বরফ হল এমন একটি কার্যকর আর কম খরচের উপাদান, যা আপনাকে দিতে পারে পরিচ্ছন্ন, তরতাজা আর উজ্জ্বল ত্বক এবং তাও মাত্র কয়েক মিনিটের মধ্যেই| কিন্তু কখনও কি আপনার ত্বকে আইস ফেশিয়াল ব্যবহার করার কথা ভেবেছেন? একবার পরখ করেই দেখুন না, কারণ আর কিছু না হোক, এটি খুব আরামদায়ক বিলাসিতাও তো বটে!

বাড়িতে বসে নিজেকেও আপনি একটি আরামদায়ক আইস ফেশিয়াল দিতে পারেন, তাতে আপনার ত্বক হয় সুন্দর, তরতাজা, আর ঝলমলে| তারই পদ্ধতি জানিয়ে দিচ্ছি আমরা৷

 

আপনার যা যা প্রয়োজন

আপনার যা যা প্রয়োজন

. ২ গ্লাস জল
. ৪ ফোঁটা এসেনশিয়াল অয়েল
. ১/২ চা-চামচ গ্রিন টি এক্সট্র্যাক্ট
. একটি বরফ জমানোর ট্রে

পদ্ধতি

.  ৫ মিনিট সময় ধরে ২ গ্লাস জল ফুটিয়ে নিন| জল ঠান্ডা হতে দিন| জল ঠান্ডা হয়ে গেলে তা একটি পরিষ্কার শিশিতে ঢালুন|
.  এবার ওই শিশিতে আপনার পছন্দমতো যে কোনও এসেনশিয়াল অয়েলের কয়েক ফোঁটা মিশিয়ে নিন|
.  এক চিমটি গ্রিন টি এক্সট্র্যাক্ট এবার ওই শিশিতে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন|
.  এবার সম্পূর্ণ তরলটি একটি বরফ জমানোর ট্রেতে ঢেলে ফ্রিজে অন্তত দু’ ঘণ্টা ধরে জমতে দিন, তার মধ্যে আপনার বরফের টুকরো তৈরি হয়ে যাওয়ার কথা|

ব্যবহার

. প্রথমেই যে কোনও কেমিক্যাল-ফ্রি ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন| তারপর আলতো হাতে  মুখ মুছে ফেলুন|
.  এক টুকরো কাপড়ে একটি বরফের টুকরো রেখে এমনভাবে ধরুন, যাতে বরফের টুকরোটির মাত্র একটি দিক খোলা অবস্থায় থাকে|
.  এবার বরফের টুকরো ছোট ছোট বৃত্তাকারে ঘষতে শুরু করুন আপনার দু’ গালে, কপালে আর দু’ চোখের নিচে|
.  এই কাজটি চালিয়ে যান ২০-২৫ মিনিট ধরে আর প্রতি ৫-৭ মিনিট অন্তর বরফের টুকরো বদলে নিন|
.  সবশেষে সুতির নরম তোয়ালে দিয়ে আলতো হাতে চেপে চেপে মুখ মুছে নিয়ে ময়েশ্চরাইজ়ার লাগান|