যে কেউ একমত হবেন, মুখের সৌন্দর্যের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল ভুরু! মুখের সম্পূর্ণ লাবণ্য ফুটিয়ে তোলে ভুরু, চোখের মায়া আর উজ্জ্বলতা বাড়িয়ে তুলতেও সুঠাম ভুরুর ভূমিকা অস্বীকার করা যায় না! যে কোনও সেলিব্রিটি বা মডেলকে তাঁদের সবচেয়ে প্রিয় পাঁচটা মেকআপ প্রডাক্ট সম্পর্কে জিজ্ঞেস করুন, প্রত্যেকেই একবাক্যে তালিকায় আইব্রো পেনসিল রাখবেন! এমনকী, নো মেকআপ লুকেও প্রাধান্য পায় নিখুঁত ভুরু।
আপনার ভুরু যদি ঘনও হয়, তবু তার সৌন্দর্য বাড়িয়ে তুলতে জেনে রাখুন কিছু টিপস। মেনে চলুন আর ভুরুর সৌন্দর্য ধরে রাখুন সব সময়!
- দুই ভুরুর সমতা বজায় রাখার চেষ্টা করবেন না
- শুধু আইব্রো পেনসিলের ওপর ভরসা না রাখাই ভালো
- ভুরু আঁকুন একেবারে শেষে
- কনসিলার লাগান
দুই ভুরুর সমতা বজায় রাখার চেষ্টা করবেন না

আসলে আপনার দুই ভুরু একে অপরের কার্বন কপি হলে মুখ কৃত্রিম দেখাবে। ফলে ভুরুর ফাঁকফোকর আইব্রো পেনসিল দিয়ে ভরার সময় নিখুঁতভাবে কাজ করুন, কিন্তু দুটো ভুরু একরকম করার চেষ্টা করবেন না। তাতে শুধু শুধু সময় নষ্ট হবে, দেখতেও ভালো লাগবে না। দুই ভুরুর আর্চ বা দৈর্ঘ্যে সামান্য উনিশ-বিশ হলে কোনও ক্ষতি নেই, বরং অনেক বেশি স্বাভাবিক দেখাবে।
শুধু আইব্রো পেনসিলের ওপর ভরসা না রাখাই ভালো

ভুরু নিখুঁত করে তুলতে আইব্রো পেনসিলের ভূমিকা অস্বীকার করার উপায় নেই! কিন্তু আপনার মেকআপ কিটে এমন অনেক জিনিস আছে, যা দিয়ে আর একটু এক্সপেরিমেন্ট চাইলে করতেই পারেন আপনি! গাঢ় ব্রাউন মাস্কারা দিয়ে ভুরুর রং আরও নিখুঁত করে তোলা সম্ভব। ভুরুর ফাঁক ভরাট করার জন্য নিজেও বানিয়ে নিতে পারেন ফিলার। ম্যাট ব্রাউন আইশ্যাডোর সঙ্গে পরিমাণমতো কনট্যাক্ট লেন্স সলিউশন মেশালে যে জিনিসটা তৈরি হবে, সেটা ছোট কৌটোয় ভরে রেখে দিন। পরিষ্কার মাস্কারা ব্রাশ দিয়ে ভুরুতে লাগিয়ে নিলেই চমৎকার ন্যাচারাল ফিনিশ পেয়ে যাবেন!
ভুরু আঁকুন একেবারে শেষে

মেকআপ করার সময় আমাদের প্রত্যেকেরই নিজস্ব রুটিন থাকে। কেউ ভুরু আঁকেন একেবারে শুরুতে, কেউ আবার শেষ ধাপে। আমাদের পরামর্শ, ভুরু আঁকুন মেকআপের একেবারে শেষ ধাপে। তা হলে বুঝতে পারবেন, আপনার বাকি লুকের সঙ্গে কী ধরনের ভুরু আঁকলে সামঞ্জস্য থাকবে। যেমন, নো মেকআপ লুকে ভুরু থাকবে নরম আর হালকা, আবার বোল্ড লুকে মোটা করে ভুরু আঁকতে পারবেন।
কনসিলার লাগান

এই কৌশলটা হয়তো অনেক মেয়েই জানেন, কিন্তু ভুরুর আউটলাইন আঁকার সময় কনসিলার ব্যবহার করেন না। ভুরু আঁকার সময় কনসিলার ব্যবহার করলে ভুরুতে ডেফিনিশন আসে, কোনও খুঁত বা ভুলভ্রান্তি হলে তা ঠিক করে নেওয়া যায়। ফলে ভুরুতে বাড়তি আকর্ষণ যোগ করতে হলে অবশ্যই ব্যবহার করুন কনসিলার।
Written by Manisha Dasgupta on Jan 11, 2021
Author at BeBeautiful.