যেদিন থেকে ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়েছে, সাজগোজের ব্যাপারে আমরাও চরম উদাসীন হয়ে গেছি। সত্যি বলতে,কাজের জায়গাটা যদি বিছানা থেকে পাঁচ পা দূরে হয়, তা হলে সুন্দর পোশাক পরতে বা মেকআপ করতে কারই বা ইচ্ছে করে? যেদিন কাজে বসার আগে ঠোঁটে একটু লিপ বাম ঘষে নেওয়ার ফুরসত হয়, সেদিন মনে হয় অনেক সাজগোজ হয়ে গেল! কিন্তু এমন অনেক দিন আছে যখন আমাদের প্রচুর ভিডিও মিটিং থাকে, যখন আমাদের ভালো পোশাক পরে সভ্য ভদ্র সাজতেই হয়! তাই সেই দিনগুলোর কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি কিছু স্কিনকেয়ার আর মেকআপ টিপস যা মেনে চললে ওয়ার্ক ফ্রম হোম ভিডিও কলেও দারুণ দেখাবে আপনাদের।

 

 

ত্বক

ত্বক

ত্বকের যত্ন নেওয়া এক্কেবারে মাস্ট! এমনকী যদি আপনার বিস্তারিত যত্ন নেওয়ার সময় নাও থাকে, তা হলেও প্রতিদিন সকালে একটা সাধারণ ক্লেনজিং-টোনিং-ময়শ্চারাইজিং রুটিন মেনে চলুন। তাতেও ত্বক সুস্থ আর উজ্জ্বল থাকবে। রইল একটি সহজ স্কিনকেয়ার রুটিন, এটি মেনে চলতে পারেন।

ধাপ#1: সকালে মুখ ধোওয়া দরকার কারণ তাতে আগের রাতের জমে যাওয়া তেলময়লা আর স্কিনকেয়ার প্রডাক্ট পরিষ্কার হয়ে যায়। শুধু তাই নয়, সঙ্গে আপনার ত্বক সারাদিনের জন্যও প্রস্তুত হয়ে যায়। সকালে ঘুমের আলস্য কাটানোর জন্য ঠান্ডা জলের ঝাপটা খুব ভালো কাজ করে। তাই ল্যাকমে ম্যাট ময়স্ট ক্লে ফেস ওয়াশ/ Lakmé Matte Moist Clay Face Wash-এর মতো ডিটক্সিফায়িং ক্লেনজার ব্যবহার করুন। এতে রয়েছে খাঁটি গ্রিন টি-র নির্যাস, সেই সঙ্গে কেওলিন আর বেন্টোনাইটের মতো মিনারেল ক্লে। এটি রোমছিদ্র থেকে বাড়তি তেল আর দূষিত পদার্থ সাফ করে ত্বক ডিটক্স করে এবং আপনাকে দেয় পরিষ্কার, তরতাজা, ম্যাট ত্বক।

ধাপ #2: মুখ পরিষ্কার করার পর মাইক্রোফাইবার তোয়ালে দিয়ে চেপে চেপে মুখ মুছে নিন। মুখে অল্প ভেজাভাব থাকতে থাকতে ল্যাকমে নাইন টু ফাইভ ভিট সি+ডে ক্রিম/ Lakmé 9to5 Vit C+ Day Cream-এর মতো নারিশিং ময়শ্চারাইজার মেখে নিন। ভিটামিন সি, ই আর শিয়া বাটারের গুণে সমৃদ্ধ এই ক্রিম ত্বক নিষ্প্রাণ হতে দেবে না, বরং ত্বকে আর্দ্র, সুরক্ষিত এবং মসৃণ উজ্জ্বলতা এনে দেবে। এর পর ত্বকে মেখে নিন ল্যাকমে সান এক্সপার্ট আলট্রা ম্যাট জেল সানস্ক্রিন এসপিএফ 50/Lakmé Sun Expert Ultra Matte Gel Sunscreen SPF50 । এটি চটচটে নয় এবং ত্বককে রোদের ক্ষতির হাত থেকে সক্রিয়ভাবে রক্ষা করার পাশাপাশি একটা ম্যাট ফিনিশও দেয়। হ্যাঁ, ইউভিএ আর ইউভিবি রশ্মির জুজু থেকে বাঁচতে বাড়িতেও আপনার সানস্ক্রিন দরকার।

