আপনার নিশ্চয়ই মনে আছে যে, ছোটবেলায় আপনার খুব জাদুকাঠির শখ ছিল? জানেন কি, যে আপনার সেই ইচ্ছে পূরণ হয়েছে! শুধু জাদুকাঠিটি মাপে একটু ছোট হয়েছে, আর তার নাম হয়েছে স্পুলি| কিন্তু পুরোনো, ধুয়ে নেওয়া মাসকারার কাঠি দিয়ে সত্যিই জাদু দেখানো যায়| যাঁরা এতদিন ধরে ভেবে এসেছেন যে স্পুলির কাজ শুধু আপনার চোখের পাতায় রং ধরানো আর তার ঘনত্ব বাড়ানো, তাঁদের ধারণাকে এখনই ভুল প্রমাণ করতে চলেছি আমরা|
আপনাকে জানানো হচ্ছে স্পুলি ব্যবহারের ৫ টি নতুন দিক বা কৌশল, যা প্রত্যেকের এখনই শিখে রাখা দরকার|
অবাধ্য চুলকে বাগ মানাতে পারে স্পুলি
ঠোঁটের এক্সফোলিয়েশন হয়
নখ পরিষ্কার করা যায়
ভ্রূ-র পরিচর্যা হয়
মাসকারা ব্যবহারে ভুলভ্রান্তি হলে তা সংশোধন সম্ভব
- অবাধ্য চুলকে বাগ মানাতে পারে স্পুলি
- ঠোঁটের এক্সফোলিয়েশন
- নখ পরিষ্কার
- ভ্রূ-র পরিচর্যা
- মাসকারা ব্যবহারে ভুলভ্রান্তি হলে তা সংশোধন করুন
অবাধ্য চুলকে বাগ মানাতে পারে স্পুলি

যেদিন অবাধ্য চুল জায়গামতো রাখতে চাইবেন, সেদিনই দেখবেন তা বেশি বেয়াড়া হয়ে যাচ্ছে! নিজের সুবিধের জন্য স্পুলি ব্যবহার করুন| কিছুটা হেয়ারস্প্রে স্পুলির উপরে লাগিয়ে অবাধ্য চুলের গুছির উপরে তা আলতো হাতে ব্রাশ করে নিন| দেখুন, কেমনভাবে অবাধ্য চুলকে বাগে আনা যায়!
ঠোঁটের এক্সফোলিয়েশন

আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার স্পুলি পুরোপুরি পরিষ্কার আছে এবং তাতে অবাঞ্ছিত কিছু লেগে নেই| এবার ঠোঁটে আপনার পছন্দের লিপ বাম বা ভেসলিন অরিজিনাল পিওর স্কিন জেলি লাগিয়ে হালকা হাতে বৃত্তাকারে তার উপরে স্পুলি ঘষে নিন| ভালো করে মুছে নিতে ভুলবেন না|
নখ পরিষ্কার

ময়লা পরিষ্কার করার সময় নখের নিচে ভালোভাবে নেইল ফাইল বা ক্লিপার পৌঁছয় না| স্পুলি সেই কাজটাই ঠিকঠাকভাবে করতে পারে|
ভ্রূ-র পরিচর্যা

ভ্রূ ভরাট করে তোলার আগে তার মধ্যে দিয়ে স্পুলি চালিয়ে নিন, যাতে একেবারে ঠিকঠাক আকার বা শেপ তৈরি হয়| ভ্রূ-র যথাযথ প্রসাধনের জন্য পাউডার, পেনসিল বা পমেড ব্যবহারের পরে ফের একবার স্পুলি চালিয়ে নিন|
মাসকারা ব্যবহারে ভুলভ্রান্তি হলে তা সংশোধন করুন

যতই আমরা কষ্ট করে মাসকারা শুকোনোর চেষ্টা করি না কেন, তার প্রবণতাই হল অল্পবিস্তর ডেলা পাকিয়ে যাওয়ার| একটি পরিষ্কার স্পুলি আপনাকে এই বিরক্তিকর পরিস্থিতির হাত থেকে মুক্তি দিতে পারে| চোখের পাতার উপরে স্পুলি ব্যবহার করুন চিরুনির মতো করে, দেখুন সমস্যা কেমন চমৎকারভাবে মিটে গেছে!
Written by Ishani Roychoudhuri on Jan 03, 2019
Author at BeBeautiful.