বিয়ের কনে হওয়ার কী ঝামেলা, তা আমরা হাড়ে হাড়ে জানি! কত কিছুর খেয়াল যে রাখতে হয়! বিয়ের আগের অসংখ্য কাজ আর দায়িত্বের মধ্যে আপনি ডুবে যাওয়ার আগে কথাটা সেরে ফেলি। কথা হচ্ছে সাজগোজ অর্থাৎ মেকআপ নিয়ে। বিয়ের দিন মেকআপের সময় অনেক ভুল কনেরা অজান্তেই করে ফেলেন, যার জন্য সাজটা ঠিকমতো হয় না। এমনই পাঁচটা মেকআপের ভুল জানিয়ে দিচ্ছি আমরা। বিয়ের দিন মেকআপ করার সময় এড়িয়ে চলুন এ সব ভুল আর প্রতিটি ছবিতেই হয়ে উঠুন স্বপ্নসুন্দরী!
- 01. ওয়াটারপ্রুফ মাস্কারা ব্যবহার না করা
- 02. মেকআপ ট্রায়াল না দেওয়া
- 03. লং-লাস্টিং মেকআপ ব্যবহার না করা
- 04. নতুন প্রডাক্ট নিয়ে এক্সপেরিমেন্ট
- 05. বডি মেকআপ বাদ দেওয়া
01. ওয়াটারপ্রুফ মাস্কারা ব্যবহার না করা

Image Courtesy: @rashisehgalofficial
বিয়ের আসরে অনেক কনেই একটু আবেগতাড়িত হয়ে পড়েন স্বাভাবিকভাবেই। আপনি যদি তাঁদের দলে নাও পড়েন, তবু সাবধান থাকা ভালো! যদি আপনার মাস্কারা ওয়াটারপ্রুফ না হয়, তা হলে কিন্তু সারা মুখে কালি লেগে যাবে! কাজেই বিয়ে হোক বা বউভাত, মাস্কারা হতেই হবে ওয়াটারপ্রুফ।
02. মেকআপ ট্রায়াল না দেওয়া

ফোটো সৌজন্য: @makeupbymausam
কী ধরনের মেকআপে আপনাকে সবচেয়ে সুন্দর দেখাবে, তা বুঝতে মেকআপ আর্টিস্টের কাছে বিয়ের আগেই একটা ট্রায়াল দিন। তাতে মেকআপ আর্টিস্টের দক্ষতা সম্পর্কেও একটা ধারণা পেয়ে যাবেন, মেকআপে দরকারমতো অদলবদলও করতে পারবেন।
03. লং-লাস্টিং মেকআপ ব্যবহার না করা

ফোটো সৌজন্য: @makeupbymausam ভারতীয় বিয়ের আসর চলতে থাকে অনেকক্ষণ ধরে। তাই শুধুমাত্র লং-ওয়্যার মেকআপই ব্যবহার করুন। কারণ বারবার লিপস্টিক পরার বা আইব্রো ঠিক করে নেওয়ার সময় আপনার নাও থাকতে পারে। ঠোঁটের জন্য ব্যবহার করুন ল্যাকমে অ্যাবসলিউট ম্যাট মেল্ট লিকুইড লিপ কালার - সাওয়ার চেরি/Lakmé Absolute Matte Melt Liquid Lip Colour - Sour Cherry , এর পিগমেন্টেশন যথেষ্ট গাঢ় আর সেই সঙ্গে এটি স্থায়ী হয় টানা 16 ঘণ্টা। ময়শ্চারাইজারের গুণ থাকার কারণে এই লিপস্টিকে আপনার ঠোঁট শুকনো হয় না, ফাটেও না। 25টি দারুণ হালকা ও গাঢ় ম্যাট টেক্সচার্ড শেডে পাওয়া যায় এই লিপস্টিকটি।
04. নতুন প্রডাক্ট নিয়ে এক্সপেরিমেন্ট

বিয়ের দিনে যে কোনওরকম অ্যাডভেঞ্চার থেকে বিরত থাকুন। নতুন প্রডাক্ট ব্যবহার করতে গেলে ত্বকে ব্রণ বেরোতে পারে, অ্যালার্জি দেখা দেওয়াও বিচিত্র নয়। চেনাজানা, আগে ব্যবহার করেছেন, এমন প্রডাক্টই ব্যবহার করুন।
05. বডি মেকআপ বাদ দেওয়া

Image Courtesy: @merakibyritika
মেকআপ শুধু মুখে সীমাবদ্ধ রাখলেই চলবে না। মেকআপ আর্টিস্টকে কলারবোন অর্থাৎ গলার হাড়, আর গলাতেও মেকআপ করতে দিন, যাতে লুকটা সমান দেখায়। শরীরে যদি কোনও দাগছোপ, ক্ষতচিহ্ন থাকে, তা হলে ইচ্ছে করলে তা মেকআপ দিয়ে ঢেকে দিতে পারেন।
Image Courtesy: @saaraaofficial
Written by Manisha Dasgupta on Dec 18, 2021
Author at BeBeautiful.