শীত এলে ঠিক যেভাবে মিনি ড্রেসের বদলে আপনার পোশাক হয়ে দাঁড়ায় রংবাহারি সোয়েটার, যেমনভাবে হালকা ময়শ্চারাইজারের জায়গায় ঘন ক্রিমের মতো ময়শ্চারাইজার মাখতে আরাম লাগে, তেমনই মেকআপের ব্যাপারেও এই মরশুমে কিছু বদল আনা দরকার। খসখসে রুক্ষ ত্বক আর ছোপছোপ মেকআপ যদি না চান, তা হলে এক্ষুনি আপনার মেকআপ রুটিন পালটে দিন। এই শীতে নিখুঁত ত্বক পেতে আপনার মেকআপ কিটে রাখার জন্য পাঁচটি প্রডাক্টের হদিশ দিচ্ছি আমরা।
- 01. ময়শ্চারাইজিং ম্যাট লিপস্টিক
- 02. হাইড্রেটিং প্রাইমার
- 03. ক্রিম ফাউন্ডেশন
- 04. লিকুইড হাইলাইটার
- 05. টিন্টেড ময়শ্চারাইজার
01. ময়শ্চারাইজিং ম্যাট লিপস্টিক

শুকনো টানধরা ঠোঁটের সমস্যা শীতে হামেশাই দেখা যায়, আর এ সব ক্ষেত্রে পরিস্থিতি জটিল করে তোলে ম্যাট লিপস্টিক। সে জন্যই এবারের শীতে আপনার দরকার ল্যাকমে অ্যাবসলিউট ম্যাট আল্টিমেট লিপ কালার উইথ আর্গান অয়েল/ Lakmé Absolute Matte Ultimate Lip Color with Argan Oil এর মতো ময়শ্চারাইজিং ম্যাট লিপস্টিক। ময়শ্চারাইজিং আর্গান অয়েলে সমৃদ্ধ এই ম্যাট লিপ কালারটি আপনার ঠোঁট আর্দ্র রাখে, আর সঙ্গে এনে দেয় গ্ল্যামারাস অথচ আরামদায়ক ম্যাট ফিনিশ যা এই মরশুমের পক্ষে আদর্শ! লাল, গোলাপি আর ন্যুড সহ 12টি ঝলমলে রঙের শেডে পাওয়া যায় এই লিপস্টিক, কাজেই অপশনের অভাব হওয়ার প্রশ্নই নেই!
02. হাইড্রেটিং প্রাইমার

এই শীতে আপনার ত্বকের দরকার যত্ন আর ভালোবাসা, অর্থাৎ ম্যাট প্রাইমারের বদলে পুষ্টিদায়ক প্রাইমার ব্যবহারের এটাই সময়। আমাদের পছন্দ ল্যাকমে অ্যাবসলিউট আন্ডারকভার জেল প্রাইমার/ Lakmé Absolute Undercover Gel Primer. । ভিটামিন ই-তে ভরপুর এই প্রাইমার আপনার মেকআপ নিখুঁত রাখে দীর্ঘ সময় ধরে, এবং একই সঙ্গে ত্বকে পুষ্টি আর আর্দ্রতা জোগায়। দাগছোপ ফিকে করার পাশাপাশি মেকআপ যাতে সহজেই ত্বকে ব্লেন্ড করে নিখুঁত ফিনিশ এনে দিতে পারে, তার চাবিকাঠিও রয়েছে এই প্রাইমারটির কাছেই!
03. ক্রিম ফাউন্ডেশন

শীতে ম্যাট ফাউন্ডেশনের বদলে লিকুইড আর ক্রিম-বেসড ফাউন্ডেশন ব্যবহার করাই সবচেয়ে ভালো! আমাদের পছন্দ ল্যাকমে অ্যাবসলিউট আর্গান অয়েল সিরাম ফাউন্ডেশন/ Lakmé Absolute Argan Oil Serum Foundation. । মরোক্কান আর্গান অয়েল দিয়ে তৈরি এই সিরাম ফাউন্ডেশনটি ত্বকে সহজেই মিশে গিয়ে ত্বক আর্দ্র রাখে এবং একটা স্নিগ্ধ উজ্জ্বল দীপ্তি এনে দেয়। 10টি শেডে পাওয়া যায় এই ফাউন্ডেশনটি যা প্রতিটি ভারতীয় স্কিন টোনের সঙ্গে মানানসই। তাই এক্ষুনি বেছে নিন আপনার উপযোগী শেডটি!
04. লিকুইড হাইলাইটার

এই শীতে সমস্ত পাউডার-বেসড প্রডাক্ট তুলে রাখুন। হাইলাইটারের ক্ষেত্রেও একই কথা। বদলে বেছে নিন ভালোমানের লিকুইড হাইলাইটার। ল্যাকমে অ্যাবসলিউট লিকুইড হাইলাইটার/ Lakmé Absolute Liquid Highlighter আপনার ত্বকে এনে দেবে স্বাভাবিক উজ্জ্বল ফিনিশ! হালকা এই হাইলাইটারটি তিনটি দুর্দান্ত শেডে পাওয়া যায়, যা আপনার ত্বকে এনে দেয় তেলহীন অথচ জেল্লাদার লুক।
05. টিন্টেড ময়শ্চারাইজার

ময়শ্চারাইজার বাদ দিয়ে শীত কাটানো মানে কড়া রোদে ছাতা বা টুপি ছাড়া বেরোনো! তাই একইসঙ্গে স্কিনকেয়ার আর মেকআপের প্রয়োজন মেটাতে সঙ্গে রাখুন টিন্টেড ময়শ্চারাইজার। ল্যাকমে অ্যাবসলিউট হাইড্রা প্রো টিন্টেড ময়শ্চারাইজার/ Lakmé Absolute Hydra Pro Tinted Moisturiser আমাদের সবচেয়ে পছন্দ! হ্যালুরনিক অ্যাসিড আর পেন্টাভিটিন দিয়ে তৈরি এই টিন্টেড ময়শ্চারাইজারটি আপনার ত্বকে পুষ্টি আর আর্দ্রতা জোগানোর পাশাপাশি দীর্ঘস্থায়ী কভারেজ দেয় এবং প্রচণ্ড ঠান্ডাতেও আপনার ত্বক রাখে মসৃণ, নরম আর সতেজ!
Written by Manisha Dasgupta on Jan 05, 2022
Author at BeBeautiful.