রোজ রোজ মুখে আর গায়ে যে সব বিউটি প্রডাক্ট ব্যবহার করেন, তাতে কী কী উপাদান রয়েছে এবং সে সম্পর্কে কেন সচেতন হওয়া দরকার, তা নিয়ে বিশদে ব্যাখ্যার নিষ্প্রয়োজন। প্রডাক্টের প্রতিটি উপাদান নিয়ে পড়াশোনা করে নেওয়াই হোক বা কেনার আগে পরিচিতদের মত নেওয়াই হোক, অথবা প্রডাক্টে কী কী রয়েছে তাতে চোখ বুলিয়ে নেওয়াই হোক, একটা কথা কিন্তু প্রতি ক্ষেত্রেই সত্যি -- আজকাল ক্রেতারা ত্বক পরিচর্যার উপাদান সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি সচেতন।

প্যারাবেন থেকে সিলিকোন, এ সব শব্দ আজকাল বিষের মতো পরিত্যাজ্য। পরিবর্তে আমরা সকলেই ঝুঁকছি ক্লিন বিউটির দিকে। ক্লিন বিউটি প্রডাক্ট তৈরি হয় এমন উপাদান দিয়ে যা মানুষের স্বাস্থ্যের কোনও ক্ষতি করে না। ত্বক ও পরিবেশ, দুইয়ের পক্ষেই ক্লিন বিউটি প্রডাক্ট উপকারী। এবং ক্লিন বিউটি প্রডাক্ট খুঁজে পাওয়া বা তা ব্যবহার করা খুব কঠিন কিছু নয়। আপনিও যদি ক্লিন বিউটি প্রডাক্ট ব্যবহার করতে চান, তা হলে সঠিক প্রডাক্টের সন্ধান দিতে পারি আমরা। রইল সবরকম খারাপ উপাদানমুক্ত একটি পরিচ্ছন্ন অর্থাৎ ক্লিন বিউটি স্কিনকেয়ার রুটিনের হদিশ। এতে কোনও বর্জ্য বা বিষাক্ত উপাদান নেই, ফলে আপনার ত্বক থাকে সুস্থ আর ঝলমলে, কোনও পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়াই।

 

ধাপ#1: মুখ পরিষ্কার করুন কোমল ফেসওয়াশ দিয়ে

ধাপ#1: মুখ পরিষ্কার করুন কোমল ফেসওয়াশ দিয়ে

যে কোনও ত্বক পরিচর্যার রুটিনের প্রথম জরুরি ধাপট হল মুখ ধুয়ে পরিষ্কার রাখা। আর এ কাজের জন্য সিম্পল কাইন্ড টু স্কিন রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশ/ Simple Kind To Skin Refreshing Facial Wash সেরা ক্লিন বিউটি প্রডাক্টগুলির মধ্যে অন্যতম। এটি হাইপোঅ্যালার্জেনিক ফেসওয়াশ, অর্থাৎ সবধরনের ত্বক, এমনকী সেনসিটিভ ত্বকের ওপরেও কাজ করে। এই ফেসওয়াশে রয়েছে প্রো-ভিটামিন বি5 আর ভিটামিন ই-র হাইড্রেটিং ক্ষমতা, ফলে এই ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে একদিকে যেমন তরতাজা লাগে, তেমনি ত্বক পুষ্টিও পায়। এই ফেসওয়াশটি নন-কমেডোজেনিক, নিষ্ঠুরতামুক্ত এবং ত্বক বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত। হাতের কাছে এমন ক্লিন বিউটির সন্ধান আর পাবেন না!

 

ধাপ#2: অ্যালকোহলহীন টোনার দিয়ে ত্বক টোন করুন

ধাপ#2: অ্যালকোহলহীন টোনার দিয়ে ত্বক টোন করুন

টোনার ব্যবহারে বিশ্বাসী নন? এবার বিশ্বাস পরিবর্তনের সময় এসেছে। অ্যালকোহল-বেসড অ্যাস্ট্রিনজেন্ট ত্বক থেকে আর্দ্রতা শুষে নেয়, ফলে তেমন কিছুর কথা আমরা বলছি না। আমরা বলছি সিম্পল কাইন্ড টু স্কিন সুদিং ফেসিয়াল টোনার/ Simple Kind To Skin Soothing Facial Toner -এর কথা, যাতে আছে প্রো-ভিটামিন বি5 (আর্দ্রতার জন্য), ক্যামোমাইল (অ্যান্টিঅক্সিডান্টের জন্য), উইচ হ্যাজেল (অ্যান্টি-ইনফ্লামেশনের জন্য) এবং অ্যালান্টয়েন(ত্বক শীতল রাখতে)। আর এতেও যদি না হয়, তা হলে জেনে রাখুন এই টোনার হাইপোঅ্যালার্জেনিক, নন-কমেডোজেনিক এবং কোনওরকম প্রাণীজ উপাদান এতে নেই। আর কিছু বলার দরকার আছে কি?

 

ধাপ#3: উপকারী উপাদান দিয়ে ত্বক ময়শ্চারাইজ করুন

ধাপ#3: উপকারী উপাদান দিয়ে ত্বক ময়শ্চারাইজ করুন

টোনিংয়ের পর স্বাভাবিক ধাপ হল ময়শ্চারাইজার। আপনার ত্বকের ধরন যেমনই হোক, ময়শ্চারাইজার মাখা খুব প্রয়োজন। সিম্পল কাইন্ড টু স্কিন রিপ্লেনিশিং রিচ ময়শ্চারাইজার/ Simple Kind To Skin Replenishing Rich Moisturiser হল সবধরনের খারাপ উপাদানমুক্ত একটি ময়শ্চারাইজার যা আপনার ত্বকের আর্দ্রতার চাহিদা পূরণ করবে। এই ময়শ্চারাইজারে রয়েছে গ্লিসারিন, দাগ হালকা করে দেওয়ার উপাদান বিসাবোলল, হাইড্রেটিং ভিটামিন বি5 এবং ত্বক স্নিগ্ধকারী অ্যালানটয়েন। যাঁরা খারাপ উপাদানহীন স্কিনকেয়ার রুটিন খুঁজছেন, তাঁদের জন্য এটি আদর্শ ময়শ্চারাইজার।

 

ধাপ#4: ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন মেখে নিন

ধাপ#4: ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন মেখে নিন

সানস্ক্রিন মাখার পরামর্শ আমরা সবসময় দিই; ত্বক পরিচর্যার রুটিনে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ময়শ্চারাইজার মাখার পর ডার্মালজিকা সোলার ডিফেন্স বুস্টার এসপিএফ 50/  Dermalogica Solar Defense Booster SPF 50 ব্যবহার করুন। এই ভেগান প্যারাবেন-হীন ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিনে ভিটামিন ই আর সি রয়েছে, সঙ্গে আছে গ্রিন টি আর গ্রেপসিডের অ্যান্টিঅক্সিডান্টের গুণ। তার সঙ্গে এতে আছে ওলিওসাম মাইক্রোস্ফিয়ার যা আপনার ত্বকে নিবিড় আর্দ্রতা জোগায়।

ক্লিন বিউটি সম্পর্কে জানলেন তো! এবার তার সুফল ভোগ করতে দিন আপনার ত্বককে। পালটে ফেলুন ত্বক পরিচর্যার রুটিন। বেছে নিন ক্লিন বিউটি স্কিনকেয়ার আর ঝলমলে হয়ে উঠুন!