ছুটি চাইছে ক্লান্ত শরীর মন, ডেডলাইন, কাজের চাপ আর সমস্ত রকম ক্লান্তি থেকে পালাতে ইচ্ছে করছে, অথচ লম্বা ছুটি নেওয়ার কোনও উপায় নেই! এমন পরিস্থিতিতে আমরা সকলেই কমবেশি পড়েছি। আমাদের কাছে এই সমস্যার একটা উত্তর আছে, তা হল স্টেকেশন। অর্থাৎ পুরোদস্তুর লম্বা ছুটি বা ভেকেশন নয়, বরং কোথাও গিয়ে এক বা দু' রাত্তির থেকে আসা! বাড়ি আর অফিসের সাঁড়াশি চাপ থেকে বেরোতে চাইলে ছোট্ট স্টেকেশন দারুণ কাজের। আর স্টেকেশনের জন্য যখন জামাকাপড় প্যাক করবেন, তখন কিন্তু ত্বক পরিচর্যার কিছু অবশ্য প্রয়োজনীয় জিনিস নিতে ভুলবেন না! নিজেকে ঝলমলে উজ্জ্বল না দেখালে অগুনতি সেলফি তুলে লাভটাই বা কী! স্টেকেশনে যাওয়ার আগে যে পাঁচটা স্কিনকেয়ারের সরঞ্জাম আপনাকে নিতেই হবে, রইল তার হদিশ। দেখে নিন।

 

ল্যাকমে সান এক্সপার্ট টিন্টেড সানস্ক্রিন 50+++ এসপিএফ

ল্যাকমে সান এক্সপার্ট টিন্টেড সানস্ক্রিন 50+++ এসপিএফ

এটার মধ্যে কোনও সারপ্রাইজ নেই! ওপেন কাফেতে বসে খাওয়াদাওয়া করার সময় ত্বকে ট্যান পড়ুক বা সানবার্ন হয়ে যাক, এটা নিশ্চয়ই আপনি চান না?

তাই সারা গায়ে খুব ভালো করে ল্যাকমে সান এক্সপার্ট টিন্টেড সানস্ক্রিন 50+++ এসপিএফ/ Lakmé Sun Expert Tinted Sunscreen 50+++ SPF মেখে নিন, আর ভরপুর মজা করুন ছুটিতে। এই সানস্ক্রিনটি ত্বক বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত এবং এতে রয়েছে এসপিএফ 50, যা 97% পর্যন্ত ক্ষতিকর সূর্যরশ্মি রুখে দিতে পারে এবং ত্বককে সানবার্ন, কালো দাগ, অকালজরা এবং ট্যানিংয়ের হাত থেকে রক্ষা করে। টিন্টেড এই সানস্ক্রিনটিতে রয়েছে শসা আর লেমনগ্রাসের নির্যাস। এটি হালকা, চটচটে নয় একেবারেই আর ত্বকে একটা দারুণ ম্যাট ফিনিশ এনে দেয়।

 

ল্যাকমে লিপ লাভ জেলাটো কালেকশন

ল্যাকমে লিপ লাভ জেলাটো কালেকশন

স্টেকেশনের দিনগুলোয় লিপস্টিক পরার দরকার নেই, বরং আপন করে নিন টিন্টেড লিপ বাম। ঠোঁট ফাটা, রুক্ষভাব কমবে আর সেই সঙ্গে মিষ্টি টিন্টেড ঠোঁট পাবেন যা আপনার প্রতিটি সেলফিকে করে তুলবে অনবদ্য। বেছে নিন ল্যাকমে লিপ লাভ জেলাটো কালেকশন/ Lakmé Lip Love Gelato Collection. র টিন্টেড লিপ বাম। চারটি উজ্জ্বল ঝলমলে শেডে পাওয়া যায় এই লিপ বামটি, ঠোঁটে মিষ্টি সুন্দর রং এনে দেওয়ার পাশাপাশি ঠোঁট সারাদিন ধরে আর্দ্র রাখে। এসপিএফ 15 যুক্ত ফরমুলা আপনার ঠোঁটকে হাইড্রেটেড রাখার পাশাপাশি রোদের ক্ষতি থেকেও সুরক্ষিত রাখে।

