দিশা পাটানির কথা মনে পড়লে প্রথমেই চোখে ভেসে ওঠে তাঁর সুগঠিত ছিপছিপে শরীর, আর তাঁর উজ্জ্বল ঝকঝকে ত্বক। তাই তাঁর ত্বক পরিচর্যার রুটিন একটু খুঁটিয়ে দেখে আপনাদের সামনে হাজির করছি আমরা, যা 'আপনার মুখেও এনে দেবে দিশা পাটানির উজ্জ্বলতা!"

 

1) ত্বকের যত্ন করুন সহজ ও ধারাবাহিক পদ্ধতিতে

1) ত্বকের যত্ন করুন সহজ ও ধারাবাহিক পদ্ধতিতে

Image courtesy: @dishapatani 

ক্লেনজিং, টোনিং আর ময়শ্চারাইজিংয়ের সহজ রুটিনেই আস্থা রাখেন দিশা পাটানি, আর প্রতিদিন নিয়ম করে এই রুটিন মেনে চলেন। কারণ যে কোনও ভালো জিনিসের থেকে সম্পূর্ণ উপকারিতা পেতে হলে ধারাবাহিকতাই একমাত্র চাবিকাঠি। মুখের জন্য দিশা হালকা ময়শ্চারাইজার বা তেল ব্যবহার করেন, তাতে তাঁর ত্বক কোমল আর আর্দ্র থাকে।

 

2) পিল অফ মাস্ক

2) পিল অফ মাস্ক

Image courtesy: @dishapatani 

সাধারণত জটিল ত্বক পরিচর্যার পদ্ধতি এড়িয়েই চলেন দিশা। তবে প্রতি সপ্তাহান্তে একটি পিল অফ মাস্ক ব্যবহার করেন তিনি, যা তাঁর মুখের রোমছিদ্র পরিষ্কার করে নিমেষে ত্বক উজ্জ্বল করে তোলে।

 

3) জলই জীবন!

3) জলই জীবন!

Image courtesy: @dishapatani 

এ কথাটা আমরা আগেও শুনেছি, কিন্তু দিশা পাটানির মুখের দীপ্তি দেখে মনে হচ্ছে এক্ষুনি এক কলসি জল খেয়ে ফেলি! ত্বক আর্দ্র রাখতে দিশা প্রচুর পরিমাণে জল খান, আর জিমে গা ঘামিয়ে টক্সিন বের করে দেন। স্বাভাবিভাবেই ব্যায়াম করে বেরোনোর পর দিশার মুখ থেকে যেন আলো ঠিকরে বেরোয়!

 

4) ধুয়ে ফেলুন মেকআপ আর সেই সঙ্গে দুশ্চিন্তা!

4) ধুয়ে ফেলুন মেকআপ আর সেই সঙ্গে দুশ্চিন্তা!

Image courtesy: @dishapatani 

বহুবার নানা জায়গায় দিশা পাটানি তাঁর ত্বকের সৌন্দর্যের অন্যতম গোপন রহস্যের কথা জানিয়েছেন। যে কোনও অনুষ্ঠান থেকে ফিরেই দিশা সমস্ত মেকআপ তুলে ফেলেন, এবং বেশিরভাগ দিনে মেকআপ পারতপক্ষে করেনই না। মেকআপ পরিষ্কার করলে বন্ধ রোমছিদ্র খুলে যায়, ত্বক স্বচ্ছ পরিষ্কার থাকে। মেকআপ তোলার পর ময়শ্চারাইজার মেখে নেন দিশা, আর সারাক্ষণই লিপ বাম লাগিয়ে রাখেন।

 

5) ত্বকেই লুকোনো স্বাস্থ্যের জেল্লা

5) ত্বকেই লুকোনো স্বাস্থ্যের জেল্লা

Image courtesy: @dishapatani 

আপনার শরীর কেমন আছে, তা বোঝা যায় আপনার ত্বক দেখলে। তাই স্বচ্ছ উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য দিশা জোর দেন স্বাস্থ্যকর আর পরিচ্ছন্ন খাওয়া দাওয়ার ওপরে। বেশিরভাগ দিনেই তাঁর খাদ্যতালিকায় জায়গা করে নেয় ফল, বাদামের মতো প্রোটিন আর ভিটামিনে সমৃদ্ধ খাবার আর সবুজ শাকসবজি। একদম শেষে একটা জরুরি পরামর্শ! মাঝেমধ্যে এক আধদিন আপনার ব্রণ বেরোতেই পারে, বা ত্বক নিষ্প্রাণ দেখাতেই পারে। কিন্তু তার জন্য মাথা খারাপ করবেন না, বরং পরিস্থিতির ওপরে কড়া নিয়ন্ত্রণ রাখুন। যেমন এই মুহূর্তে লেডিজ নাইট নয়, বরং দিশার স্কিনকেয়ার টিপস মেনে বন্ধুদের সঙ্গে স্কিনকেয়ার নাইট উদযাপন করব আমি! আপনি কি থাকবেন আমাদের সঙ্গে?