সে দিন গেছে যখন কনে বউয়ের পোশাকের রং বাছতে গেলে বাধ্যতামূলকভাবে লাল বেছে নিতে হত! আজকের দিনে অনেক কনেই বিয়ের দিনের জন্য প্যাস্টেল বা বেইজের মতো আধুনিক রং পছন্দ করছেন। কিন্তু জানেন কি এই 2021 সালে শাড়ি বা লেহঙ্গার কোন রংটি কনেদের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে চলেছে? হ্যাঁ, সোনালি! সোনালি শাড়ি বা লেহঙ্গায় আপনাকে স্বপ্নসুন্দরী মনে হবে এ ব্যাপারে কোনও সন্দেহই নেই, কিন্তু এই রঙের পোশাকের সঙ্গে মানানসই মেকআপ লুক বেছে নেওয়াটা একটু মুশকিলের হতে পারে। সোনারঙের পোশাকের সঙ্গে কেমন মেকআপ করবেন যদি ভেবে না পান, তা হলে আমরা হাত বাড়িয়ে দিচ্ছি সাহায্যের।
সোনালি পোশাকের সঙ্গে মানানসই পাঁচটি মেকআপ লুক হাজির করছি আমরা। ট্রাডিশনাল মেকআপ লুকই বাছুন, বা একটু এক্সপেরিমেন্ট করতে চান, আমাদের তালিকায় রয়েছে সবই!
- 01. ব্রাউন মনোটোন মেকআপ
- 02. স্টেটমেন্ট পাউট
- 03. চোখের পাতায় বার্গান্ডি
- 04. ব্রোঞ্জ গ্লিটার
- 05. কালো স্মোকি চোখ আর ন্যুড ঠোঁট
01. ব্রাউন মনোটোন মেকআপ

ফোটো সৌজন্য: @imounioy
খয়েরি বা ব্রাউন এমন একটা রং যা সোনালি পোশাকের সঙ্গে দারুণ মানায় তো বটেই, পাশাপাশি বেশিরভাগ ভারতীয় মেয়ের গায়ের রঙের সঙ্গেও মানিয়ে যায়। শিমারি ব্রাউন চোখের পাতা থেকে শুরু করে নিখুঁত কনট্যুর করা চিকবোন, ম্যাট ব্রাউন ঠোঁট, সব মিলিয়ে এই মেকআপ লুকটি থেকে একটা চাপা আবেদন যেন বিচ্ছুরিত হচ্ছে, যা আমাদের দারুণ পছন্দের!
02. স্টেটমেন্ট পাউট

ফোটো সৌজন্য: @gauaharkhan
সনাতনী পোশাকের সঙ্গে সাহসী ঠোঁটের মেকআপ করতে চান? তা হলে বেছে নিন গওহর খানের এই লুকটি। টকটকে লাল ঠোঁট গওহরের মুখে এক অনবদ্য উজ্জ্বলতা এনে দিয়েছে, অন্যদিকে বাকি মুখের মিনিমাল মেকআপ তাঁর শাড়ি, গয়না আর সাহসী লিপস্টিকের সঙ্গে সুন্দর ভারসাম্য বজায় রেখেছে!
03. চোখের পাতায় বার্গান্ডি

ফোটো সৌজন্য: @dollyouup_bys
রোজ গোল্ড বা ডাস্টি গোল্ড শাড়ি বা লেহঙ্গা পরার প্ল্যান থাকলে চোখের পাতায় ছুঁইয়ে নিন উষ্ণ রং। আমরা তো এই ম্যাট বার্গান্ডি স্মোকি চোখের প্রেমে পড়ে গেছি!যে সব কনে বেশি মেকআপ পছন্দ করেন না, তাঁদের প্রত্যেকের পছন্দ হবে আর্দ্র ত্বক, গালের স্বাভাবিক গোলাপি আভা আর ক্রিম ম্যাট মভ ঠোঁটের সঙ্গে বার্গান্ডি জুটির মিশেলে তৈরি এই অসাধারণ বিয়ের মেকআপ লুকটি।
04. ব্রোঞ্জ গ্লিটার

ফোটো সৌজন্য: @shaadisaga
রিসেপশনে, আশীর্বাদে বা ককটেল পার্টিতে যাঁরা সোনালি পোশাক পরবেন, তাঁদের জন্য আদর্শ এই ব্রোঞ্জ গ্লিটার মেকআপ লুক। চোখের মেকআপ যদি এমন করেন, তা হলে বাকি লুকটা একদম মিনিমাল রাখবেন যাতে ব্যালান্স বজায় থাকে।
05. কালো স্মোকি চোখ আর ন্যুড ঠোঁট

ফোটো সৌজন্য: @sonamkapoor
চিরায়ত কালো স্মোকি চোখ আর ন্যুড ঠোঁটের জুটি কখনও আউট অফ ফ্যাশন হতেই পারে না! যদি পরীক্ষিত এবং প্রমাণিত মেকআপ ট্রেন্ডের রাস্তায় হাঁটতে চান, তা হলে আপনার সোনালি পোশাকের সঙ্গে খুব সুন্দর মানিয়ে যাবে এই ক্লাসিক মেকআপ লুক।
মূল ফোটো সৌজন্য: @sonamkapoor এবং @kiaraaliaadvani
Written by Manisha Dasgupta on Nov 04, 2021
Author at BeBeautiful.