বিশ্বাস করুন... বিয়ের বেশ ক'মাস আগে থেকে আমরা মেয়েরা যে প্রস্তুতি নিতে শুরু করি, তা কিন্তু মোটেই বাড়াবাড়ি নয়! আবার আগেভাগে প্রস্তুতি নিলেও যে সব কিছু ঠিকঠাক করে হবে, তারই বা নিশ্চয়তা কোথায়? কারণ প্ল্যানিংয়ে ভুল সবসময়ই হতে পারে, তাই প্ল্যান বি-ও তৈরি রাখতে হবে!
তবে এত কিছু ভেবে ভয় পাওয়ার দরকার নেই, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি আমরা! হঠাৎ ব্রণ, ফাটা ঠোঁট, বেসামাল চুল, আপনার সমস্যা যাই হোক না কেন, আমাদের হাতে আছে একগুচ্ছ সহজ সমাধান। শিখে নিন এ সব কৌশল আর বিয়ের দিন হয়ে উঠুন অপরূপা!
- কৌশল #1: ব্রণ সারান অ্যাসপিরিন দিয়ে
- কৌশল #2: উড়ো চুল বশে আনতে পেট্রোলিয়াম জেলি বা লিপ বাম
- কৌশল #3: বাড়তি ব্রোঞ্জার বা ব্লাশ তুলতে মেকআপ স্পঞ্জ
- কৌশল #4: ফাটা ঠোঁটের জন্য কোল্ড ক্রিম
- কৌশল #5: এলোমেলো চুল সামলান টেক্সচারাইজিং স্প্রে দিয়ে
কৌশল #1: ব্রণ সারান অ্যাসপিরিন দিয়ে

বিয়ের আগের সন্ধেয় যদি দেখেন মুখে বড় টুসটুসে একটা ব্রণ বেরিয়েছে, মাথা খারাপ হয়ে যাওয়া স্বাভাবিক! তবে ভয় পেয়ে ব্রণ খুঁটবেন না, বরং বেছে নিন অনেক বেশি স্বাস্থ্যকর আর কার্যকরী একটি উপায় যা আপনার ত্বকেরও কোনও ক্ষতি করবে না! একটা অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে নিন, তাতে কয়েক ফোঁটা জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। ব্রণর ওপরে এই পেস্ট লাগিয়ে সারা রাত রেখে দিন। অ্যাসপিরিন আসলে স্যালিসাইলিক অ্যাসিড যা ব্রণ কমানোর নানা প্রডাক্টে থাকে। স্যালিসাইলিক অ্যাসিড ব্রণ চটপট শুকিয়ে দেয়, লালচেভাব আর ফোলাও কমায়। কোনও দাগ থেকে গেলে তা সহজেই ফাউন্ডেশন বা কনসিলার দিয়ে ঢেকে ফেলতে পারবেন।
কৌশল #2: উড়ো চুল বশে আনতে পেট্রোলিয়াম জেলি বা লিপ বাম

আপনার হাতের কাছে এমন কিছু সরঞ্জাম থাকা চাই যা বিপদে আপদে আপনাকে উদ্ধার করবে। ছোটখাটো কাটাছেঁড়া বা জুতোর ফোসকা থেকে বাঁচতে যেমন ব্যান্ডএড দরকার, তেমনি মুখের চারপাশে উড়ো চুলের ঝামেলা এড়াতে সঙ্গে রাখুন পেট্রোলিয়াম জেলি বা লিপ বাম। পরিষ্কার মাস্কারা ব্রাশ বা টুথব্রাশে পাতলা করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে আলতো ব্রাশ করে নিন চুল। উড়ো চুল মুখে পড়ে আপনার ছবি নষ্ট করবে না!
কৌশল #3: বাড়তি ব্রোঞ্জার বা ব্লাশ তুলতে মেকআপ স্পঞ্জ

কনেসাজ একটু চড়ার দিকেই হয়। বিয়ের দিন মুখে যতটা মেকআপ করা হয়, সারাজীবনেও বোধহয় তত মেকআপ করা হয় না! কিন্তু ফুল-ফেস মেকআপ করা আর মেকআপ নিয়ে বাড়াবাড়ি করার মধ্যে তফাত রয়েছে। যদি মনে হয় ব্রোঞ্জার বা ব্লাশ একটু বেশি লাগানো হয়ে গেছে, তা হলে তা শুধরে নিতে পারেন পরিষ্কার মেকআপ স্পঞ্জ দিয়ে। যে অংশের চড়া রং কমাতে চান, সেই জায়গাগুলোয় স্পঞ্জ চেপে চেপে রং কমিয়ে দিন। মুখের বাকি অংশের মেকআপ নষ্ট না করেই বাড়তি মেকআপ তুলে নেবে স্পঞ্জ।
কৌশল #4: ফাটা ঠোঁটের জন্য কোল্ড ক্রিম

বিয়ের দিন ঠোঁট ফেটে থাকলে পুরো সাজই মাটি! বিয়ের দিন আপনার ঠোঁট ছবির মতো টুসটুসে সুন্দর রাখতে চাইলে বাড়তি যত্ন আর মনোযোগ দিতেই হবে, আর সেটা করতে হবে লিপস্টিক লাগানোর আগেই! ঠোঁটে খানিকটা কোল্ড ক্রিম লাগিয়ে নিন। তারপর পরিষ্কার বেবি টুথব্রাশ দিয়ে কোমলভাবে স্ক্রাব করে তুলে দিন ঠোঁটের সমস্ত শুকনো আর ফাটা চামড়া। ঠোঁটের এটুকু যত্ন করলেই মসৃণভাবে লিপস্টিক পরে নিতে পারবেন।
কৌশল #5: এলোমেলো চুল সামলান টেক্সচারাইজিং স্প্রে দিয়ে

বিয়ের হুল্লোড়ে চুল এলোমেলো নষ্ট হয়ে যাওয়া খুব স্বাভাবিক! তেলতেলে হেয়ারস্টাইলের হাল ফেরাতে হাতের কাছে রাখুন টেক্সচারাইজিং স্প্রে। সাজ টাচ-আপ করার সময় খানিকটা হেয়ার স্প্রে ছিটিয়ে নিন চুলে যাতে বাড়তি তেল শুষে গিয়ে চুল আর হেয়ারস্টাইল দুইই তরতাজা থাকে!
Written by Manisha Dasgupta on Mar 10, 2021
Author at BeBeautiful.