রোজ সকালে ঘুম থেকে উঠে আয়নায় তাকিয়ে মুখ যদি ঝকঝকে উজ্জ্বল আর নরম মসৃণ দেখায়, মনটাই ভালো হয়ে যায়! এমন ত্বক পাওয়ার জন্যই তো এতরকমের যত্ন, এতরকমের পরিচর্যা, কোন প্রডাক্ট ত্বকের ওপর কেমন কাজ করবে তা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা গবেষণা! কিন্তু এত কিছু করা সত্ত্বেও মনের মতো ফল পাচ্ছেন না? তা হলে কিন্তু ব্যাপারটা নিয়ে ভাবার আছে!
তবে দুশ্চিন্তার কিছু নেই! অন্য সব কিছুর মতোই এ সমস্যার সমাধানও রয়েছে আমাদের কাছে। সকালে ঘুম থেকে উঠেই যাতে আপনি দীপ্তিময় ত্বক পান, তার জন্য আমরা তৈরি করেছি একটা দারুণ কাজের গাইডলাইন! রাতের ত্বক পরিচর্যা করার সময় মেনে চলুন এই গাইডলাইন, হাতেনাতে ফল পাবেন! দেখে নিন নিজেই...

ধাপ 01: মুখ খুব ভালোভাবে পরিষ্কার করার পর টোনার লাগানো জরুরি। এতে ত্বকের পিএইচ ভারসাম্য বজায় থাকে, রোমছিদ্রগুলো টানটান, সংকুচিত থাকে আর সবচেয়ে বড়ো কথা, ত্বক পরিচর্যার উপাদানগুলি ত্বকে ঠিকঠাক শোষিত হতে পারে।
ধাপ 02: এবার ত্বকে আর্দ্রতা জোগানোর পালা। বেছে নিন হাইড্রেশন বাড়ানোর সিরাম। ল্যাকমে অ্যাবসলিউট আর্গান অয়েল র্যাডিয়্যান্স ওভারনাইট অয়েল-ইন সিরাম/Lakme Absolute Argan Oil Radiance Overnight Oil-in-Serum খুব ভালো কাজ করে। এই সিরাম বেশ হালকা টেক্সচারের, ফলে সক্রিয় উপাদানগুলি ত্বকের গভীরে ঢুকে যায় সহজেই, আর সারা রাত ত্বক আর্দ্র থাকে।
ধাপ 03: এর পরের ধাপে আই ক্রিম থাকতেই হবে! কে চায় সকালবেলা চোখের কোলে কালি আর ফোলা চোখের কোল নিয়ে ঘুম থেকে উঠতে? কাজেই ব্যবহার করুন হাইড্রেটিং আই ক্রিম। বেছে নিন ডার্মালজিকা টোটাল আই কেয়ার/Dermalogica Total Eye Care, হালকা হাতে চেপে চেপে লাগিয়ে নিন।
ধাপ 04: এবার একটা ঘন আর পুষ্টিদায়ক নাইট ক্রিম মাখার পালা। ত্বক পরিচর্যার শেষ ধাপ হিসেবে পন্ডস ফ্ললেস র্যাডিয়্যান্স ডার্মা+নাইট ক্রিম/Ponds Flawless Radiance Derma + Night Cream বেছে নিন। এতে সমস্ত প্রডাক্ট ত্বকের গভীরে সিল হয়ে যাবে, আর আপনার ত্বক পাবে প্রয়োজনীয় আর্দ্রতা। স্বাভাবিকভাবেই সকালে ত্বক থাকবে কোমল তুলতুলে!
Written by Manisha Dasgupta on Nov 09, 2020