 

সিম্পল কাইন্ড টু স্কিন ক্লেনজিং ফেসিয়াল ওয়াইপস

সিম্পল কাইন্ড টু স্কিন ক্লেনজিং ফেসিয়াল ওয়াইপস

যে কোনও স্টেকেশনে ফেস ওয়াইপ সঙ্গে রাখা মাস্ট! তার জন্য আমাদের পছন্দ সিম্পল কাইন্ড টু স্কিন ক্লেনজিং ফেসিয়াল ওয়াইপস/ Simple Kind To Skin Cleansing Facial Wipes. মুখ মোছার এই টিস্যু ত্বক বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত, হাইপোঅ্যালার্জেনিক, নন-কমেডোজেনিক এবং এতে কোনওরকম অ্যালকোহল, কৃত্রিম সুগন্ধ, রং বা ডাই নেই। বরং এই টিস্যুতে রয়েছে তিনবার বিশুদ্ধ করা জল, প্রো-ভিটামিন বি5 আর ভিটামিন ই যা মুখ থেকে তেল, ময়লা, দূষিত পদার্থ পরিষ্কার করে আর ত্বক রাখে আর্দ্র আর পুষ্টিতে ভরপুর।

 

সিম্পল ডেইলি স্কিন ডিটক্স এসওএস ক্লিয়ারিং বুস্টার

সিম্পল ডেইলি স্কিন ডিটক্স এসওএস ক্লিয়ারিং বুস্টার

রোজকার সাধারণ ময়শ্চারাইজারের বদলে ছুটির সময় ত্বকে মাখুন সিম্পল ডেইলি স্কিন ডিটক্স এসওএস ক্লিয়ারিং বুস্টার/ Simple Daily Skin Detox SOS Clearing Booster অত্যন্ত হালকা এই জেল ফরমুলাটি আসলে একটি টু-ইন-ওয়ান ময়শ্চারাইজার ও স্পট কারেক্টিং ট্রিটমেন্ট। থাইম, জিঙ্ক আর উইচ হ্যাজেলের গুণে সমৃদ্ধ এই ফরমুলা কালো দাগছোপ, লালচেভাব কমিয়ে ত্বক শীতল রাখে, এবং এটি তেলতেলে ব্রণওয়ালা ত্বকের জন্য আদর্শ। তা ছাড়া প্রাইমার হিসেবেও এটি ব্যবহার করতে পারেন। স্যালসাইলিক অ্যাসিড, অ্যালকোহল, প্যারাবেন, থ্যালেট মুক্ত এই ফরমুলাটিতে একটি ডিটক্সিফায়িং ব্লেন্ড রয়েছে যা ত্বক তরতাজা আর সুস্থ রাখে। বাড়ির বাইরে ত্বক সুন্দর রাখতে এরকম জিনিসই তো দরকার!

 

পিয়ার্স পিওর অ্যান্ড জেন্টল ডেইলি ক্লেনজিং ফেসওয়াশ মাইল্ড ক্লেনজার উইথ গ্লিসারিন

পিয়ার্স পিওর অ্যান্ড জেন্টল ডেইলি ক্লেনজিং ফেসওয়াশ মাইল্ড ক্লেনজার উইথ গ্লিসারিন

ফেসওয়াশ না নিয়ে কি আর স্টেকেশনে যাওয়া যায়? তাই সঙ্গে প্যাক করে নিন পিয়ার্স পিওর অ্যান্ড জেন্টল ডেইলি ক্লেনজিং ফেসওয়াশ মাইল্ড ক্লেনজার উইথ গ্লিসারিন/ Pears Pure and Gentle Daily Cleansing Face Wash Mild Cleanser with Glycerine । ছুটির দিনগুলোয় ত্বক পরিষ্কার রাখতে এর জুড়ি নেই। 98% খাঁটি গ্লিসারিনে ভরা সাবানমুক্ত এই ফেসওয়াশটি আপনার ত্বক আর্দ্র রাখে, তেলময়লা সাফ করে আর ত্বক থাকে নরম, কোমল আর ঝলমলে।