বলিউডের সুইটহার্ট আলিয়া ভাট অভিনয়ে তাঁর পারদর্শিতা প্রমাণ করেছেন বহুবার, আর আমরাও তাঁর যথেষ্টই গুণমুগ্ধ! শুধু কি অভিনয়, আলিয়ার কেতাদুরস্ত পোশাক আর ওয়ার্ড্রোব নজর কেড়ে নিয়েছে বারবার, আর তাঁর মোমের মতো পালিশ করা নিখুঁত জেল্লাদার ত্বকও আমাদের বড্ড প্রিয়! সম্প্রতি আমরা পেয়ে গেছি আলিয়ার স্কিনকেয়ার রুটিন, আর সত্যি বলতে কি, সেই রুটিন মেনে চলাটা খুব একটা কঠিনও নয়! আলিয়ার জেল্লাদার কোমল ত্বকের পরিচর্যার রুটিন আমরা হাজির করছি আপনাদের সামনে! লিখে রাখুন!
- 01. ত্বকের প্রস্তুতি
- 02. আন্ডার-আই ক্রিম
- 03. ভীষণ জরুরি নিয়াসিনামাইড
- 04. ক্যাফিন যখন বন্ধু
- 05. ঘরোয়া ফেস প্যাক
01. ত্বকের প্রস্তুতি

যে কোনও ভালো স্কিনকেয়ার রুটিনের মতোই এ ক্ষেত্রেও কোনও প্রডাক্ট মাখার আগে ত্বক প্রস্তুত করে নেওয়াটা খুব দরকার। আলিয়াও সে কথা জানেন। তাই প্রথমেই তিনি মুখ ফেস মিস্ট দিয়ে ভিজিয়ে নেন, তারপর ফেস রোলার দিয়ে মুখ মাসাজ করেন। এতে ত্বকে রক্ত সংবহন উন্নত হয়, মুখের ফোলাভাব কমে।
02. আন্ডার-আই ক্রিম

সারাক্ষণ যাঁকে ক্যামেরা আর ফ্ল্যাশলাইটের ঝলকানির সামনে থাকতে হয়, তাঁর চোখের কোলে কালি বা ফোলা আই ব্যাগ থাকলে চলে না। সে জন্যই আলিয়া হ্যালুরনিক অ্যাসিড আর অ্যালো ভেরা সমৃদ্ধ আই ক্রিম ব্যবহার করেন যাতে চোখ বড় আর উজ্জ্বল দেখায়।
03. ভীষণ জরুরি নিয়াসিনামাইড

নিষ্প্রভ, অসমান, প্রদাহযুক্ত ত্বকের জন্য নিয়াসিনামাইড খুবই উপকারী। অসামান্য এই উপাদানটিকে আলিয়া নিজের বিউটি রুটিনে ঢুকিয়ে নিয়েছেন যা তাঁর ত্বক আর্দ্র রাখে আর ত্বকে এনে দেয় দারুণ এক জেল্লা। আর একটা আকর্ষণীয় তথ্য হল, হাত আর গলার জন্যও আলিয়া নিয়াসিনামাইড যুক্ত ক্রিম ব্যবহার করেন।
04. ক্যাফিন যখন বন্ধু

তরতাজা চনমনে থাকতে আমাদের সকলেরই কিছুটা ক্যাফিন দরকার, কিন্তু আলিয়া গোটা ব্যাপারটাকে অন্য স্তরে নিয়ে গেছেন। মুখের ফোলাভাব কমাতে তিনি মুখে ক্যাফিন সলিউশন মাখেন এবং তাতে দারুণ উপকারও পান! মুখে, বিশেষ করে মুখের ফোলা আর ইনফ্লেমড অংশে ক্যাফিন লাগালে জায়গাটায় রক্ত সংবহন উন্নত হয়, ফলে ইনফ্লামেশন কমে যায়।
05. ঘরোয়া ফেস প্যাক

শিট মাস্কের ব্যাপারে ঝোঁক থাকা সত্ত্বেও আলিয়া ঘরোয়া টোটকার কথাও মাথায় রাখেন, এবং তাঁর একটি নিজস্ব ঘরোয়া ফেস প্যাক রেসিপি রয়েছে। পেঁপে বা গুঁড়ো করা কমলালেবুর খোসার সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগান তিনি, 15 মিনিট রাখার পর ধুয়ে ফেলেন, আর পেয়ে যান নিখুঁত জেল্লাদার ত্বক।
সব ফোটোর সৌজন্য: @aliaabhatt
Written by Manisha Dasgupta on Oct 29, 2021
Author at BeBeautiful.