শীত মানেই বিয়ের মরশুম। আর দিদি, বোন বা খুব কাছের বান্ধবীর বিয়ে মানেই আপনার হাতে নিতকনে হওয়ার সুযোগ! নিতকনে হতে গেলে অবশ্য অনেকগুলো বাড়তি দায়িত্ব পালন করতে হয়। কনের জন্য সেরা শাড়িটা বাছাই, মেকআপ লুক কেমন হবে ঠিক করা, ম্যাচিং গয়না গুছিয়ে রাখা, কাজ কি একটা? বিয়ের আগে থেকেই নানান দায়িত্ব আর বিয়ের দিন সমস্ত কাজকর্ম সেরে যখন নিজে আয়নার সামনে সাজতে বসবেন, তখন হয়তো দেখলেন নিজের জন্য কিছুই ঠিক করা হয়নি! এর থেকে বড় বিপত্তি আর কী আছে!

আমরা এই সমস্যার কথা জানি, আর সেজন্যই আপনার মুশকিল আসান করতে এগিয়ে এসেছি। নিতকনে হিসেবে যেহেতু সারাটা দিন আপনার যথেষ্ট খাটাখাটনি গেছে, তাই খুব চড়া সাজগোজ না করাই ভালো। বরং বেছে নিন হালকার ওপরে নজরকাড়া হেয়ারস্টাইল আর মেকআপ লুক। তাতে সামলানো সহজ হবে, আর ট্রেন্ডের সঙ্গে পা মেলানোও হবে! আপনাদের সুবিধের জন্য রইল কিছু সেলিব্রিটি মেকআপ লুক। যে কোনও একটা লুক বেছে নিতে পারেন আপনার নিতকনের সাজের জন্য।

 

ওয়েভি কার্ল, নরম আইশ্যাডো

ওয়েভি কার্ল, নরম আইশ্যাডো

ফোটো সৌজন্য: @krystledsouza

জমকালো শাড়ি বা লেহেঙ্গা পরার প্ল্যান থাকলে চুলে স্বাভাবিক কার্ল করিয়ে নিন। এই প্রথমবার কার্ল করাবেন চুল? তা হলে নিজে না করে পার্লার থেকে করানোই ভালো, কারণ নিজে এক্সপেরিমেন্ট করতে গেলে ব্যাপারটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মেকআপ রাখুন হালকা আর স্নিগ্ধ। শাড়ি বা লেহেঙ্গার শেডের সঙ্গে মিলিয়ে আইশ্যাডো বুলিয়ে নিন চোখের ওপর পাতায়।

 

ফুল জড়ানো খোঁপা, নিউট্রাল মেকআপ

ফুল জড়ানো খোঁপা, নিউট্রাল মেকআপ

ফোটো সৌজন্য: @tarasutaria

বিয়ে চলাকালীনও নিতকনেকে হাজাররকমের কাজ করতে হয়। তাই চুল যেন মুখেচোখে না পড়ে সেটা নিশ্চিত করা দরকার। চুল বেঁধে রাখুন ছিমছাম খোঁপায়। চুল আকর্ষণীয় করে তুলতে ফুলের টাটকা মালা জড়িয়ে নিতে পারেন, বা গোলাপ গুঁজে দিতে পারেন। আপনার পোশাক যে রঙেরই হোক, নিউট্রাল মেকআপ করলে সুন্দর দেখাবে।

 

পরিপাটি চুল, গোল্ডেন স্মোকি চোখ

পরিপাটি চুল, গোল্ডেন স্মোকি চোখ

ফোটো সৌজন্য: @mrunalofficial2016

মৃণাল ঠাকুরের রিসেপশন পার্টির ছবি দেখে উৎসাহিত হতে পারেন! শাড়িতে চমৎকার দেখাচ্ছে তাঁকে। জমকালো চোকার নেকলেস পরুন, চুল পরিপাটি করে ছেড়ে রাখুন। রোজকার স্মোকি আই মেকআপের বদলে বেছে নিন সোনালি শিমার দেওয়া লুক! অল্প মেকআপেই দারুণ সুন্দর দেখাবে।

 

স্নিগ্ধ মেকআপ, সঙ্গে পনিটেল

স্নিগ্ধ মেকআপ, সঙ্গে পনিটেল

ফোটো সৌজন্য: @fatimasanashaikh

প্রিয় বান্ধবীর বিয়েতে পনিটেল? ভেবে মনটা খুঁতখুঁত করছে? পনিটেল কিন্তু দারুণ স্মার্ট আর সুন্দর দেখাতে পারে! শুধু মানানসই অ্যাকসেসরি দিয়ে সাজিয়ে নিন তাকে। হালকা স্নিগ্ধ মেকআপ আর হালকা গোলাপি লিপস্টিকে হয়ে উঠুন অপরূপা!

 

হাফ-আপ চুল, লাল লিপস্টিক

হাফ-আপ চুল, লাল লিপস্টিক

ফোটো সৌজন্য: @realhinakhan

যাঁদের চুল ছোট, তাঁরা বিয়ের সনাতনী সাজে সাজতে চাইলে চুলটা হিনা খানের মতো হাফ-আপ, হাফ-ডাউন করে বেঁধে নিতে পারেন। মেকআপ বেস রাখুন হালকা, ঠোঁটে পরুন গাঢ় লাল লিপস্টিক। চোখের পাতায় দু' কোট মাস্কারা লাগিয়ে নিলেই আপনার সাজ কমপ্লিট!