বিয়েবাড়ির মরশুম চলছে পুরোদমে! আর সেই মরশুমে আপনি কনে হোন বা নিতকনে, অথবা এমনিই বিয়েবাড়ির অতিথি, সাজগোজের সময় রূপচর্চার একটা জরুরি জিনিসের কথা ভুলে যাওয়া স্বাভাবিক, আর সেটা হল নেল পলিশ। যেহেতু কাছের আত্মীয়ের বিয়ে মানেই মোটামুটি এক সপ্তাহের ধাক্কা, তাই নখের রংও অন্তত কয়েকবার বদলাতেই হবে যাতে আপনার আঙুলও আপনার পোশাকের মতোই নজরকাড়া হয়ে ওঠে। ন্যুড, ব্রাইট, বোল্ড, যেমন নেল পলিশ শেডই আপনার পছন্দ হোক না কেন, আমরা বেছে এনেছি পাঁচটি দুর্দান্ত শেড যা সব ভারতীয় গায়ের রঙের উপযোগী আর আপনার পোশাকের সঙ্গেও মানাবে চমৎকার!

 

স্পার্কলিং পিঙ্ক

স্পার্কলিং পিঙ্ক

বিয়েবাড়ির জন্য উজ্জ্বল গোলাপি সবসময়ই মানানসই, আর তাতে যদি একটু স্পার্কল থাকে, তা হলে নখের লুকটাই বদলে যায়। যাঁদের দীর্ঘ ম্যানিকিওর করানোর সময় নেই, তাঁদের জন্য ল্যাকমে কালার ক্রাশ নেল আর্ট - এস ওয়ান/ Lakme Color Crush Nail Art - S1 আদর্শ। এই শেডটি সব গায়ের রঙের সঙ্গে মানানসই, তাই এই বিয়ের মরশুমে অবশ্যই ট্রাই করে দেখুন!

 

পিচ ঘেঁষা ন্যুড

পিচ ঘেঁষা ন্যুড

ন্যুড স্টাইল কখনও পুরনো হয় না, তাই না? তবে যখনই কোনও অনুষ্ঠানের জন্য সেজে উঠবেন, তখন আপনার পছন্দের ন্যুডে একটু পিচ যোগ করলেই পোশাকের সঙ্গে মানিয়ে যাবে। ল্যাকমে নাইন টু ফাইভ প্রাইমার+গ্লস নেল কালার - পিচ ব্লসম/ Lakme 9 to 5 Primer + Gloss Nail Colour - Peach Blossom আপনার দিকেই সবার নজর আকৃষ্ট করবে।

 

শিমার গোল্ড

শিমার গোল্ড

সোনার ছোঁয়া ছাড়া কি বিয়েবাড়ির সাজ হয়? তাই এই মরশুমে মিনিমাল লুক করলেও নখকে দিন নতুন ভাষা। ল্যাকমে অ্যাবসলিউট জেল স্টাইলিস্ট নেল কালার - ট্রেজার/Lakme Absolute Gel Stylist Nail Color - Treasure -এর চোখধাঁধানো সোনালি রং যে কোনো পোশাকেই মানানসই।

 

উজ্জ্বল লাল

উজ্জ্বল লাল

ক্লাসিক শেড যদি আপনার পছন্দ হয়, তা হলে বিয়ের মরশুমে লাল শেড রাখতেই হবে সংগ্রহে। লাল রঙের পোশাক পরুন বা না পরুন, ল্যাকমে নাইন টু ফাইভ প্রাইমার+গ্লস নেল কালার - রেড স্প্ল্যাশ/Lakme 9 to 5 Primer + Gloss Nail Colour - Red Splash দিয়ে রাঙিয়ে নিন নখ।

 

গাঢ় ওয়াইন

গাঢ় ওয়াইন

যাঁরা আঙুলে নজরকাড়া সাহসী শেড পরতে চান, তাঁরা বেছে নিন গাঢ় ওয়াইন রঙের নেল পলিশ যেমন ল্যাকমে নাইন টু ফাইভ প্রাইমার+গ্লস নেল কালার - বেরি বিজনেস/ Lakme 9 to 5 Primer + Gloss Nail Color - Berry Business। এই দুর্দান্ত রংটি যে কোনও গায়ের রঙের সঙ্গে মানিয়ে যাবে, এমনকী হালকা পোশাকের পক্ষেও এই শেডটি আদর্শ।