- কনসিলার ব্যবহার করতে ভুলবে না
- চোখের ক্ষেত্রে কোনও ভুল ধারণা রাখবেন না| ব্যবহার করুন ন্যুড বা সাদা আইশ্যাডো বা লাইনার
- ভ্রূ-র দেখভাল করুন
- ল্যাশ কার্লার ব্যবহার করুন
- চোখের ঠিক চারপাশে লাগান সামান্য গাঢ় রঙের দাগ
কনসিলার ব্যবহার করতে ভুলবে না
.jpg)
চোখের চারপাশের গাঢ় কালচে বৃত্তাকার ছোপের জন্য সত্যিই আপনার চোখ দু’টিকে মনে হয় ক্লান্ত আর নিষ্প্রভ| কাজেই এই ছোপ লুকিয়ে রাখা খুব জরুরি৷ সুতরাং এ কথা আর বলার অপেক্ষা রাখে না যে সারা দিনের জন্য আপনার প্রয়োজন একটি ভালো মানের কনসিলারের৷ আমরা বলব, বেছে নিন ‘ল্যাকমে অ্যাবসোলিউট হোয়াইট ইনটেন্স SPF 20 কনসিলার স্টিক’, যা সহজেই এই দাগকে আপনার ত্বকের আসল রঙের সঙ্গে মিলিয়ে দেবে৷ ভারতীয় আবহাওয়ায় যে ধরনের টোন দেখা যায় ত্বকে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে ৩টি বিভিন্ন শেডে এটি পাওয়া যায়|
চোখের ক্ষেত্রে কোনও ভুল ধারণা রাখবেন না| ব্যবহার করুন ন্যুড বা সাদা আইশ্যাডো বা লাইনার
.jpg)
অনেকেরই ধারণা, কালো আইশ্যাডো বা আইলাইনার ব্যবহার করলে চোখ আকারে বড়ো বলে মনে হয়| কিন্তু এটি ঠিক ধারণা নয়| আমন্ড বাদামের আকারের চোখ দু’টিকে আরও আকর্ষক করে তুলতে ব্যবহার করুন সাদা বা ন্যুড আইলাইনার| নিচের পাতার রেখা বরাবর ছোট্ট একটা টান দিন আলতো হাতে, আপনার চোখ দু’টিকে দেখুন কেমন বড়ো দেখাচ্ছে৷ ব্যবহার করে দেখুন ‘ল্যাকমে অ্যাবসোলিউট ইলিউমিনেটিং আইশ্যাডো প্যালেট ইন সিলভার’ এবং উপভোগ করুন আপনার অতুলনীয় স্বাভাবিক সৌন্দর্য |
ভ্রূ-র দেখভাল করুন
.jpg)
ধনুকের ছিলার মতো একজোড়া বাঁকা ভ্রূ সারা পৃথিবীর মুগ্ধতা জিতে নেয় | একটু মোটা ভ্রূ ক্ষমতা রাখে আপনার চোখকে আরও আকর্ষক করে তোলার | দুটি ভ্রূর মাঝে দূরত্ব সামান্য বাড়লে আপনা থেকেই মনে হয় চোখ দু’টি যেন খানিকটা বেশি বড়ো| কালো রঙের ‘ল্যাকমে অ্যাবসোলিউট প্রিসিশন আই আর্টিস্ট আইব্রাও পেনসিল’ আপনার মুখে এই জাদুর ছোঁয়া নিয়ে আসে|
ল্যাশ কার্লার ব্যবহার করুন
.jpg)
চোখের পাতা স্টাইল স্টেটমেন্টের একটি বড়ো অঙ্গ| সুন্দর, বাঁকা, ঢেউখেলানো, দীর্ঘ চোখের পাতা আপনাকে আলাদা করে চিনিয়ে দেয় প্রচুর ভিড়ের মধ্যেও| চোখের পাতাগুলি আগার দিকে ধরে ওপরের দিকে বেঁকিয়ে রাখুন এমনভাবে, যাতে আপনার চোখকে ওপরে নীচে ঘিরে থেকে একটা অন্য মাত্রা এনে দেয়৷ নকল চোখের পাতা আপনি টাকা খরচ করে কিনে তাতে প্রচুর মাসকারা ব্যবহার করতেই পারেন| কিন্তু আমরা চাইব, আপনি কিনে নিন কালো রঙের ‘ল্যাকমে আইকনিক (eyeconic) ল্যাশ কার্লিং মাসকারা’ আর চোখের পাতাকে ঢেউ খেলিয়ে করে তুলুন আরও ঢের বেশি নিখুঁত সৌন্দর্যের |
চোখের ঠিক চারপাশে লাগান সামান্য গাঢ় রঙের দাগ
.jpg)
তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত চোখ আত্মবিশ্বাস প্রতিফলিত করে| এই ধরনের চাউনি পেতে গেলে চোখের বাইরের কোণগুলি সামান্য গাঢ় রঙে আঁকুন, যাতে চোখ দু’টিকে আকারে বড় দেখায় এবং তার ফলে আপনার চোখে ফিরে আসে সেই অন্তর্ভেদী দৃষ্টি| আমরা চাইব সৌন্দর্য বৃদ্ধি করতে আপনি বেছে নিন ‘ল্যাকমে অ্যাবসোলিউট মুনলিট হাইলাইটার’-এর কনট্যুর প্যালেট৷
Written by Ishani Roychoudhuri on Aug 17, 2018