ধেবড়ে, ঘেঁটে যাওয়া মাস্কারার চেয়ে খারাপ বোধহয় আর কিছু হতেই পারে না! আমরা যারা মাস্কারা ব্যবহার করি, প্রত্যেকেই হাড়ে হাড়ে জানি এ কথাটা! বৃষ্টির দিনে বা বিয়েবাড়ির গরমে চোখের মাস্কারা গলে গালে মুখে লেগে গেছে, এমন উদাহরণ কিছু কম নেই! এমনকী ওয়াটারপ্রুফ মাস্কারা পরলেও এ সমস্যা থেকে পুরোপুরি নিস্তার পাওয়া সম্ভব নয়!

তবে চিন্তা নেই, কারণ আমরা নিয়ে এসেছি এ সমস্যার পারফেক্ট সমাধান! শুধু মাস্কারা পরার সময় মেনে চলুন কয়েকটা ছোট্ট মেকআপ টিপস, ব্যস সারা দিনে বৃষ্টি, গরম যাই পড়ুক না কেন, আপনার মাস্কারা থাকবে একদম টিপটপ! জেনে নিন নিজেই...

hack to prevent smidged mascara

ধাপ 01: একদম শুরুতেই চোখের পল্লবে একটুখানি লুজ পাউডার বা বেবি পাউডার ছিটিয়ে নিন। এতে প্রতিটি পল্লব পৃথক হয়ে আসবে, ঘনও দেখাবে।

ধাপ 02: এবার চোখের পল্লবে মাস্কারা লাগান। এ ব্যাপারে আমাদের পছন্দ হল ল্যাকমে অ্যাবসলিউট ফ্লাটার সিক্রেটস ভল্যুমাইজিং মাস্কারা/Lakme Absolute Flutter Secrets Volumizing Mascara - এটি বিলকুল স্মাজ-ফ্রি এবং সেই সঙ্গে ওয়াটারপ্রুফ!

ধাপ 03: মাস্কারা পুরো শুকিয়ে গেলে তার ওপরে এক কোট ক্লিয়ার ব্রো জেল লাগান। এলোমেলো ভুরু সুঠাম করতে ব্রো জেল যেমনভাবে কাজ করে, ঠিক তেমনভাবেই চোখের পল্লবও সুন্দর রাখে। ব্রো জেল লাগালে চোখের পল্লবে মাস্কারা সিল হয়ে যায়, বৃষ্টি বা ঘামে মুখে গলে পড়ে না।

ধাপ 04: ব্রো জেল লাগানোর পর তা প্রথমে ভালোভাবে শুকোতে দিন। এই সময়টায় চোখের পল্লবে হাত দেবেন না।

ব্যস, কাজ শেষ! এবার সারাদিন ধরে সবাইকে দেখিয়ে বেড়ান আপনার দীঘল আঁখিপল্লবের জাদু!