স্থায়ী টেকসই মেকআপ চান? প্রাইমারের সাহায্য নিন আর বিদায় দিন টাচ-আপের ঝামেলাকে

Written by Manisha DasguptaNov 30, 2023
স্থায়ী টেকসই মেকআপ চান? প্রাইমারের সাহায্য নিন আর বিদায় দিন টাচ-আপের ঝামেলাকে

শিশিরভেজা স্নিগ্ধ ত্বক, লাল আভা দেওয়া গাল আর আকর্ষণীয় ব্রোঞ্জ লুক তৈরি করতে আয়নার সামনে ঘণ্টার পর ঘণ্টা কাটানোর মানে কী, যদি তা কিছুক্ষণের মধ্যেই ফিকে হয়ে যায়? এর চেয়ে বিরক্তিকর বোধহয় আর কিছু হয় না! সারাদিন ধরে, বিশেষ করে প্রচণ্ড গরমে, মেকআপ পরিপাটি রাখা খুব কঠিন। তবে আমরা নিয়ে এসেছি এই সমস্যা সমাধানের উপায়। দুপুরের মধ্যে যদি আপনার মেকআপ উঠে যেতে শুরু করে, তা হলে আপনার দরকার প্রাইমার! নাম শুনেছেন নিশ্চয়ই? যদি শুনে না থাকেন, তা হলে এক্ষুনি সংগ্রহে রাখুন। জেনে নিন প্রাইমার কীভাবে আপনার মেকআপ স্থায়ী করে নিমেষে বাড়িয়ে তুলতে পারে আপনার সৌন্দর্য!

 

ত্বক সুরক্ষিত রাখে

কীভাবে লাগাবেন

আপনার ত্বক আর মেকআপের মধ্যে প্রথম বাধা হল প্রাইমার। এটি মেখে নিলে মেকআপ ত্বকের রোমছিদ্র বন্ধ করতে পারে না, ফলে ব্রণর উৎপাতও অনেক কমে যায়। তা ছাড়া প্রাইমার ত্বককে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি আর দূষণের হাত থেকেও রক্ষা করে। ত্বকের পক্ষে এটি আশীর্বাদের মতো!

 

ত্বকের সমস্যা কমায়

কীভাবে লাগাবেন

প্রাইমার নিছক একটি মেকআপ প্রডাক্ট নয়! মেকআপ স্থায়ী করার পাশাপাশি ত্বক সুস্থ সুন্দর রাখতেও প্রাইমারের ভূমিকা রয়েছে। ভিটামিন ও নিউট্রিয়েন্টে ভরা প্রাইমার ত্বকের টেক্সচার উন্নত করে ত্বক তরুণ আর উজ্জ্বল রাখে। তেলতেলে ত্বকের জন্য জেল-বেসড প্রাইমার বিশেষভাবে ভালো, কারণ এটি রোমছিদ্র আর সূক্ষ্ম রেখাগুলোকে ফুটে উঠতে দেয় না।

 

মেকআপ ভালো রাখে

কীভাবে লাগাবেন

মসৃণ, জেল্লায় ভরপুর ত্বক চান? প্রাইমারই আপনার সমাধান। কোনও বাড়তি ঝামেলা ছাড়াই এটি আপনাকে দেয় নিখুঁত আর স্থায়ী মেকআপ। মুখের দাগছোপ হালকা করে দিয়ে এটি ত্বকের রং সমান করে দেয়, আপনি পেয়ে যান মসৃণ ফিনিশ। এমনকী, নো মেকআপ লুক চাইলেও প্রাইমার লাগিয়ে নিন, ত্বক সমান আর মসৃণ হয়ে উঠবে, দেখাবেও স্বাস্থ্যোজ্জ্বল।

 

কীভাবে লাগাবেন

কীভাবে লাগাবেন

প্রাইমারের গুণ তো জানলেন, এবার তার পুরো ফায়দা তোলার জন্য তা সঠিকভাবে লাগাতেও জানতে হবে। ত্বক পরিষ্কার করে টোনার আর ময়শ্চারাইজার মেখে নেওয়ার পর মটরদানা আয়তনের প্রাইমার নিয়ে সারা মুখে ছোট ছোট ফোঁটায় লাগিয়ে মেখে নিন। তারপর বেস মেকআপ করুন। আমাদের পছন্দ ল্যাকমে অ্যাবসলিউট ব্লার পারফেক্ট প্রাইমার Lakmé Absolute Blur Perfect Primer কারণ এটি একই সঙ্গে ময়শ্চারাইজার, প্রাইমার ও প্রোটেক্টর। এই প্রাইমারটি আপনাকে নিখুঁত বেস দেয়, মেকআপ সারাদিন স্থায়ী হয়। পাশাপাশি এটি ওয়াটারপ্রুফ এবং ম্যাট ফিনিশ দেওয়ায় তেলতেলে ত্বকের পক্ষে আদর্শ! আর কী চাই!

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
878 views

Shop This Story

Looking for something else