবিক দেখতে লাগছে আপনার ভুরু! খুব সহজ, তাই না?

ধন্যবাদ দেওয়ার দরকার নেই,শুধু ট্রাই করে দেখুন!