আপনি কি কখনও-সখনও ত্বক পরিচর্যার রুটিন থেকে এক্সফোলিয়েশন বাদ দেন? তা হলে এখনই সচেতন হয়ে উঠুন৷ স্বাস্থ্যোজ্জ্বল আর পরিষ্কার ত্বকের জন্য প্রতি সপ্তাহে একবার করে এক্সফোলিয়েশন অত্যন্ত জরুরি৷ তার কারণ জানতে চান?
আমরা পাঁচটি কারণ জানাতে পারি, যাতে পরিষ্কার বুঝতে পারবেন নিয়মিত এক্সফোলিয়েশনের অভ্যেস কীভাবে আপনার ত্বকে ম্যাজিকের মতো কাজ করে|
# ১ ত্বকের গভীরে গিয়ে ত্বক পরিষ্কার করে
# ২ রক্ত চলাচল উন্নত করে
# ৩ ত্বককে টানটান করে
# ৪ দাগছোপের মোকাবিলা করে
# ৫ ত্বক স্বাস্থ্যোজ্জ্বল রাখতে সহায়তা করে
- # ১ ত্বকের গভীরে গিয়ে তা পরিষ্কার করে
- # ২ রক্ত চলাচল উন্নত করে
- # ৩ ত্বককে টানটান করে
- # ৪ দাগছোপের মোকাবিলা করে
- # ৫ ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখতে সহায়তা করে
# ১ ত্বকের গভীরে গিয়ে তা পরিষ্কার করে

বাড়তি ময়লা, তেল আর অশুদ্ধি দূর করার সেরা উপায় হল ত্বককে এক্সফোলিয়েট করা| ত্বকে বাড়তি মৃত কোষ থাকলে এক্সফোলিয়েশন সেটিকেও নির্মূল করে আর আপনাকে দেয় কাচের মতো পরিচ্ছন্ন আর স্বচ্ছ ত্বক|
# ২ রক্ত চলাচল উন্নত করে

রক্ত সংবহনের মাধ্যমেই ত্বক পায় প্রয়োজনীয় অক্সিজেন আর পুষ্টি| এক্সফোলিয়েশনের ফলে বাড়ে রক্ত চলাচলের হার| ফলে অনুজ্জ্বল, রুক্ষ ত্বক হয়ে ওঠে ঝকঝকে আর উজ্জ্বল৷
# ৩ ত্বককে টানটান করে

ত্বকের এক্সফোলিয়েশন করলে মুখে চট করে বয়সের ছাপ পারে না| এটি সুচারুভাবে ত্বকের বন্ধ হয়ে যাওয়া ছিদ্রগুলিকে পুনরায় খুলে দেয় এবং সঙ্কুচিত করতে সাহায্য করে| ফলে আপনার ত্বককে দেখায় আগের চেয়ে অনেক বেশি তরুণ!
# ৪ দাগছোপের মোকাবিলা করে

এক্সফোলিয়েশন ত্বককে শুধু পরিষ্কারই করে না, পিগমেন্টেশন ফিকে করে দেয় আর দাগছোপ দূর করে| শুধু নিশ্চিত হয়ে নেবেন, যে আপনি যে জিনিসগুলি ব্যবহার করছেন, তাতে প্রাকৃতিক লাইটেনিং এজেন্ট, যেমন ভিটামিন সি আছে কি না, কারণ এই উপাদানটি ত্বকের রং দ্রুত ফিকে করতে সহায়তা করে|
# ৫ ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখতে সহায়তা করে

ত্বকে তেল, পলিউশন আর ময়লা জমতে থাকলে আপনার ত্বককে দেখায় বিবর্ণ আর নিষ্প্রাণ| ত্বককে এক্সফোলিয়েট করলে নিশ্চিতভাবে আপনার ত্বক এইসব অবাঞ্ছিত ঝামেলা কাটিয়ে হয়ে উঠবে স্বাস্থ্যোজ্জ্বল আর নিটোল|
Written by Ishani Roychoudhuri on Dec 07, 2018
Author at BeBeautiful.