ধাপ #3: একদম শেষে ল্যাকমে লুমি ক্রিম/Lakmé Lumi Cream মেখে নিন, তাতে একটা থ্রিডি হাইলাইটারের মতো উজ্জ্বলতা পাবেন। এই ইলুমিনেটিং ক্রিমটি ত্বক নরম আর টানটান রাখা ছাড়াও ভেতর থেকে উজ্জ্বল করে তুলবে। একেবারে শেষ মিনিটের নোটিসে জুম কল এসে গেলে আর হাতে মেকআপ করার মতো সময় না থাকলে এই প্রডাক্টটি দারুণ কাজে দেবে।

বিশেষ টিপ: হাতে সময় থাকলে জেড রোলার বা গুয়া শা দিয়ে মুখে কিছুক্ষণ মাসাজ করে নিন। তাতে মুখে রক্ত সংবহন বাড়বে এবং আপনাকে ভেতর থেকে শান্ত করে তুলবে। একটানা লম্বা মিটিংয়ে ধৈর্য ধরে বসে থাকতে শান্ত থাকাটা খুব দরকার, তাই না!

 

মেকআপ:

মেকআপ:

বুঝতেই পারছি, মিটিংয়ের প্রস্তুতি নিতে গিয়ে আর বাড়িতে হাজারটা কাজ সারতে গিয়ে মেকআপ করার সময় বেশি থাকে না। তাই মেনে চলুন আমাদের দেওয়া একটি সহজ মেকআপ রুটিন যা করতে পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না, অথচ আপনাকে দেখাবে দারুণ সুন্দরী!

 

ধাপ #1: ত্বকের পরিচর্যা করার পর ল্যাকমে অ্যাবসলিউট লিকুইড হাইলাইটার/Lakmé Absolute Liquid Highlighter  কয়েক ফোঁটা নিয়ে ফাউন্ডেশনের সঙ্গে মিশিয়ে নিন, তারপর তা মুখে আর চোখে ভালো করে ব্লেন্ড করে নিন। সময় বাঁচাতে কনসিলারের বদলে আর একটু ফাউন্ডেশন নিয়ে চোখের চারপাশে ব্লেন্ড করুন।

ধাপ #2: ল্যাকমে অ্যাবসলিউট ফেস স্টাইলিস্ট ব্লাশ ডুয়োজ - কোরাল ব্লাশ/ Lakmé Absolute Face Stylist Blush Duos - Coral Blush নিয়ে কপালে আর নাকে বুলিয়ে নিন। এতে মুখে রঙের একটা উজ্জ্বল আভা আসবে, আপনাকে দেখাবেও প্রাণবন্ত।

ধাপ #3: কাজল পরবেন না, বরং ল্যাকমে আইকনিক কার্লিং মাস্কারা/Lakmé Eyeconic Curling Mascara দু'-তিন কোট চোখের পল্লবে লাগিয়ে নিন, তাতে চোখ বড় দেখাবে।

ধাপ #4: লাল স্টেটমেন্ট লিপস্টিক দিয়ে মেকআপ শেষ করুন, বেছে নিন ল্যাকমে অ্যাবসলিউট প্রিসিশন লিপ পেন্ট-স্টেটমেন্ট রেড/ Lakmé Absolute Precision Lip Paint- statement red

একদম শেষে সেটিং স্প্রে দিয়ে লুক সেট করে দিন। নিজেকে দেখলেই বুঝে যাবেন ওয়ার্ক ফ্রম হোম এত গ্ল্যামারাস আগে কখনওই ছিল না!